ডাউনলোড করুন Foxit PhantomPDF Business এডিশন। সব ধরনের ডকুমেন্টকে পিডিএফ করতে এবং সকল পিডিএফকে এডিট করতে এর চেয়ে ভালো আর কিছু নেই। এখন $১২৯(ডলার) মূল্যের সফটওয়ারটি ফ্রিতে নিবেন কিনা সিদ্ধান্ত আপনার।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আপনারা অনেকেই হয়তো দীর্ঘদিন থেকে ফক্সিট রিডার ব্যবহার করে আসছেন। শুধুমাত্র পিডিএফ পড়ার জন্য কিংবা প্রিন্ট করার জন্য ফক্সিট রিডারের কোন বিকল্প হয়না। কিন্তু এর চেয়েও যদি কেউ বেশি কিছু আশা করে তবে সেটা ফক্সিট রিডারের ক্ষমতার বায়রে চলে যাবে। যেমন আপনি চাচ্ছেন পিডিএফ এডিট করবেন, পিডিএফ সিকিউরিটি শক্তিশালী করবেন, নতুন পিডিএফ তৈরী করবেন, ছবি থেকে লেখা আলাদা করবেন কিংবা ডকুমেন্ট সম্পর্কে আরো অনেক অনেক কিছু। তাহলে আপনার জন্য লাগবে Foxit PhantomPDF Business এডিশন এবং এর জন্য গুনতে হবে ১২৯ ডলার (১০,০০০টাকা) মাত্র। আপনারা হয়তো ভাবছেন টাকা দিয়েই যদি কিনবো তাহলে টিউন পড়ে লাভ কী?

টিউনটি আপনারা একারনেই পড়বেন যাতে টিউনটি পড়ে এই তথাকথিত দামী সফটওয়ার আপনার নির্বিগ্নে আপনাদের কম্পিউটারে চালাতে পারেন। তাহলে চলুন টিউনের মূল বক্তব্যে ফিরে আসি।

Foxit PhantomPDF Business

সফটওয়ারটি পেতে চাইলে Foxit এর অফিশিয়াল সাইট হতে আপনার নাম মেইল এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে সফটয়ারটির ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে হবে। তারপর কীভাবে ফুল ভার্সন করবেন সেটা আছে টিউনের পরবর্তি অংশে। তাহলে দেরি না করে নিচের লিংক থেকে Foxit PhantomPDF Business এর ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিন।

কম্পিউটারে Foxit PhantomPDF Business ইনস্টলেশন

আপনারা কাজটি একা একাই করতে পারবেন জানি, কিন্তু একটা ধাপ আপনারা স্কিপ করে যাবেন এই আসঙ্কা থেকেই আমি কয়েকটা জিনিস অতিরিক্ত দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালো ভাবে ধাপগুলো লক্ষ্য করুন।

স্বাভাবিক নিয়মে ইনস্টলের সময় যখন নিচের চিত্রের মতো আসবে তখন Typical অপশন এর পরিবর্তে Custom অপশনটি সিলেক্ট করুন এবং নেক্সট বাটন চাপুন।

নিচের চিত্রটি হলো আপনি কী কী ফিচার ইনস্টল করতে চান তার একটা লিস্ট। যেভাবে আছে সেভাবেই রেখে দিতে পারেন তবে এডভান্স ব্যবহারকারীরা নিজেদের মতো পরিবর্তন করলেও করতে পারেন। কাজ শেষে নেক্সট বাটন চাপুন।

যখন নিচের মতো চিত্র আসবে তখন চিত্রে দেখানো Install As the Default System Printer Option টি মার্ক করতে ভুল করবেন না। কারন এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। এর সাহায্যে আপনি যেকোন ছবি বা একগুচ্ছ ছবিকে অথবা যেকোন ডকুমেন্ট (টেক্সট সহ) কে এক ক্লিকেই পিডিএফ ফাইলে রুপান্তরিত করতে পারবেন। যাহোক এবার ইনস্টল বাটন প্রেস করে সফটওয়ারটি ইনস্টল করে নিন।

ইনস্টল শেষ হলে ভুলেও সফটওয়ারটি ওপেন করবেন না। একটিভেশন এর উইন্ডো পপআপ হলে বন্ধ করে দিন নাহলে ৩০দিনের ট্রায়াল সিলিক্ট করুন।

ফুল ভার্সন করার পদ্ধতি

টিউনের এই অংশটুকু পর্যন্ত যদি সফল ভাবে প্রত্যেকটা স্টেপ অনুসরন করে থাকেন তাহলে পরবর্তি অংশ আপনার জন্য আরো সহজ হবে। নিচের ডাউনলোড লিংক থেকে Medicine নামের ফোল্ডারটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি নির্দেশনা অনুসরণ করুন।

ডাউনলোড করা জিপ ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিন। তারপর ভেতরের ফাইলগুলোকে কপি করে C:\Program Files\Foxit Software\Foxit PhantomPDF এই লোকেশনে পেস্ট করুন। পেস্ট করার সময় ফোল্ডার মার্জ এবং ফাইল ওভার রাইট করতে চাইলে সবগুলোতেই OK করুন। কাজ হয়ে গেলে নিচের চিত্রে দেখানো Foxit Updater.exe ফাইলটি ডিলেট করে দিন।

সফটওয়ারটি এমনিতেই লেটেস্ট, তবে পরবর্তি ভার্সন বের হলেও দয়া করে আপডেট করবেন না। ফুল ভার্সন করার প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন। আপনি চাইলে কম্পিউটারের ফায়ার ওয়াল দিয়ে সফটওয়ারটির ইন্টারনেট এক্সেস বন্ধ করে দিতে পারেন।

ব্যবহার বিধি

সফটওয়ারটির ব্যবহার খুবই সহজ যদিও এডভান্স এডিটিংগুলো করার জন্য কিছুটা জ্ঞানের প্রয়োজন হতে পারে। চিত্রে দেখানো মেনু হতে আপনি এডিটিং গুলো করতে পারবেন।

তাছাড়া কোন ইমেজ বা ফাইলকে পিডিএফ করতে চাইলে শুধু মাত্র ছবিটিতে ক্লিক করুন এবং প্রিন্ট অপশন চেপে ফক্সিট প্রিন্টারের সাহায্যে পিডিএফ ফাইলে রূপান্তরিত করুন। নিচের চিত্রটি দেখলে আর সমস্যা হবেনা।

আরো কিছু জিনিস সংযুক্ত করতে পারলে ভালো হতো কিন্তু টিউনটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা চাইলে Foxit PhantomPDF ব্যবহারের নির্দেশিকা ডাউনলোড করতে পারবেন। ব্যবহার নির্দেশিকা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। তাছাড়া আগামীতে পিডিএফ ফাইলের সিকিউরিটি নিয়ে একটি টিউন করবো। সে টিউনটিতে আপনারা অনেক কিছু্ই জানতে পারবেন আশা করি।

শেষ কথা

টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, এটি নিয়ে টিউন করার জন্য, আমি অনেকদিন এটি ব্যবহার করছি। আমার অন্য কোনো সফট এর দরকার হয়নি।

ami free ta use kori, caloi kaj chole jae. Tobe oder sahosh dekhe ami obak,
bole kina- “better than adobe PDF” (obosso kotha sotti)

Level New

বাংলা পিডিএফ ফাইলকে ডকুমেন্টে কনভার্ট করলে ফন্ট ঠিকমত আসে কী? জানাবেন।ধন্যবাদ টিউনের জন্য।

    @molla_81: Of Course, তবে আপনার কম এ ফন্ট ইন্সটল থাকতে হবে। কিছু ফন্ট সমস্যা করে তবে সহজে ঠিক করা যায়।

    হুম। ফক্সিটে ফন্টে কোন সমস্যা হয়না। তবে সাধারন ডকুমেন্টকে পিডিএফ করার জন্য মাইক্রোসফট অফিসের সেভ এজ পিডিএফ এডনটি সব চেয়ে ভালো। অফিস ১০ বা ১৩ তো আরো ভালো। টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি অনেক দিন থেকে ব্যাবহার করছি কিন্তু ফুল ভার্সন করতে পারছিলাম না। এই জন্য অনেক প্রব্লেম এর মুখোমুখি হচ্ছিলাম।

windows 8 e to foxit na thakle o chole i mean pdf porar jonne built in software dewa ase?

    @লিমন: পিডিএফ পড়ার জন্য উইন্ডোজ ৮ এ অন্য কিছু লাগেনা সত্য কিন্তু আপনি হয়তো আমার টিউনটির উদ্দেশ্য বুঝতে পারেন নি। আমি সফটওয়ারটি শুধু পিডিএফ পড়ার জন্য দেয়নি। আমি টিউনটি করেছি যাতে আপনার মনের মতো পিডিএফ তৈরী কিংবা এডিট করতে পারেন। যাহোক, টিউমেন্টের জন্য ধন্যবাদ।

windows 8 e to to dekhi na thakle o chole i mean pdf porar jonne built in software dewa ase?

Level 0

সাব্বাস!!!!আপনার কাছে যা পাই সবই বিশাল কাজের!!!!!বিশেষ করে আপনি এডিট প্লাস টা দিয়েছিলেন।হেব্বী একটা জিনিস!!! আপনাকে এত্ত গুলা ধন্যবাদ!!

    @arvin blue: টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ। এডিট-প্লাস এর কথা এখনো মনে রেখেছেন জেনে ভালো লাগলো। আপনারা পাশে থাকলে সারা জীবন ভালো কিছূ দিয়ে যাওয়ার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।

Level 0

@সানিম মাহবীর ফাহাদ: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আমার একটি পিডিএফ ফাইলে কিছু এডিট করার প্রয়োজন ছিল এবং বিভিন্ন এডিটর দিয়ে ট্রাই করেও মনমতো হচ্ছিল না। ফক্সিট দিয়ে হতে পারে ভেবে এর ফুল ভার্সনও কোথাও পাচ্ছিলাম না। আপনি দেয়াতে আমার এডিটটি আমি মাত্র দুই মিনিটেই পছন্দ মতো এডিট করতে পেরেছি। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি।

    @tanvirbd5: আমার টিউনটি থেকে আপনি উপকৃত হয়েছেন জেনে অনেক ভালো লাগছে। আপনার অনুভূতি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

এটি আগে কখনো ব্যবহার করিনি ।Try Kori.

Level 0

পিসির ডিফল্ট হিসেবে ফক্সিটই ইউজ করি সর্বদা……কিন্তু আপনার এই জিনিসটা আমার মারাত্মক দরকার ছিল, কারণ এমএস ফাইলের কিছু ফন্ট ১৩-র ভার্সনে বাই-ডিফল্ট কনভার্ট করলে পিডিএফ ফরম্যাটে বাজে আসে…….
অনেক ধন্যবাদ 🙂

    দরকারী জিনিস পেয়ে গেছেন দেখে ভালো লাগলো। সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যা 🙂

install করলাম । দারুন সফট ।

ভাই ডিরেক্ট লিঙ্ক দিলে খুশি হতাম ।সাইজ টা কত একটু বলা যায় কি ?

    অফিশিয়াল ডাইরেক্ট লিংক মাঝে মাঝে রিজেনাটেড হয়ে যায়। এ জন্যই ডাইরেক্ট লিংক দেই নাই। সাইজ ২৯০ মেগাবাইটের মতো হবে।

চমৎকার হইছে ভাইয়া……… সত্যিই foxit এর বিকল্প হয় না। win8 ব্যবহার করি।pro version এ হয়ত আগের থেকে অনেক ভাল সুবিধা পাব। again thanks bro……!!!!

ভাই, medicine file টা mediafire থেকে download করতে গেলে http://prntscr.com/7hyxuy এরকম আসে।
কোনভাবেই ঠিক করতে পারছি না। যদি 4Shared link বা অন্য কোন লিঙ্ক দিতেন ভাল হত। ধন্যবাদ

এটাই খুজছিলাম… thanks.

ফাহাদ ভাই, অফিসিয়াল সাইট থেকে লেটেস্টটা নামিয়েছি।কিন্তু ক্রেক ফাইলটা কাজ করতেছে না।কি করতে পারি??

    টিউনে উল্লেখিত ভার্সন ডাউনলোড করুন। আমার কাছে নতুন ভার্সনের ক্র্যাক নেই। তাছাড়া আপডেট সফটওয়্যারে তেমন বিশেষ কোন সুবিধা নেই।

ফাহাদ ভাই, আমারও শরীফুল ইসলাম ভাই এর মত সমস্যা । ওপেন করতে গেলেই একটা মেসেজ দিচ্ছে, What were you doing when it crashed? Software টা ওপেন ও হচ্ছে না।

Level 0

bhai instal korse kinto open hoy na windows 7 a, somadan bolben

    সম্ভবত ক্র্যাক আর ইনস্টলারের ভার্সনে তারতম্য হয়েছে। অনেক আগের টিউন যেহেতু এরকম হতেই পারে। ক্র্যাক ওপেন করলে যে ভার্সন দেখবেন সেটা ডাউনলোড করুন।

স্যার,
https://userscloud.com/wviuwmbkx2kk/Medicine.zip
এই লিংক-এ ডাউনলোড হচ্ছে না। কি করতে পারি?

স্যার,
https://userscloud.com/wviuwmbkx2kk/Medicine.zip
এই লিংক-এ ডাউনলোড হচ্ছে না। কি করতে পারি?
আমার ই-মেইল[email protected] প্লিজ সাহায্য করবেন।

    আমি এই সফটওয়্যারের আপডেট ভার্সন নিয়ে টিউন করবো একটা। তখন জানিয়ে দিবোনে। গুগল করলেও এটার ক্র্যাক পেয়ে যাবেন আশা করি।

ভাই দুটো ভারসন রয়েছ
9.0.1.1049
8.3.5.30351
কোনটি ডাউনলো করবো।