অনেক দিন পর টিউন করতে বসলাম। চাকরি, মাস্টার্স - সব মিলিয়ে সময় ই পাচ্ছিলাম না। আজ আবার বসলাম। আসা করি ভালই আছেন টেকটিউন পরিবারের সবাই।
মূল কথায় আসি। অ্যাভাস্ট এন্টিভাইরাস নিয়ে আসলাম, যার মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত।
এটি ভার্শন ৬।
যদি নেট কানেকশন থাকে তাহলে অটো আপডেট দিয়া দেন তারাতারি। লেটেস্ট ভার্শন পেয়ে যাবেন।
আর অফ লাইন আপডেট ব্যবহার করতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে ভার্শন ৬ এই থাকতে হবে।
এই ভার্শন টি ব্যবহার করা যাবে সব OS এ (win 8.1,8,7,vista,xp).
First published on my SITE.
আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই