Image Composite Editor (ICE) দিয়ে সহজেই তৈরী করুন Panoramic Shot

আমার একটি প্রজেক্টের জন্য একটি ঘরের Panoramic Shot এর প্রয়োজন পরেছিল । মনে করলাম এ আর এমন কি কাজ ঘরের চারদিকের চারটে ছবি তুলে Photoshop এ নিয়ে জোড়া দিলেই হলো, কিন্তু ব্যপারটা এত সহজ না। তাই খুজতে লাগলাম এমন কোন Freeware পাওয়া যায় কিনা যা দিয়ে কম সময় ও সহজে Panoramic Shot তৈরী করা যায়। তখন এক বন্ধু আমাকে Microsoft Image Composite Editor (ICE) এর কথা জানালো যা কিনা আমার সমস্যা সমাধান করতে পারবে এবং সত্যিই এটি ব্যবহার করে আমি আমার কাজটা করতে পারলাম। এটি ব্যবহার করা সহজ এবং অনেক কম সময়ে একটি Panoramic Shot তৈরী করা যায়। আর সবচেয়ে মজার ব্যপার হচ্ছে এটি Microsoft এর হলেও একটি Freeware.

composite.gif

এখান এর সর্ম্পকে আরো বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে এখানে যান।

কিভাবে তৈরী করবেন Panoramic Shot:

1. প্রথমে Sotware ডাউনলোড করে Setup করুন।
2. Sotware টি চালু করুন, চালু করলে নীচের মত একটি উইনডো পাবেন:

microsoft-ice-select-files-tm.jpg

3. এখন শুধু যে ছবি গুলোকে Panoramic বানাবেন সেগুলো drag and drop করেন gray area তে। বাকিটা Sotware ই করে দিবে।

microsoft-ice-tm.jpg

এর ধারা বিভিন্ন রকমের rotating motion বা planar motion, cropped , adjusting image, angel এ Panoramic ছবি তৈরী করা যায়। তাছাড়া এর আরো একটি বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে বিভিন্ন format এ Panoramic ছবি তৈরী করা যায় যেমন:

  • JPEG
  • TIFF
  • Photoshop
  • HD View Tileset
  • Deep Zoom Tileset
  • BMP
  • PNG
  • HD Photo Image

আপনিও ব্যবহার করে দেখতে পারেন, Panoramic ছবি আসলেই একটি মজার বিষয়।

Level 0

আমি মাহমুদ অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অপু মানেই ডাউনলোড।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার! দেখি আমার ঘরের একটা প্যানোরামা তৈরি করা যায় কিনা..

কাজ করেনা ইরর দেয়। কোন ছবি লোড হয় না