আজ আপনাদের সাথে শেয়ার করছি ২টি গীটার টিউনার সফটওয়্যার যারা গিটার প্ল্রে করেন বা শিখছেন তাঁদের কাছে এটি খুব মজার একটি Instrument । আমি আজও গীটার শিখছি , প্লে করছি আমার কাছে জটিল ভাবে ভালো লাগে এই এ্যাকোস্টিক গীটার যদিও অনেকেই আছেন গিটার অনেক সফটওয়্যার ব্যাবহার করছেন তারপরও আমি আজ কিছু সফটওয়্যার দিচ্ছে আশা করি সবার কাছে চরম ভাবে ভালো লাগবে তারা এই ছোট সফটওয়্যার টি ট্রাই করে দেখতে পারেন।সফটওয়্যারটি দিয়ে খুব সহযেই আপনার গীটার টি টিউন করে নিতে পারবেন ।
এই সফটওয়্যারটিও ব্যাবহার করতে পারেন 🙂
আর নিচের এই PitchPerfect সফটওয়্যারটি দারুন জনপ্রিয় ।
আপনি চাইলে ব্যাবহার করে দেখতে পারন
কম্পিউটার দিয়ে গীটার টিউন করার জন্য যা যা লাগবে > আপনার কম্পিউটার
একটি মাইক(ইনপুট) PitchPerfect Software
এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।
Rowin LT-610 clip-on guitar tuner. এটাও ভালো সফটওয়্যার । একদম রিয়েল মনে হবে ।
জাস্ট ইন্সটল এবং টিউনিং
Features:
আপনি যদি স্মার্ট ফোনে ব্যবহার করতে চান তাহলে এইটা ব্যবহার করতে পারেন ।
যদিও গীটার টিউনারের বর্তমান বাজার মূল্য
১০০০ - ১৬০০ টাকার ভিতর ভালো মানের গীটার টিউনার পাবেন । অনেক সময় আমাদের কাছে টিউনার নাও থাকতে পারে তাই ল্যাপটপ দিয়ে ইজিলি ভাবে আপনি গীটার টিউন করতে পারবেন । সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ।
ভালো থাকবেন সবসময় । আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে ।
লিংক ডিলিট হয়ে গেলে আমাকে প্লিজ জানাবেন ফেসবুকে
আমার এই লেখাটি দেখার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ
আমার লেখা নিয়ে যেকোন মতামত , কমেন্ট আশা করছি
ফেসবুকে চাইলে আমার সাথে এড থাকতে পারেন
ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
আমার আরও লেখা পাবেন এখানে ভিজিট করুন
আমি এম এস পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই...
Great collection 😀