IPO এপ্লিকেশন ফর্ম জেনারেটর সফটওয়্যার।

এখানে অনেকেই আছেন যারা শেয়ার মার্কেট এর সাথে জরিত। সেক্ষেত্রে আপনাদের IPO ফর্ম পূরণ করে ব্যাংক এ জমা দিতে হয়। এমন অনেকে আছেন যাদের একাধিক BO অ্যাকাউন্ট রয়েছে। তারা সাধারনত বার বার IPO ফর্ম পূরণ করে জমা দান করেন। বার বার ফর্ম পূরণ করা আসলেই অনেক ঝামেলা। সবাই সাধারনত এক্সেল বা ওয়ার্ড এ IPO ফরম পুরন করে থাকেন যদিও এটা ঝামেলার কাজ। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই IPO ফর্ম পূরণ করে কম্পিউটার এ PDF আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন।

সফটওয়্যারটিতে রয়েছে ডাটাবেইস সিস্টেম যা আপনাকে আপনার সকল IPO ফর্ম তথ্য সংরক্ষণ করে রাখবে। পরবর্তীতে আপনি খুব সহজে পুনরায় IPO ফর্ম পূরণ করতে পারবেন।

Download IPO Application form Generator

সফটওয়্যারটি .net Framework ৪.৫ এ তৈরি করা তাই আপনাদের কম্পিউটার এ .net Framework ৪.৫ ইন্সটল করা থাকতে হবে। যদি ইন্সটল করা না থাকে তাহলে এখান (৪৬ এম.বি) থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর IPO Application form Generator সফটওয়্যারটি ইন্সটল করুন। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

সতর্কতা ঃ এই সফটওয়্যারটি সাধারনত উইন্ডোজ XP সমর্থন করবেনা কারন উইন্ডোজ XP .net Framework ৪.৫ সমর্থন করেনা।

Level 2

আমি তাকি ইলিয়াস। Software Engineer, Brain Station 23, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ট্রাইয়াল র্ভাশন কেন ? ফুর্ল র্ভাশন হয় না ??????????

Level 2

Full version kinte hobe vai

ফুল ভার্সন যে কিনতে হবে, সেটা পোস্ট এ বলে দিলে কি হয়? অযথা ডাউনলোড করালেন!!!!

    Level 2

    Free version apni use korte partecenna ? @Md Sanwar Hossain: Free version sobar Jonno. Jodi Extra Feature chan taholeto kinte hobe.