ফ্রী সফটওয়্যার মজা অনেক [ পর্ব ৫ ] : : আজকের ফ্রীওয়্যার পিডজিন ইন্সটান্ট ম্যাসেজ ক্লায়েন্ট [বোনাস হিসাবে থাকছে প্রোটেবল পিডজিন]

দেখতে দেখতে চলে এলাম "ফ্রী সফটওয়্যার মজা অনেক" সিরিজের ৫ ন নং পর্বে।

আমরা  অনেকেই তো অনেক ইন্সটান্ট ম্যাসেজিং অ্যাাপ ব্যাবহার করি তাইনা!!?? আর একটু খোলসা করে বলতে গেলে বলতে হয়- আমরা সচারাচর জিটক,ফেসবুক,এইম,আইসিকিইউ ম্যাসেঞ্জার ব্যাবহার করি এদের প্রত্যেকের জন্য আছে আলাদা আলাদা ম্যাসেজিং এ্যাপ তাইতো?এবার আশা যাক আসল পয়েন্টে।

কোন একজন যদি জিটক,ফেসবুক,এইম  এবং আইসিকিইউ ম্যাসেঞ্জার প্রত্যেকটাই  একসাথে ব্যবহার করে তাহলে তাকে ওই ৪ টি সফটওয়্যার ইন্সটল করতে হবে ফলে ৪টি প্রোগ্রামই ব্যগ্রাউন্ডে রান করবে, তারফলে হবে কি!!! মেসিনের রিসোরস বেসি ব্যাবহার হবে এবং সিপিইউ সাইকেলস বেসি ব্যাবহার হবে।যার ফল সরুপ মেসিন স্লো হয়ে যাবে।

আচ্ছা এমন যদি হোত যদি একটা প্রোগ্রাম দিয়েই একসাথে ওই সব ম্যাসেঞ্জারগুলো একসাথে চালানো যেত!!! খুবি ভাল হোত তাইনা?!!!

তো আজকে  এসেছি এমনই একটি মাস্টারপিসের সন্ধান দিতে।যারা লিনাক্স ওএস ব্যাবহার করেন তারা এই নামটির সাথে পরিচিত।সফটওয়্যারটির নাম "পিডজিন"।এটি একটি ফ্রীওয়্যার এবং ওপেন্সোরস প্রোগ্রাম।ব্যাবহার বিধি খুবী সহজ,আপনি ঘাটলেই নিজে নিজে সেটিংস করে নিতে পারবেন তাই আর ব্যাব্বহার বিধি দিলামনা।আসুন নিচে কিছু স্কিনশট দেখ নিই।

আমি অফিসিয়াল সাইট , ডাউনলোড লিঙ্ক ও প্রোটেবল ভারসানের দুটো লিঙ্কই নিচে দিয়ে দিচ্ছি। যার যেটা পছন্দ সেটা ডাউনলোড করুন। তবে আমার মতে  প্রোটেবল ভারসানটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।অথবা আপনি দুটোই ডাউনলোড করতে পারেন।

: : সফটওয়্যার পরিচিতী : :

  • প্রোডাক্ট নেমঃ-  pidgin
  • নির্মাতাঃ- পিডজিন
  • প্রোডাক্ট ভারসানঃ-  2.10.11
  • প্লাটফরমঃ- উইনডোস
  • সাইজঃ- 9.22MB
  • প্রোটেবল ভারসান সাইজঃ-10.52 MB

: : ডাউনলোডঃ- ডাউনলোড করুন

: : প্রোটেবল ভারসান(link updated) ডাউনলোডঃ- ডাউনলোড করুন
ভাল থাকবেন।পরের পর্বে হয়তো আবার ফিরে আসব অন্য কোন ফ্রীওয়্যার নিয়ে।ধ্যন্যবাদ।

সৌজন্যেঃ- Rez's tech blog

জি টকে আমিঃ- G-talk

Level 0

আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্নবাদ