বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালই আছেন।আমি ভাল নেই।আফিসে এত কাজের চাপ আর সহ্য হয়না। তবুও তারই ফাঁকে ফাঁকে পোস্ট করি।
যাক সেসব কথা।কাজের কথায় আশা যাক.....................
আজ আবার ফিরে এলাম "ফ্রী সফটওয়্যার মজা অনেক" সিরিজের ৪নং পর্বে।তাহলে ফ্রীওয়্যারের ঝাঁপি খোলা যাক কি বলেন?
এম পি থ্রী গান শোনার জন্য আমরা কতই না মিডিয়া প্লেয়ার ব্যাবহার করি,কিন্তু তাদের মধ্যে মাক্সিমাম সফটওয়্যারই রিসোর্স এর উপর চাপ ফেলে তাইনা!!!!তাই আজ আমি নিয়ে এসেছি একটি অসাম এবং লো রিসোরস হাংরী মিডিয়া প্লেয়ার,যার নাম হল.................. এক্স এম মিডিয়া প্লেয়ার।আর তার সাথে বোনাস হিসাবে দিয়েছি অনেকগুলো চোখ ধাঁধানো স্কিন।আর মজার কথা হল সফটওয়্যারটি প্রোটেবল।তাই সিস্টেম রেজিস্ট্রীর উপর কোন ফুটপ্রিন্টই পড়বেনা।
তাহলে আর দেরী কেন? আসুন নিচে কিছু স্কিনশট দেখি আর নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করা যাক।
: : সফটওয়্যার পরিচিতী : :
: : অফিসিয়াল সাইট থেকে (এ্যাডিসানাল স্কিন ছাড়া) ডাউনলোডঃ- ডাউনলোড করুন
: : ডাইরেক্ট (এ্যাডিসানাল স্কিন সহ) ডাউনলোডঃ- ডাউনলোড করুন
ভাল থাকবেন।পরের পর্বে হয়তো আবার ফিরে আসব অন্য কোন ফ্রীওয়্যার নিয়ে।ধ্যন্যবাদ।
সৌজন্যেঃ- Rez's tech blog
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
motamuti