কম্পিউটার এর একমাত্র সত্রু হচ্ছে ভাইরাস আর এ ভাইরাস কে দূর করার জন্য আমরা কত এ্যান্টিভাইরাস ওনেক ধরনের সিকুরিটি ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে কেউ টাকা দিয়ে বিভিন্য এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি কিনে ব্যবহার করে থাকি আবার কেউ আছে যারা টাকা দিয়ে কিনতে পারেনা ।আমার এই পোস্ট টি যেহেতু টাকার বিষয় নিয়ে নয় তবুও বলে ফেলেছি। আমারা আবার মনে করে নিয়েন না যে আপনাদের কাছ থেকে টাকা নিব! কম্পিউটার ভাল থাকুক এমন কিছুই আমরা চাই। আমার দেখা মতে এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি এর জগতে ক্যাস্পারস্কাই ছাড়া আর অন্য কনো এ্যান্টিভাইরাস/ইন্টারনেট ভাল লাগেনা। অহহ অনেক কথা বলে ফেলেছি আর কথা নয়। এবার আসল কতাই আসি।
আপনি যদি ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ব্যবহার করেন তাহলে তো জানার কথা যে ক্যাস্পারস্কাই লাইসেন্স পাওয়া কত ঝামেলার কাজ। তাই আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে সফটওয়্যার আপনার ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ঝামেলা মুক্ত ভাবে ২ বৎসর ব্যবহার করতে পারবেন।
প্রথমে ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ইন্সটল করেনিন (আগে থেকে ইন্সটল করা থাকলেও হবে)
এবার আপনার ক্যাস্পারস্কাই ওপেন করুন এবং Settings এ ক্লিক করুন।
এবার একটা নতুন উইন্ডো আসবে ঠিক নিচের মত।
এবার সেখান থেকে options (১) এ ক্লিক করুন এবং সেখান থেকে Enable Self-Defense এ থেকে টিক টা উঠিয়ে দিয়ে তারপর OK বাটনে ক্লিক করুন।
তারপর টাস্কবার থেকে ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি আইকোন এ রাইট ক্লিক করে EXIT করুন।
ব্যাস সব কাজ কমপ্লিট এখন সুধু সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করেনিন। তারপর key চাইলে নিচের এই Key গুলো থেকে যেকন একটা দিয়ে দিন (মনে রাখবেনঃ- ইন্টারনেট যেন ডিস্কানেক্ট হয়ে থাকে)।
এর পর আপনার কাছে একটা ইনফরমেশান বক্স আসবে সেখানে OK করবেন।
আপনার ডাউনলোড করা *.rar ফাইল এর ভিতরে দুইটা লাইসেনন্স দেয়া আছে
যেমনঃ-
০১.ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস (KAV_7.8.9_2011.10.07.key)
০২ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকুরিটি (KIS_7.8.9_2011.12.21.key)
এখন আপনার যদি ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস হয় তাহলে KAV_7.8.9_2011.10.07.key ফাইল টি দিয়ে নেক্সট করে ফিনিস করুন।
আর আপনার যদি ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকুরিটি হয় তাহলে KIS_7.8.9_2011.12.21.key ফাইল টি দিয়ে নেক্সট করে ফিনিস করুন।
সব তো দেখা হল কিন্তু ডাউনলোড হল না?
যদি ভাল লাগে তাহলে মন্তব্য করবেন। ধন্যবাদ
এই পোস্টটি এর আগে আমার নিজের ব্লগে প্রকাশ করেছি
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ভাল লাগল। আপনাকে অনেক থ্যাংক। আমরা কাছে কিছু virus আছে আমর বানানো যা কোন antivirus দরতে পারেনা virus । I LOVE VIRUS.