ফ্রী ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ব্যবহার করুন ২ বৎসর! আজব ব্যপার!

কম্পিউটার এর একমাত্র সত্রু হচ্ছে ভাইরাস আর এ ভাইরাস কে দূর করার জন্য আমরা কত এ্যান্টিভাইরাস ওনেক ধরনের সিকুরিটি ব্যবহার করে থাকি।  আমাদের মধ্যে কেউ টাকা দিয়ে বিভিন্য এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি কিনে ব্যবহার করে থাকি আবার কেউ আছে যারা টাকা দিয়ে কিনতে পারেনা ।আমার এই পোস্ট টি যেহেতু টাকার বিষয় নিয়ে নয় তবুও বলে ফেলেছি। আমারা আবার মনে করে নিয়েন না যে আপনাদের কাছ থেকে টাকা নিব! কম্পিউটার ভাল থাকুক এমন কিছুই আমরা চাই।  আমার দেখা মতে এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি এর জগতে ক্যাস্পারস্কাই ছাড়া আর অন্য কনো এ্যান্টিভাইরাস/ইন্টারনেট ভাল লাগেনা। অহহ অনেক কথা বলে ফেলেছি আর কথা নয়। এবার আসল কতাই আসি।

আপনি যদি ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ব্যবহার করেন তাহলে তো জানার কথা যে ক্যাস্পারস্কাই লাইসেন্স পাওয়া কত ঝামেলার কাজ। তাই আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে সফটওয়্যার আপনার ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ঝামেলা মুক্ত ভাবে ২ বৎসর ব্যবহার করতে পারবেন।

আগে দেখা যাক কিভাবে এটা দিয়ে কাজ করতে হবেঃ-

প্রথমে ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি ইন্সটল করেনিন (আগে থেকে ইন্সটল করা থাকলেও হবে)

এবার আপনার ক্যাস্পারস্কাই ওপেন করুন এবং Settings এ ক্লিক করুন।

এবার একটা নতুন উইন্ডো আসবে ঠিক নিচের মত।

এবার সেখান থেকে options (১) এ ক্লিক করুন এবং সেখান থেকে Enable Self-Defense এ থেকে টিক টা উঠিয়ে দিয়ে তারপর OK বাটনে ক্লিক করুন।

তারপর  টাস্কবার থেকে ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস/ইন্টারনেট সিকুরিটি আইকোন এ রাইট ক্লিক করে EXIT করুন।

ব্যাস সব কাজ কমপ্লিট এখন সুধু সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করেনিন। তারপর key চাইলে নিচের এই Key গুলো থেকে যেকন একটা দিয়ে দিন (মনে রাখবেনঃ- ইন্টারনেট যেন ডিস্কানেক্ট হয়ে থাকে)।

  • 44UEA-CYRAJ-NMAV3-YXX4V
  • K5PXQ-X1SW6-2RAMR-ZBM2X
  • 25N2Z-QH4Y4-YHNTN-N2U4T
  • YS8UP-KD46D-JX4YD-ENHF6
  • 33NA4-J34SG-MUV13-JRU6P
  • 7N1UZ-DSXDN-R9XFC-PDQEF
  • 3PRNP-TQXWT-GNR33-PMPTR
  • E4J6N-1644V-B7KAW-6J6M3
  • 44UE9-UZKTA-AHUF2-VB8ZH
  • 7PEJP-Q2KCG-NPT56-SNZAX
  • YG5CD-SXU41-JESDZ-6AWA6
  • 3SU15-S4AES-P5XRQ-87AKV
  • 3T6XS-GY8U1-W1JTR-9XAE1
  • 3TK3J-6T1TN-X3XGP-HUZRN
  • 3TZV1-Z5F9W-DXBWX-Q1KDA

এর পর আপনার কাছে একটা ইনফরমেশান বক্স আসবে সেখানে OK করবেন।

ওকে করার পর আপনার কাছে লাইসেন্স চাইবে তখন যা যা করবেন

আপনার ডাউনলোড করা *.rar ফাইল এর ভিতরে দুইটা লাইসেনন্স দেয়া আছে

যেমনঃ-

০১.ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস (KAV_7.8.9_2011.10.07.key)

০২ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকুরিটি (KIS_7.8.9_2011.12.21.key)

এখন আপনার যদি ক্যাস্পারস্কাই এ্যান্টিভাইরাস হয় তাহলে KAV_7.8.9_2011.10.07.key ফাইল টি দিয়ে নেক্সট করে ফিনিস করুন।

আর আপনার যদি ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকুরিটি হয় তাহলে KIS_7.8.9_2011.12.21.key ফাইল টি দিয়ে নেক্সট করে ফিনিস করুন।

সব তো দেখা হল কিন্তু ডাউনলোড হল না?

এখান থেকে ডাউনলোড কর নিন।

যদি ভাল লাগে তাহলে মন্তব্য করবেন। ধন্যবাদ

এই পোস্টটি এর আগে আমার নিজের ব্লগে প্রকাশ করেছি

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভাল লাগল। আপনাকে অনেক থ্যাংক। আমরা কাছে কিছু virus আছে আমর বানানো যা কোন antivirus দরতে পারেনা virus । I LOVE VIRUS.

    আপনাকেও অনেক ধন্যবাদ।

    ভাই আমি virus বিক্রয় করতে চাই। virus কিনবেন কেউ?

    Level 0

    rasel ভাই আপনার কাছে কি কি ভাইরাস আছে???
    আমার সাথে একটু [email protected] এ যোগাযোগ করুন

ভাই ভাল লাগল।

ভাল ক্র্যাকিং।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

Update করা যাবে তো?

    ধুমসে আপডেট করুন কোন অসুবিধা নাই

ক্যাস্পারস্কাই ২০১১ তে কাজ করে না। 🙁 🙁
২০১১ এর কোনটা পাইলে শেয়ার কইরেন।
ধন্যবাদ।

    হ্যা এটা ২০১১ এ কাজ করে না।
    আর আমি খুব সিঘ্রয় ২০১১ নিয়ে টিউন করব। ধন্যবাদ!

ভাইয়া টিউনটা খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে। কিন্তু একটা প্রশ্ন আপডেট হবে তো।

    আপনার যতবার ইচ্ছা আপডেট করুন কোন সমস্যা হবেনা। কারন আমি এটা ৩ মাস থেকে ৪ পিসি তে ব্যাবহার করছি। ধন্য বাদ!

bhaia amar kena kasper sky antivirus ace jar mayad ace aro 246 days ami ke ota te ae method use korbo naki???

    আপনার অরিনাল লাইসেন্স এ এটা ব্যাবহার করার প্রয়োজন নাই।

খুবই সুন্দর একটি টিউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনিতো দেখি ভাল একজন ক্রেকার । ধন্যবাদ শেয়ার করার জন্য

    মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

আমি ও ২০১১ ব্যবহার করি কোন কি পাইলে শেয়ার কইরেন।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য..।

ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ,এত দিন পর আবার টেকটিউন আমাদের মাঝে ফিরে আসার জন্য……………

অনেক ভাল লাগছে টেকটিউনসকে ফিরে পেয়ে ।

    টেকি ফেরত পেয়ে কি যে আনন্দ লাগছে!

আপনার কথামত ইন্সটল করার পর ঠিক মত চলছিল। কিন্তু এখন বারবার mssg দেখাচ্ছে the license is block

    আবার ইন্সটল করুন। ঠিক হয়ে যাবে।

    ইন্সটল করলে active হয় but pc restsrt আবার আগের মত mssg দেখাচ্ছে the license is block

Level 0

এমন হলে আর ১১০০/= খরচ করার দরকার কি!
কিন্তু আমার তো ক্যাস্পারস্কাই ১১০০/= দিয়ে কেনা আছে সেটা কি করবো?

    আপনাকে এটা ব্যবহার করা লাগবে না।

Level 0

টিউনের প্রথম লাইন
কম্পিউটার এর একমাত্র সত্রু হচ্ছে ভাইরাস (শত্রু বানান ভুল লেখেছেন)

বড় ভুল ওখানে উইন্ডোজ হবে কম্পিটারের জায়গায়

Level 0

ভাই আমার ক্যাস্পারস্কাই ২০১১ তে self defance বন্ধ করে ক্যাস্পারস্কাই বন্ধ করার পর ক্রাক দিয়ে ক্যাস্পারস্কাই খোলার পর কি চায় তখন ভুল কি দেয়ার পর brouse option দেয়না.এখন কি করব?

    এখানে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ২০১০ এর জন্য।

    ২০১১ এর জন্য আপনি এই পোস্ট টা দেখতে পারেন।
    http://ibd.cz.cc/?p=83
    বা
    http://ibd.cz.cc/?p=79

Level 0

ধন্যবাদ

Level 0

vai mediafire ar link gulo already broke . Cant u sent a new link to my facebook account plz.. [email protected]
plz vai kindly sent the link