Download করে নিন Advanced System Care 8 আর স্লো পিসি করে নিন ফাস্ট! প্রটেক্ট করুন প্রাইভেসি আর নিশ্চিত করুন নিরাপদ অনলাইন এক্সপেরিয়েন্স!

শা করি সবাই ভালই আছেন। আমিও ভালই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি অসাধারণ পেইড সফটওয়্যার নাম Advanced System Care 8! অনেকেই হয়তোবা এটি বা এর কাজ সম্পর্কে জানেন! হয়তো এর পূর্ববর্তী ভার্সন গুলো ব্যবহারও করেছেন।

Advanced System Care হল জনপ্রিয় একটি সিস্টেম ক্লিনার এবং  অপ্টিমাইজার! এর সাহায্যে এক ক্লিক (অথবা ১ ট্যাপ ) এই আপনি পিসি'র যাবতীয় প্রবলেম, যেগুলো আপনার স্লো পিসি'র জন্য দায়ী, সেগুলো অনায়াসে ফিক্স(One Click Fix) করতে পারবেন। এটি

  • রেজিস্ট্রি, সিস্টেম এবং ইন্টারনেট বুস্ট(boost) করে টপ পারফর্মেন্স নিশ্চিত করে;
  • ১ ক্লিকে পিসি'র যাবতীয় প্রবলেম ফিক্স, অপটিমাইজ এবং ক্লিন করে;
  • স্পাইওয়্যার, অ্যাডওয়্যার এবং অন্যান্য ম্যালওয়্যার(Malicious Software) শনাক্ত এবং দূর করে;
  • এর ব্যবহারকারির সংখ্যা প্রায়  ১৫০ মিলিয়ন !

অর্থাৎ  পিসি'র জন্য চরম কাজের একটি সফটওয়্যার এবং একই কারণে এর জন্য আপনাকে $১৯.৯৯ ডলার খরচ করতে হবে যদি Pro ভার্সন এ জেতে চান, কিন্তু এইভাবে অর্থ দিয়ে কেউ(অন্তত আমরা) অতি অবশ্যই Pro ভার্সন এ যেতে  চাইব না, ঠিক-ই ধরেছেন, এর জন্য আমি Crack দিয়ে দিচ্ছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন (অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক) সাইজঃ৪২ এমবি প্রায়।

ডাউনলোড 

আর Crack ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ(All credit goes to onhax)

ডাউনলোড

Use our download manager and get recommended downloads এর টিক তুলে দিতে ভুল্বেন না 

তারপর সাভাবিক নিয়মে ইন্সটল করুন।

এবারে সব শেষে Install Driver Booster 2 Free" আনচেক না করলে সেটি ডাউনলোড হওয়া শুরু করবে, পরে আমাকে দোষ দিবেন, তাই নিজে দায়িত্তে এটি আনচেক (টিক তুলে দেয়া) করুন।

****এবার দেখুন সফটওয়্যার টি চালু আছে কিনা, যদি থাকে, তাহলে বন্ধ করুন, সিস্টেম ট্রে থেকে আইকন এ রাইট ক্লিক করে এক্সিট করুন।

এবার Crack ওপেন করে "Active" এ ক্লিক করুন। সব ঠিক ঠাক মত করতে পারলে এই ম্যাসেজটি আসবে।

ম্যসেজটির অন্য অর্থ হল প্রায় ২০ ডলারের মামলা আপনি কয়েক ক্লিকেই সমাধান করে ফেললেন!

ব্যস! আর কি! দেখুন Pro ভার্সন পেয়ে গেছেনঃ

*********** লক্ষ্য করুন, আমি প্রায় প্রত্যেকটা Screenshot এ টেক টিউন্স এর ওয়াটারমার্ক ব্যবহার করতে চেষ্টা করেছি। কিছু কিছু  ভার্চুয়াল ছিচকে চোর আছে, যাদের সামর্থ্য নাই লেখবার, তবুও কপি পেস্টিং এ এক্সপার্ট। লেখা পাবলিশ হওয়ার ১০ মিনিট-ও হয় না, কপি পেস্টিং শুরু হয়ে যায়। ফ্রী ব্লগ খুলে কপি পেস্ট পোস্ট করে তারা নিজেদের এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম মনে করে। আমার নিজেরও এরকম( ফ্রী) ব্লগ আছে। চাইলে ব্লগের ওয়াটারমার্ক দিতে পারতাম, দিলাম না, কারণ আমার ব্লগের চেয়ে টেকটিউনস কেই আমি বেশী ভালবাসি। তো এই সকল চোরদের বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহ্বান করছি।

পুরবে আমার ব্লগে প্রকাশিতঃ

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro, tx for sharing, du meter er larest version drkr, ota share korte paren or full version link with serial key

    @limon777: ভাই, এই খান থেকে লেটেস্ট সেটাপ ফাইল + ক্র্যাক ডাউনলোড করে নিনঃ http://goo.gl/fVvnU0 । তারপর-
    ১।ইন্সটল করুন ।
    ২।তারপর “DU Meter Crack.exe” রান করুন।
    ৩।প্যাচ এ ক্লিক করুন এবং নাম লিখুন।
    ৪।কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং কাজ শেষ
    ৫।যদি DU meter রান না হয় তাহলে রাইট ক্লিক করে “Run as administrator” এ ক্লিক করুন।
    //থ্যাঙ্কস ফর টিউমেন্ট//

ভাই আপনাকে tnx. তবে এর ভিতরে বেস কিছু setings আছে আছে। তাহা কিভাবে করলে ভালো কাজ করবে তা আমার জানা নাই।বলে দিলে খুসি হতাম।

    @শ্রাবন শেখ: Software টির Care ট্যাব এর প্রয়োজনে সবগুলো সিলেক্ট করে স্ক্যান করে Repair করুন।
    Protect ট্যাব এ যা যা আছে সেগুলো On থাক, চাইলে System Reinforce On ক্রতে পারেন।
    Toolbox এ কিছু প্রয়োজনীয় টুল এর লিঙ্ক আছে, মনে রাখবেন এগুলো ডাউনলোডেড নয়, অর্থাৎ ক্লিক করলে ডাউনলোড করা শুরু করবে।
    আপনি যখন PC দিয়ে কোন কাজ করবেন অর্থাৎ প্রফেশনাল কাজ(যেমনঃওয়ার্ড প্রসেসিং) করার ক্ষেত্রে Turbo Boost অন রাখতে পারেন। এক্ষেত্রে Customize করে নিতে পারেন।
    Action Center এর Software Update ব্যতীত বাকি গুলো IObit এর Advertisement। সো এগুলো ignore করুন। আর প্রয়জনমত Software Update করে নিতে পারেন।

Level 0

ফ্রীওয়্যার সিজান@vaia osonkho dhonnobad apnake…….. bro ei nen serial key advanced system care 8 pro : 76579-1E116-4F70E-2D2F7

    @limon777: আপনাকেও ধন্যবাদ। তবে সম্ভবত নেট কানেকশন বন্ধ না করলে এই কী কাজ করবে না, আর প্রোগ্রাম আপডেট এর ক্ষেত্রে সমস্যা হতে পারে।

————License code of Advanced SystemCare Pro————

License Code: 07561-D9DF8-69C57-29294
Expiration Date: 2015-12-01
License Seat: 40000
License Status: Activated
Fresh Legit key

Level 0

ফ্রীওয়্যার সিজান@ gtar mane ey key ar kaz korbe nah jodi tara program update kore ar ey crack ki tokon o kaz korbe jokon ey software er latest version asbe?

Software Download link not working….

Software Download link not working