বন্ধুরা আজ আবার ফিরে এলাম ফ্রী সফটওয়্যার এর ঝাঁপি নিয়ে।
আমরা যারা পেইড সফটওয়্যার ব্যাবহার করি তাদের অনেক বাধার সম্মুখিন হতে হয়।কারন পেইড সফটওয়্যারগুলি ব্যাবহার করতে গেলে তার লাইসেন্স কি পয়সা খরচ করে কিনতে হয় এবং এগুলির দাম আকাশ ছোঁয়া তাই সবার পক্ষে কেনা সম্ভবপর হয়না।তখন কিছু অসৎ উপায় অবলম্বন করতে হয় কিন্তু সেটা মানবিক দিক থেকে বা আইনগত দিক থেকে ঠিক নয়। তাহলে উপায়? উপায়তো একটা আছেই ।
প্রত্যেক পর্বে থাকবে কিছু ফ্রীঅল্টারনেটিভ সফটওয়্যার।যেগুলি ওই পেইড সফটওয়্যারগুলির থেকে কোন অংশেই কম নয়।
আজ আবার হাজির হলাম "ফ্রী সফটওয়্যার মজা অনেক" সিরিজের ৩ নং পর্বে। শুরু করছি এক নতুন ফ্রীওয়্যার দিয়ে ।
অনেকে হয়তো আগে থেকেই জানেন।এটি যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য।
আমরা যারা ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করি তারা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করি কিন্তু তাতে সমস্যার অন্ত থাকেনা।মাঝেমাঝেই IDM ব্লক হয়ে যায়।তারথেকে ফ্রী অল্টারনেটিভ ব্যাবহার করাই ভালো।
আজ দেবো IDM এর ফ্রী অল্টারনেটিভ FDM বা ফ্রী ডাউনলোড ম্যানেজার।ফ্রী ডাউনলোড ম্যানেজার কোন অংশেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর থেকে কম নয় বরং কিছু বেশিই।FDM দিয়ে আপনি ৫০০% বেশি স্পিডে ডাউনলোডতো করতে পারবেনই প্লাস আপনি টরেন্ট ফাইল ও ডাউনলোড করতে পারবেন। তাও আবার রিজিউম সাপোর্ট সহ ।তাহলে আসুন ফ্রী ডাউনলোড ম্যানেজার করা যাক।ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে।
বিঃ দ্রঃ- অনেকের অনুরোধে ফ্রী ডাউনলোড ম্যানেজারের প্রোটেবল ভারসানের লিঙ্ক যুক্ত করা হল।লিঙ্ক নিচে দেওয়া আছে।
ফ্রীওয়্যার পরিচিতি :-
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি লিঙ্ক দিলেন ভাই …
আপনার জন্য ডাইরেক্ট লিঙ্ক দিলাম
http://www.filehippo.com/download_free_download_manager/download/9f39bf8a0aae039f480312bc84b37c2b/?direct