আসসালামু আলাই কুম কেমন আছেন সবাই, অনেক দিন পর আবার টি টি তে টিউন লিখতে বসলাম আশা করি আজকের টিউনটি সবার কাজে লাগবে, তাহলে আর কথা না বারিয়ে কাজে নেমে পড়ি কি বলেন সবাই ? কাজের কথার আগে কিছু কথা বলা দরকার যা না বললেই নয় ।
আমরা বাঙ্গালী একথাটি আমরা জোর গলাই দাবি করি কারন আমরা বাংলাদেশ নামক একটি ছোট্র দেশে বসবাস করি যে দেশটা ১৯৭১ সালে লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে, লাখো ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল, যাদের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন ভুখন্ড, পেয়েছিলাম লাল সবুজের একটি সুন্দর পতাকা, আজ সবই অতীত, আমরা এই দেশটা কাদের বিনিময়ে কিভাবে পেলাম সেটাতো অনেক দূরের কথা বর্তমান প্রজন্ম যে কথাটি জোর গলাই দাবি করে যে আমরা বাঙ্গালী সেটার কথাই আশা যাক, আমরা বাঙ্গালী যে দাবি করি সেটা কিসের বিত্তিতে কিভাবে দাবি করি তা আমার বোধগম্য নয় কারন উদাহরন হিসাবে আমি যদি এখন প্রশ্ন করি আজ বাংলা কত তারিখ বা বাংলা মাসের নাম কি ? বুকে হাত রেখে বলুন তো কত জন আছেন যে উত্তরটা দিতে পারবেন ? বাংলাদেশে পহেলা বৈশাখ এলেই মায়ের কোলের শিশুটিও যেন বুঝতে পারে আজ পহেলা বৈশাখ কারণটা আপনারাই বলুন, যাইহোক মনের আনন্দে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম ভুল হলে ক্ষমা করে দেবেন, আজ আমাদের এক ভাইয়ের(মোঃ আনিছুর রহমান) তৈরি করা বাংলা তারিখ,মাস ও বছর দেখার একটি সফটওয়্যার দেখে মনের আনন্দে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম এবং সফটওয়্যারটি যেন আপনাদের কম্পিউটার বা অ্যাান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারেন তার জন্য .exe (কম্পিউটারের জন্য) এবং .apk (অ্যাান্ড্রয়েড মোবাইলে জন্য) উভয় টার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় বাঙ্গালী হিসাবে এটি আপনাদের কাছে থাকা প্রয়োজন তাহলে সবাই রেখে দেবেন । সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । টিউনটি পূর্বে প্রকাশিত হয়েছে এখানে ।
সোজন্যে ঃ টেকটুইট ২৪ ডট কম
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই আমার বানানো সফটওয়্যার শেয়ার করার জন্য।
হঠাৎ খেয়াল হলো যে উইন্ডোজের জন্য বাংলা ক্যালেন্ডার নেই।গুগলে সার্চ দিয়েও একটিও পাইনি। তখনই ক্যালকুলেশন করতে লাগলাম এবং ক্যালেন্ডারটি একদিনেই তৈরী করা শেষ করলাম।