আমরা সাধারণত অনেক সময় ISO নামক একটি ফাইল দেখি যা কিনা বুটেবল ডিস্ক থেকে ইন্সটল করতে হয় যেমন গেমস , অপারেটিং সিস্টেম, লিনাক্স , উইন্ডোজ ইত্যাদি ।
তা আসুন দেখি নি কিভাবে একটি সফটওয়্যার দিয়ে বুটেবল পেনড্রাইভ! বানাবেন! যার ফলে আপনার নতুন করে কোন ডিভিডি সিডি BURN করতে হবে না !
সফটওয়্যারটির নাম Rufus ফ্রি সফটওয়্যার ইজিলি কাজ করা যাবে!
ডাউনলোড করার পর নামিয়ে ইন্সটল করুন তারপর একটি পেনড্রাইভ প্রবেশ করান মিনিমাম ৮ GB হলে ভালো তবে ৪ জিবি শুধু মাত্র ৩২ বিট উইন্ডোজ সেটআপ জন্য । ৬৪ বিটের জন্য নিম্মে ৮ জিবি হতে হবে । এইরকম একটি বোর্ড আসবে তারপর আপনাকে যা করতে হবে । স্টার্ট ক্লিক করার সাথে সাথে পেনড্রাইভ বুট হয়ে যাবে ! আর ISO Image ক্লিক করে আইএসও (ISO) ফাইলটি সিলেক্ট করুন। তারপর ২০ - ৩০ মিনিট সময় লাগবে । আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে আর তাই পেনড্রাইভে কোন ফাইল রাখবেন না ।
তারপর এক সময় বুট করা শেষ হলে ব্যবহার করুন এই ভাবেই যে কোন ISO ফাইল কে !
আমার লেখা নিয়ে যেকোন মতামত , কমেন্ট আশা করছি
আমার ফেসবুক লিংক ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
আমার আরও লেখা পাবেন এখানে
NOTE :_ DO NOT COPY MY ANY COLLECTION AND © M.S.POLASH
আমি এম এস পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই...
ধন্যবাদ। সফট টা কাজে লাগবে। সিডি থেকে ISO file তৈরি করার সফট টা থাকলে লিঙ্ক টা দিবেন প্লিজ।