100% সুরক্ষিত রাখুন আপনার পিসির যে কোন File/Folder

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।
অনেক দিন পর পোস্ট লিখতে বসলাম। বরাবরের মত আজকেও আপনাদেরকে ১টা ভালো এবং কাজের সফটওয়্যার উপহার দিব।

সফটওয়্যার টির নাম হচ্ছে Iobit Protected Folder

বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের যে কোন File-কে সুরক্ষিত রাখার জন্য Password Protected রাখতে হয়। ডিফল্ট ভাবে আমাদের পিসিতেই ফোল্ডারকে Password Protect করার Option থাকে।
এরপরও File/Folder অসুরক্ষিত থেকেই যায়

বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ফাইলকে সুরক্ষিত রাখার কাজটি করতে পারেন। এর মধ্যে Iobit-এর Protected Folder সফটওয়্যার টি খুব কাজের।
এর ইন্টারফেস ও খুব ভালো এবং ব্যাবহার করা খুব সহজ।

কিছু স্কিনশট দেখে নিনঃ

যদি এই সফটওয়্যার টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এখান থেকে ঘুরে আসুন।

Iobit Protected Folder সফটওয়্যার টি কিন্তু পেইড ভার্সন। চিন্তা নাই, আমি আপনাদের কে এটির ফুল ভার্সন ই দিব।

Zip ফাইলের মধ্য সেটাপ ফাইল এবং সিরিয়াল কি আছে। ইন্সটল করে এক্টিভ করে ফেলুন।
এক্টিভ করার সময় নেট কানেকশন Off করে দিবেন। এরপর ও যদি কোন সমস্যা হয় তাহলে এই Serial Key গুলো দিয়ে ট্রাই করতে পারেনঃ-819F4-18A86-ED558-5ABBB
EACFE-C4828-DD739-ACBBB
FEE78-9F096-8F545-59BBB
7C67A-1BD1D-B219F-E8BBB
কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

সৈজন্যঃ টেকিব্লগ

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিঙ্ক টি কাজ না করলে এই লিঙ্ক ট্রাই করেনঃ

http://downloads.ziddu.com/download/24024197/IObit-Procted-Folder–Serial.zip.html

সুরক্ষা ৯৯% বাকিটুক লাইভ সিডির জন্য।ধন্যবাদ।

    @মোঃতাহসিন শেখ: আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

কম্পিউটার সেটাপ দিলে কি ফাইল গুলো লক অবস্থায় থাকবে ?

@রাকিব হাসান: রাশেদঃ হ্যা পিসি সেটাপ দিলে আপনার লক করা ফাইল গুলো হাইড অবস্থায় থাকবে। এতে আপনার ফাইল গুলো ক্র্যাশ হতে পারে।

তাই কোন ঝুঁকি না নিয়ে পিসি সেটাপ দেওয়ার আগে যে Folder/File গুলো লক করে রেখে ছিলেন সেগুলো আনলক করে ফেলুন।

    @রিয়াদ ফারভি: আমি এই সফট টা ব্যবহার করি, ডাউনলোড লিংক http://www.winmend.com/folder-hidden/ । আমিএর পোর্টেবল ভারশন ব্যবহার করি। এটি ফাইল শুধু হিডেন-ই করেনা আন ডিলেটেবল এবং আন ওপেনএবল ফোল্ডার এ লক করে ফলে সেটাপ দিলেও ফাইল লক করা থাকে। আমি এটার ব্যাপারে ১০০০০০০০% গ্যারান্টি দিতে পারি। এর ব্যবহার সহজ। লক ফাইল হ্যাক বা ক্র্যক হবার ভয় নাই, যদিও ফাইল এনক্রিপ্ট ছাড়াই লক হয়। এটি একসাথে ১০GB+ ফাইল খুব দ্রুত লক বা আনলক করে (সেকেন্ড মাত্র)।