কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।
অনেক দিন পর পোস্ট লিখতে বসলাম। বরাবরের মত আজকেও আপনাদেরকে ১টা ভালো এবং কাজের সফটওয়্যার উপহার দিব।
সফটওয়্যার টির নাম হচ্ছে Iobit Protected Folder
বিভিন্ন সময় বিভিন্ন কারনে আমাদের যে কোন File-কে সুরক্ষিত রাখার জন্য Password Protected রাখতে হয়। ডিফল্ট ভাবে আমাদের পিসিতেই ফোল্ডারকে Password Protect করার Option থাকে।
এরপরও File/Folder অসুরক্ষিত থেকেই যায়।
বর্তমানে বিভিন্ন ধরনের সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ফাইলকে সুরক্ষিত রাখার কাজটি করতে পারেন। এর মধ্যে Iobit-এর Protected Folder সফটওয়্যার টি খুব কাজের।
এর ইন্টারফেস ও খুব ভালো এবং ব্যাবহার করা খুব সহজ।
কিছু স্কিনশট দেখে নিনঃ
যদি এই সফটওয়্যার টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এখান থেকে ঘুরে আসুন।
ও Iobit Protected Folder সফটওয়্যার টি কিন্তু পেইড ভার্সন। চিন্তা নাই, আমি আপনাদের কে এটির ফুল ভার্সন ই দিব।
সৈজন্যঃ টেকিব্লগ
আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com
ডাউনলোড লিঙ্ক টি কাজ না করলে এই লিঙ্ক ট্রাই করেনঃ
http://downloads.ziddu.com/download/24024197/IObit-Procted-Folder–Serial.zip.html