সেই ২০০০ সাল এর কথা আজ থেকে ১৪ বছর আগে । বাবা বাসার জন্য একটি কম্পিউটার কিনে আনেন । তখন RAM ছিল 128 এম বি । প্রসেসর ছিল পেন্টিয়াম 3 ঠিক । অপারেটিং সিস্টেম ছিল Windows 98 !!!
বাসায় নতুন কম্পিউটার পেয়ে আমার যে কত আনন্দ !!!! তবে খুব কম স্পিড আর একবার কম্পিউটার Restart দিলে তো কথাই নেই ।
পিসি শেষ তারপর বাবার সব বকা আমি একা খেতাম 🙁
এই ভাবে যে কত বার পিসি নষ্ট করছি আল্লাহ্ জানেন আর বাবার বকা তো ফ্রি ছিল
যখন আমি প্রথম এই বিস্ময়কর বিগ মেশিনে হাত দেই । আমার ভয়ে আত্মা একাকার হয়ে গেলো
হাত কাঁপতে কাঁপতে এই গেমসটি খেলছিলাম নাম Game Sky Roads 3D !!!!
তারপর আরও অনেক গেমস খেলেছি Erasa, para , Bow &ARROW , Need For Speed , Virtua Cop 2 , Road Rash ,
জোশ এই গেমসটি বড়রা বেশি খেলতো নাম PARA
Bow & ARROW গেমস
গেমসটি আমার খুব প্রিয় আজও খেলি আর হয়ে যাই নস্টালজিক
তারপর খেলতাম Road Rash কে পারবে রেসে আমার সাথে আমার আগে যে যেত তাকে ধুম করে একটি লাথি দিয়ে দিতাম 😛
পুরা লোল আর সব উড়ে যেত বহুদূরে 😛 হা হা হা 😛
গেমসটা সত্যি খুব মজার ছিল । লাথি দিতে যে কত টেস্ট আহা !!! এই গেমস খেলে বুজলাম । তবে সার্জেন খুব জ্বালাতো
মাজে মাজে আমিও নিজে পড়ে যেতাম । বাট ইটস ড্যাশ নট ম্যাটার ফর মি
কত যুদ্ধের পর ফাস্ট হতাম
Virtua Cop 2 কে বা খেলেনি ??? আমরা সবাই খেলেছি ছোটবেলার অত্যন্ত জনপ্রিয় ও মজার গেমস
Virtua Cop 2 | Mediafire link
Size: 12.2MB
House of the Dead এটাও খেলেছিলাম তবে এখানে 2 এর লিঙ্কটা দিলাম
তখন সফটওয়্যার কি জানতাম না । তখন এই প্লেয়ারটি আমার খুব প্রিয় ছিল winamp ।
এই প্লেয়ারটি প্রোটেবল ভার্সন ।
এটি পিয়ানো প্রায় বাজাতাম খুব ভালোলাগতো অনেকদিন পর এটি পেয়ে আজ শেয়ার করলাম
যা লিখি তাই বলে এই সফটওয়্যার !!!! কি বিস্ময়কর সফটওয়ার !!!! কি উদ্ভুত !!!!
নাম TALKIT Convert Text To Speech Software
তখন একটি সুন্দর মাছরাঙা পাখির স্কিন সেভার ছিল নাম Desktop Bird KingFhisar
খুব ছোট ছিলাম তাই আর কোন সফটওয়্যার বা গেমস দেখি নেই । তবে আজও মনে পড়ে খুব সেই সোনালী দিনগুলো আজও খুব মনে চাইছে সেই সব দিনে ফিরে যেতে । জানি আর কখনো সেইদিন গুলো ফিরে আসবে না
কমেন্ট আশা করছি আমার ফেসবুক লিংক
ভালো থাকবেন সবসময় ।
আবার দেখা হবে অন্য কোন টিপস নিয়ে
আমার আরও লেখা পাবেন এখানে
আমি এম এস পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবন ফুলের এক একটি পাপড়ি এক এক করে কেন জানি ঝড়ে যাচ্ছে, একটু একটু সময় এগিয়ে আসছে, মনে হচ্ছে নতুন এক জীবন আমার জন্য অপেক্ষা করছে, হয়তো এক দিন আমি আর থাকব না, সে দিন আমার লেখা থেকে যাবে। আমি থাকব আমার লেখার মাঝে, হয়তো কেউ কোন দিন আমার এই...
পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন ভাই…।। টিউনটা জোস হইছে… 🙂