এসে গেল CCleaner 5, আরও সুন্দর এবং নতুন ইন্টারফেস এর সাথে। গরম গরম ডাউনলোড করে নিন, সাথে সিরিয়াল কী তো আছেই!

CCleaner কি আশা করি তা বলতে হবে না। তবে নতুনদের জন্য বলছি, সিক্লিনার হল একটি জনপ্রিয় পিসি Cleaning সফটওয়্যার, এর দ্বারা যেসব সুবিধা পাবেন তা হলঃ

  •   দ্রুততর Computer
  •    নিরাপদ ব্রাউজিং
  •   কম Error এবং Crash
  •    দ্রুততর স্টার্ট আপ

যাই হোক এখন কাজের কথায় আসি, Piriform তাদের সিক্লিনারের পাব্লিক বেটা ভার্সন ৫.০ রিলিজ করার সপ্তাহ পরেই রিলিজ করল CCleaner 5.0 FINAL । এর ইন্টারফেসটা পূর্ববর্তি ভার্সনগুলোর চেয়ে ভিন্ন এবং আরও সুন্দর।

শুধু তাই নয় গুগল ক্রোম ব্যবহারকারিদের জন্য একটি টুল সফটওয়্যার টিতে যুক্ত করা হয়েছে যা ক্রোম এর প্লাগ ইন্স নিইয়ন্ত্রণ করতে পারে।

এছাড়া উইন্ডোজ ৮/৮.১ কিংবা ১০ এর Compatibility আরও উন্নততর করা হয়েছে। সিস্টেম রিষ্টোর ডিটেকশন আরও ইম্প্রুভ করা হয়েছে, এছাড়া Pro ইউজারদের Automatic Updates-এও আনা হয়েছে Improvement. সফটওয়্যার টির Disk Analyzer এর পরিবরতন আনা হয়েছে এবং হার্ড ডিস্কে কোন ফাইল বেশি জায়গা দখল করে আছে তা এটি খুজে বের করতে সক্ষম।

সর্বোপরি পিরিফরম কর্তৃক রিলিজ হওয়া সিক্লিনারের এই সর্বশেষ (ফাইনাল) ভার্সনটি পিসি'র অধিক পারফর্মেন্স নিশ্চিত করবে।

এবার ইন্সটলেশনঃ 

যারা আগে থেকেই ব্যবহার করছেন, তারা আগের সফটওয়্যারটি ইন্সটল থাকা অবস্থাতেই এটি ইন্সটল করে ব্যবহার করতে পারবেন এবং যদি আগেরটি Register করা থাকে, তাহলে আর registration এর প্রয়োজন হবে না। তবে বাড়তি নিরাপত্তার জন্য আপনি আগেরটি আনইন্সটল করতে পারেন।

নতুন করে ইন্সটল করার পর এক্ষেত্রে আবার register করতে হবে। এজন্য ইন্টারনেট Connection Disable করে Software টি চালু করে,  Options এ ক্লিক করে About এ যেতে হবে। তারপর "Upgrade to Pro" বা এইধরনের লেখায় ক্লিক করলে একটি বক্স আসবে। সেই বক্সে-

Name: আপনার ইচ্ছে মত দিন, আর Serial: এ আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করা টেক্সট ফাইলে থাকা কীগুলোর যেকোনো একটি পেস্ট করবেন।  তাহলে সেটি Pro হয়ে যাবে।

Download Link:

Ccleaner version 5.00 with key পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। 

 <গুগল ড্রাইভ>

 <ওয়ান ড্রাইভ>

***বিঃদ্রঃ  

১ম লিঙ্ক থেকে ডাউনলোড করতে link এ গিয়ে পেজের উপরে কারসর নিয়ে এই   বাটনে ক্লিক করুন।

২য় লিঙ্ক থেকে ডাউনলোড করতে link এ গিয়ে পেজের "Ccleaner 5.0 পpro with key" ফাইলে টিক চিহ্ন  দিয়ে  পেজের উপরের দিকের এই  বাটনে ক্লিক করুন । 

কোন সমস্যা হলে টিউমেন্টের(কমেন্ট) মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro download korte pari nah……plz onno kothaw upload den,

apnke ki bole j tnx dibo bujche na

Level 0

bro onek dhonnobad………bro latest du meter with serial key share korte paren

    @limon777: আপনাকেও ধন্যবাদ। দেখি Du meter নিয়ে টিউন করা যায় কিনা। আপনি-ও করতে পারেন।

download korte parchi bai..
Sorry, something went wrong
Please try again. If you keep seeing this message, go to Service status to check whether there’s a problem with OneDrive or to report the issue.

Please mediafire a Uplode den plz..

    @মাহাদি হাছান: এই মাত্র চেক করলাম, সব লিঙ্ক ঠিক আছে। তবুও বলছিঃ অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকেঃhttp://download.piriform.com/ccsetup500.exe । তারপর স্রিরিয়াল কী দিনঃ C2YW-IAHG-ZU62-INZQ-WZPC ।

দারুন ফিচারস। থ্যাঙ্কস

Level 0

ব্রাদার, লাইসেন্স কি কাজ করে না। নতুন লাইসেন্স কি দেন

    @in2rashed: লাইসেন্স কী ১০০% কাজ করে। তবে আগে নেট কানেকশন ডিজেবল বা বন্ধ করতে হবে।

Level 2

1. go http://www.piriform.com/ccleaner
2. Download.
3. Install
4. see এবার ইন্সটলেশন
5. disable the net connection
6. স্রিরিয়াল কী দিনঃ C2YW-IAHG-ZU62-INZQ-WZPC