আনলিমিটেড সাইজ ও স্পিডে IDM দিয়ে ডাউনলোড করুন টরেন্ট ফাইল (সম্পূর্ন ফ্রী ও নতুন সার্ভার)

IDM দিয়ে টরেন্ট ডাউনলোডের জন্য প্রচুর সাইট রয়েছে। কিন্তু এই সবগুলোতেই রয়েছে ব্যাপক সীমাবদ্ধতা। যেমন লিমিটেড স্পিড, লিমিটেড ফাইল সাইজ, লিমিটেড স্টোরেজ ও লিমিটেড টাইম ফাইল সংরক্ষনের ঝামেলা। আর এসব থেকে মুক্তি পেতে চাইলে কিনতে হয় প্রিমিয়াম একাউন্ট যা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। তাই আজ আমি আপনাদের কিছু নতুন সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলোতে আপনি পাবেন লাইফ টাইম আনলিমিটেড স্পেস আর ডাইরেক্ট লিঙ্ক থেকে আনলিমিটেড স্পিডে IDM দিয়ে ডাউনলোডের সুবিধা। তাও আবার একদম বিনা মূল্যে।

আসুন তাহলে এবার সাইট গুলোর সাথে পরিচয় হওয়া যাকঃ

১। প্রথমেই বলবো hive এর কথা। এটি একদম নতুন একটি সাইট তাই এখনো বেটা ভার্সনে রয়েছে। তবে বেটা ভার্সনে থাকলেও এর অসাধারন পার্ফামেন্সে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। ফ্রী রেজিষ্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন। আরো বিস্তারিত জানতে এই টিউনটি দেখুন।

  • প্রথমেই টরেন্ট ডাউনলোডের জন্য কাঙ্খিত ফাইলের ম্যাগনেট লিঙ্কটিকে কপি করুন।

  • এবার HIVE এ লগইন করে বামপাশ থেকে ADD FILES TO YOUR HIVE বাটনে ক্লিক করুন।

  • রিমোট আপলোডের স্থানে URL টি পেষ্ট করে GET LINK এ ক্লিক করুন।
  • নিচে TRANSFERS বারে আপনার কাঙ্খিত ফাইলটিকে ক্লাউডে আপলোড হতে দেখবেন।
  • একবার আপলোড হয়েগেলে যখন খুশি তখন ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন।

২। দুই নাম্বার টরেন্ট ডাউনলোডিং সাইটে যেতে চাইলে এখনে ক্লিক করুন

  • নির্দিষ্ট স্থানে ম্যাগনেট লিঙ্ক পেষ্ট করে Submit বাটনে ক্লিক করুন।
  • এবার এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন কাঙ্খিত ফাইটিকে Uptobox.com এ আপলোড হচ্ছে।
  • একবার আপলোড হয়ে গেলে সেখানে দেয়া লিঙ্ক থেকে আপনি যখন খুশি তখন ফাইলটিকে ডউনলোড করতে পারবেন।

৩। তিন নাম্বারে যেতে এখনে ক্লিক করুন। এটাতেও দুই নাম্বার সাইটের মত Uptobox.com এ ফাইল আপলোড করে দিবে এবং পরবর্তিতে নির্দিষ্ট লিঙ্ক থেকে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে।

৪। চার নাম্বারে যেতে এখনে ক্লিক করুন। এটাতে ডাইরেক্ট লিঙ্ক দিবে। পরবর্তীতে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।

৫। পাচঁ নাম্বারে যেতে এখানে ক্লিক করুন। এখানে আপনার ফাইলটি তাদের নিজেস্ব ক্লাউডে আপলোড হয়ে থাকবে। পরবর্তীতে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।

৬। ছয় নাম্বারে যেতে এখানে ক্লিক করুন। এখানে ও আপনার ফাইলটি তাদের নিজেস্ব ক্লাউডে আপলোড হয়ে থাকবে। পরবর্তীতে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আশাকরি যারা IDM দিয়ে টরেন্ট ডাউলোড করতে চাচ্ছিলেন এই টিউনটি তাদের কাজে আসবে। ধন্যবাদ!

সৌজন্যেঃ ডাউনলোড পাগল পোলাপাইন

Level 0

আমি শোয়াইব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tHANKS FOR POST

দেখি নতুন গুলা কেমন সার্ভিস দে আগের গুলা ফিয়া পুরাই পাইক্কা গেসি

Level 0

আমার তো মনে হয় ইউটরেন্ট দিয়েই অনেক স্পিড পাওয়া যায়, আমি এখন আর আইডিএম ব্যবহার করি না, টরেন্ট এর ফাইল টরেন্ট দিয়েই করি এবং স্পিডও সেইরম পাই.. 🙂

    @Zahid: পড়ার জন্য ধন্যবাদ। আশাকরি যারা আইডিএম দিয়ে ডাউনলোড করেন তাদের কাজে আসবে।

ভাই আমার প্রতিটাই ভাল লাগ্ল zbibz আইজ থিক্কা বাদ

    @IHK শাওন: আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
    ধান্যবাদ!

cboxfator.tk তে বারবার এই লিখাটা দেখাচ্ছে যদিও আমি একটা লিঙ্ক ও দেই নাই

Sorry!! Alredy Maximum number of torrents are in progress.Try after sometime

    @শাহজালাল আপন: hum

    @শাহজালাল আপন: ওদের এখানে কিছু লিমিটেশন আছে তাই সমস্যা করছে। আপনি Hive ব্যাবহার করতে পাবেন আশা করি সেখানে সমস্যা হবেনা।
    ধন্যবাদ!

খুবই কাজের একটি POST. THANKS

ভাই IDM দিয়া যে কি মজা পাইছেন জানি না। আমার কাছে IDM একটা ফালতু সফটওয়্যার মনে হয়। আর টরেন্ট ডাউনলোডের জন্য U-Torrent এর কোন বিকল্প হয় না। বিশেষ করে আমাদের দেশের কম গতির ইন্টারনেট দিয়ে বড় ফাইল ডাউনলোডের ক্ষেত্রে।
কারন, IDM কিংবা অন্য কোন ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোডের ক্ষেত্রে Resume হবার ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারে না। কিন্তু u-torrent এটার নিশ্চয়তা দেয়। শুধু মাত্র একবার দুইবার নয় এর রিজিয়োম কেপাবেলিটি আনলিমিটেড। যদি আপনার কম্পিউটারের Windows ও যদি কোন কারনে পড়ে যায় তবে u-torrent এর মাধ্যমে আপনার ফাইল যতটুকু ডাউনলোড হয়েছিল তা আবার শুরু করতে পারবেন।
কিছু দিন আগে Windows 10 এর ISO প্রায় ৪ জিবি ডাউনলোড করার সময় ৩.৭০ জিবি ডাউনলোড করার পর হঠাৎ আমার Windows পড়ে গিয়ে ছিল পরে আমি তা আবার Resume করতে পেরেছি। কিন্তু IDM হলে আবার প্রথম থেকে শুরু করা লাগত।
তাই আমি বলতে পারি u-torrent মাঝে মাঝে একটু স্লো হলেও এর চেয়ে ভাল ডাউনলোড ম্যানেজার নেই।

    @মোঃ মমিনুল ইসলাম খান: ভাই IDM দিয়েও আপনি এই কাজ গুলো করতে পারবেন। তবে এর জন্য IDM এর পূর্ন ব্যাবহার শিখতে হবে। ধন্যবাদ!

      @শোয়াইব আহমেদ: ভাই দয়া করে একটু জানালে খুশি হব যে কিভাবে IDM দিয়ে ডাউনলোড করার সময় কোন ফাইল একবার Stop হয়ে গেলে আবার তা Resume করা যায়?
      আর কিভাবে, যদি কিছুটা ফাইল ডাউনলোড করার পর Windows নষ্ট হয়ে গেলে নতুন Windows দেওয়ার পর পূর্বের জাগায় থেকে ডাউনলোড করা যায়?
      আরেকটা কথা IDM তো আমরা এমনিতেই চুরি করে ব্যবাহার করি। কারন এখন পর্যন্ত আমি কাউকে IDM কিনে ব্যবহার করতে দেখিনি আপনি আবার বলের এর পূর্ণ্য ব্যবহার শিখতে। Lol

        @মোঃ মমিনুল ইসলাম খান: আপনি রেগে গেলেন কেন বুঝলামনা 🙁 ।
        Hive থেকে Stop হয়ে যাওয়া ফাইল এক বছর পরে Resume করলেও কোন সমস্যা হবেনা।
        নতুন Windows দেয়ার পূর্বে IDM এর ব্যাকআপ নেয়ার অনেক Option রয়েছে যেগুলো আপনি একটু কষ্ট করে গুগলিং করলেই জেনে যাবেন।
        আর চুরি করার কথা আপনার মুখে মানায় না কারন চোরদের সর্গরাজ্য হলো টরেন্ট আর আপনি নিশ্চয় U-Torrent দিয়ে সেখান থেকে কোন লিগ্যাল জিনিষ ডাউনলোডান না।
        যাইহোক আমি সত্যিই বুঝিনি আপনার IDM বিরোধী এ্যালার্জী যে এতটা প্রবল। জানলে আগেই আপনার মন্তব্যটাকে এড়িয়ে যেতাম।
        ধন্যবাদ!

          @শোয়াইব আহমেদ:ভাই IDM নিয়ে শুধু আমার না এরকম অনের লোকেরই এলার্জী আছে। এই সফটওয়্যারটা ফ্রী ব্যবহার করতে গিয়ে যে কি পরিমান সমস্যায় পড়তে হয় তা টেকটিউনে নিয়মিত ভিজিট করেলেই দেখতে পাওয়া যায়।
          আরো বড় সমস্যা হল আপনার মত অনেকেই ভেবে বসে আছেন যে ডাউনলোড করার জন্য IDM ই হল সেরা ম্যানেজার। আরে ভাই IDM ছাড়াও এমন অনেক ফ্রী-ওয়্যার আছে যা দিয়ে যে কেউ অনেক সাচ্ছন্দে বিনা ঝামেলায় ডাউনলোড করতে পারে।
          তাই হুদাই কেন IDM লইয়া গুতাগুতি করমু।

miloshare e download er option koi ??

    @IHK শাওন: একটু কষ্ট করে খুজে দেখুন আশা করি পেয়ে যাবেন। বেশী সমস্যা হলে Hive ব্যাবহার করে দেখতে পরেন।

      @মোঃ মমিনুল ইসলাম খান: ধন্যবাদ সুন্দর পারামর্শের জন্য। ভাল থাকবেন।

Level 0

Achcha Upload Korar Somoi Ki Amar Mb Katbe/ Othoba Amake Sei Page E Thakte Hobe…..?