কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন । অনেক দিন থেকে আপনাদের অনেক মিস করছি । অনেক দিন পর একটু সময় পেলাম তাই সেই সময় টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম । আমাদের দেশে এখনো ইন্টারনেট এর সমস্যার সুস্ট সমাধান হয় নি । তাই আমরা যারা নিজেদের ওয়েব সাইট এ ফাইল শেয়ার করি তাদের একটা কমন সমসা থেকেই যায় । সমস্যা টি হল আপলোড এর সময় কানেকশন এরর এর সমস্যা । আমি আজ আপনাদের এই সমস্যা সমাধান এর উপায় বলব । জানি না এটা আপনাদের কতটুকু কাজে আসবে । তবে আশা করি কাজে লাগাতে পারলে কাজে দিবে।
যাই হোক আসল কথায় আসি । প্রথম এ এই লিঙ্ক এ জান এখানে
এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলেন । অ্যাকাউন্ট হয়ে গেলে লগিন করুন। অ্যাকাউন্ট করতে বললাম এ জন্য যে আপনার আপলোড করা ফাইল টি জাতে আপনার অ্যাকাউন্ট এ থাকে তাই ।
এখন দেখবেন এই রখম একটা পেজ আসবে ।
এখানে দেখবেন URL Upload নামে একটা অপশন আছে । এখানে আপনি যে ফাইল টি আপলোড করতে চান সেটার লিঙ্ক টা দিয়ে দিন । মানে যদি এমন হয় যে আপনি প্রথম এ ফাইল টি ডাউনলোড করবেন তার পর আপনার সাইট এ আপলোড করবেন , সে ক্ষেত্রে এটি কারজ কর । যেমন http://dizmon.com/wp-content/uploads/2014/11/02051_HD1.jpg এই ইমেজ টি আমি আপলোড করতে চাই । সে ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হল লিঙ্ক টা কপি করে URl Upload এর মধ্যে পেস্ট করে দিয়ে Host It a ক্লিক করতে হবে , এটি আপলোড হতে খুব কম টাইম নিবে । এর পর আপলোড হয়ে গেলে একটা লিঙ্ক পাবেন অই লিঙ্ক টা আপনার সাইট এ শেয়ার করলে আপনার ইউজার রা তা ডাউনলোড করতে পারবে খুব সহজে । এর সুধু এ টুকু নয় । আপনি ফাইল আপলোড করে সেই লিঙ্ক শেয়ার করে USD ও ইনকাম করতে পারেন ।
আজ আর বেশী কিছু বলব না । আপার পোস্ট টা পরে কারো উপকার হলে আমি খুশি হব । আমার পোস্ট ভালো লাগলে আমার সাইট থেকে ভিজিট করে আসতে পারেন ।
আমার সাইট এ ভিজিট করতে এখানে ক্লিক করুন
আমি rony_ahmedd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে ভাই এটা তো অনেক আগে থেকেই জানি কিন্তু এরকম একটা লিংক দেন যাতে করে আমরা পিসি থেকে এরকম ভাবে আপলোড দিতে পারব ……………………।।F:\AUDIO SONG\FA SUMON\Kafi Computer (1).mp3