কুরআন শোনার এবং বাংলা অনুবাদ স দেখার খুব দারুন একটি সফটওয়ার (ডাউনলোড করে কুরআন শুনুন এবং বাংলা অর্থ সহ বুঝুন অনেক ফায়দা হাচিল হবে ইন্‌শাআল্লা) (আপডেট করা হয়েছে)

বছর ঘুরে আবার আসলো পবিত্র রমজান মাস। এই মাসে আমরা মুসলমানরা অন্যান্য মাস অপেক্ষা অধিক পবিত্র থাকতে চাই।   এই ক্ষেত্রে কুরআন পড়া বা শুনার বিকল্প নেই। এই মাসে কুরআন পাঠ করলে ও শুনলে অন্যান্য মাস অপেক্ষা অধিক সোয়াব পাওয়া যায়। আজ আমি আপনাদের একটি সফটয়ার দিবো যা দিয়ে আপনারা বিভিন্ন কারীর কন্ঠে কুরআন শুনতে পারবেন। এবং বাংলা ও ইংরেজি অনুবাদ দেখতে পারবেন। এই সফটওয়ারটি আমার খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের ও ভাল লাগবে। কুরআন শুনতে হলে ইন্টারনেট কানেক্ট রাখেতে হবে। যাই হউক কুরআন সফটওয়ারটি  নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।


dre

সফটওয়ারটি ডাউনলোড হলে প্রথমে  নিচের লিংক থেকে জাবা সফটওয়ারটি ডাউনলোড করুন।

d J

http://www.java.com/en/download/manual.jsp

java

এখানে আপনার অনলাইন ও অপলাইন ভারসন রয়েছে যেকোন একটি ডাউনলোড করে নিন। এবার জাবা সফওয়ারটি ইনস্টল করে নিন। এর পর zekr সফটওয়ারটি ইনস্টল করে নিন করে নিন।

কুরআনের বাংলা অনুবাদের রার ফাইলটি ডাউনলোড করুন নিচের  লিংক থেকে।


b t L

বাংলা অনুবাদ ইনস্টল করার জন্য কুরআনের সফটওয়ারটি রান করুন।

onobad ins

উপরেরর চিত্রের মত মেনুবার থেকে টুলস এ গিয়ে টান্সলেশন ক্লিক করে যেখানে বাংলা অনুবাদের রার ফাইলটি রেখেছেন তা দেখিয়ে দিন ।

ono bad 2

বাংলা অনুবাদ দেখতে চাইলে উপরের নির্দেশিত চিত্রের মত View >Translation >[bn_BD] মাওলানা মুহউদ্দীন খান সিলেক্ট করে দিন।

আবার ইংরেজি অনুবাদ দেখতে চাইলে একইভাবে [en_US] Transliteration সিলেক্ট করে দিলে হবে।

বাংলা অনুবাদের ফন্ট ও সাইজ ঠিক করবেন যেভাবে

Tools>Options>View এ ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে।

font

+ চিহ্নটিতে ক্লিক করুন। এবার Question নামে একটি বক্স আসবে। সেখানে উপরের চিত্রের মতো করে 'trans_bn_fontName' লিখুন। এরপর Ok দিন।

একইভাবে + (Add) এ ক্লিক করে 'trans_bn_fontSize' লিখে Ok দিন।

এরপর trans_bn_fontName এর ডানে 'Value' ঘরে ক্লিক করে 'SolaimanLipi' লিখুন। আর 'trans_bn_fontSize' এর ডানে 'Value' ঘরে '12' লিখুন। এরপর Apply দিয়ে Ok দিন। ফলে বাংলা অনুবাদ ভাল দেখাবে।

ব্যবহারবিধি

আপনি যে সুরা বা আয়াত প্রয়োজন তা নিচের মত সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন।

sura

তাছাড়া আপনি এই সফটওয়ারের মাধ্যমামে কুরআন গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন।

roza1উপরের চিত্রের মত এডভান্স টেবে ক্লিক করে ট্রান্সলেসন বিত্তে সিলেক্ট করে সার্চ বক্সে রোযা বা নামায লিখে সার্চ দিন দেখবেন কুরআনের যত যায়গায় এই শব্দ গুলো আছে তার আয়াত স্ক্রিনে নিয়ে আসবে।

বিভিন্ন কারীর কন্ঠে কুরআন শুনতে হলে মেনু থেকে Audio > Recitation > কারীর নাম সিলেক্ট করতে হবে।

LIST 1

ইন্টারনেটে কুরআন শোনার জন্য   নিচের মত জিকর  সফটওয়ার থেকে প্লে বাটনে ক্লিক করুন।lis

পরিশেষে আপনাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করলাম। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল জিনিস। অনেক দরকারী

ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাইয়া। কাজে লাগবে।

assa quraner bangla pronunciation ase arokom site ki ase?????????????

আলহামদুলিল্লাহ! খুব ভালো লিখেছেন এবং যা শেয়ার করেছেন বেশ কাজে লাগবে!

অসাধারন টিউন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য,শুভকামনা রইল আপনার জন্য।

ডাউনলোডে দেই

    সরি, এটা কি পুরোটাই নেট থেকে শুনা লাগবে নাকি ?

    প্রথমবার ডাউনলোড করার পর আপনার পিছিতে নেট না থাকলেও চলবে, offline- চলবে,
    আমি successfully downloade করেছি এবং multi-language translation bangla and arabic দেখে অনেক উপক্রিত হচ্ছি আলহামদুলিল্লাহ

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

ভালো টিউন।

Level 0

বাংলা অনুবাদের রার ফাইল নাই…প্লিজ রিপোস্ট করুন।

Level 0

কুরআনের বাংলা অনুবাদের রার ফাইলটি ডাউনলোড হচ্ছে না দয়া করে ডাউনলোড লিংকটি দিন।