আপনার উইন্ডোজ ৭ আসল নয় !!!! তাতে কি এক্ষুনি একটিভেট করে নিন!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ এখানে লিখতে বসলাম আমার দেখা সব চেয়ে ভাল ঊইন্ডোজ ৭ এক্টিভেটর নিয়ে। এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা যে বাংলাদেশের ৯৯% এর কাছাকাছি উইন্ডোজ ব্যাবহারকারী পাইরেটেড উইন্ডোজ ব্যাবহার করে!! যেখানে নুন আনতে পানতা ফুরায় সেখানে সম্পুর্ণ কম্পিউটারের সমমূল্যে অপারেটিং সিস্টেম কে কিনবে? যাক অনেক কথাই বলে ফেল্‌লাম এবার কাজের কথায় আসি; আমরা যারা পাইরেটেড উইন্ডোজ ৭ ব্যাবহার করি তারা নিশ্চয় দেখেছি দুএক দিন উইন্ডোজ ৭ ব্যাবহারের পর তা ধরা খেয়ে যায় এবং মাইক্রোসফ্‌ট আপডেট দেওয়া বন্ধ করে দেয় (যারা ইন্টারনেট ব্যাবহার করেন)। কিন্তু নিচে দেওয়া সফ্‌টওয়্যারের সাহায্যে কোন কষ্ট না করেই আসল উইন্ডোজ৭ এর সুবিধাদী ভোগ করতে পারবেন। ডাউনলোড লিঙ্কটা অনেক খোঁজা খুঁজি করে পেয়েছি ।  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(মিডিয়া ফায়ার লিঙ্ক)

ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, অনেক আগেই ইউজ করেছি। সংগ্রহে রাখলাম কাজে আসতে পারে। ধন্যবাদ আপনাকে।

আর একটু বিস্তারিত ভাবে বলা যেত না , রহস্যত সব রয়ে গেল ।

মলয় ভাইয়া, আসলে সংগ্রহে রাখার জন্যই এটা দিলাম আমি অবশ্য কয়েক মাস থেকে এটা ব্যাবহার করছি যা হোক আপনাকে ধন্যবাদ।
আর দেলোয়ার ভাই আমার নামের সাথে কাজের মিল আছে কিনা??? 🙂 ধন্যবাদ।

সংগ্রহে রাখলাম।

ধনবাদ

আমার সব ভাইদের ঈদ
মোবারক।।আমি একটা
মহা বিপদে আসি।।আমাকে কেউ দয়া করে সাহায্য
করুন।।আমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ডের ড্রাইভারে সমস্যা।আমি যখন xp চালাই তখন আমার ড্রাইভারএ সমস্যা হয় না।কিন্তু যখন windows 7 চালাই তখন win 7 graphics card detect করতে পারে না।
driver name..intel extreame graphics driver..plz help [email protected]