কি খবর সবার? কেমন আছেন? চলে এলাম নতুন একটা টিউন নিয়ে।
ইন্টারনেটে সেইফলি ব্রাউজ ও টাকা পয়সা সম্পর্কিত লেনদেন(আমরা যারা ইন্টারনেটে ইনকামের চেষ্টা করছি তাদের কথা প্রথমে) করার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল ক্যাস্পারস্কি, কিন্তু যখন থেকে ক্যাস্পারস্কি ফ্রি দেয়া বন্ধ করে দিল, আমি আর ও পথ মাড়াই নি। কেননা এর একটা ব্যাপার আমার খুব ই বিরক্ত লাগত, তা হল ভাইরাস মনে করে আমার সব কি-জেন ফাইলগুলো ডিলিট করে দিত। আর ফিরিয়ে আনতে পারতাম না। বিট ডিফেন্ডার ও তাই করে। হয়ত অপশন আছে যে আমাকে না জিজ্ঞেস করে ফাইল ডিলিট করা বন্ধ করা যাবে না, তবুও আগ্রহ বাড়েনি। কারন আমি এরই মধ্যে ক্যাস্পারস্কিতেই আগ্রহ হারিয়েছি। কেননা আমি পেয়ে গিয়েছিলাম এভাইরার প্রিমিয়াম সিকিউরিটি স্যুট। ক'দিন ইউজ করলাম, তারপরে আমার মেজাজ গরম হওয়া শুরু হল। কেন? কারন আমি তখন জিপি মডেমে ইন্টারনেট ইউজ করতাম আর এভাইরা একবার আপডেট দিলে একসাথে ১৫-৩০ মেগাবাইট ডাউনলোড করা শুরু করে দেয়। আর আমার এলাকায় জিপির স্পিড তখন ভয়াবহ, ১মেগাবাইট করে পেতাম!!
কি অবাক হচ্ছেন? ১ মেগাবাইট !!!
আসলে ১ মেগাবাইট পেতাম ১ ঘন্টায়। যাই হোক এভাইরার ম্যানুয়াল আপডেট ফাইল ডাউনলোড করেও লাভ নেই, একেকটা আপডেট ফাইল ৫০ মেগাবাইট করে। সবচে বড় সমস্যা যে যেভাবেই আপডেট করিনা কেন, লেটেস্ট আপডেটটা ইন্সটল করলে বুঝে ফেলে আমার এভাইরা ক্র্যাকড। ফলে এভাইরাও ত্যাগ।
ইসেট এর নড৩২ ও কয়দিন ইউজ করেছি, ভাল লাগেনি। এরপরে ইউজ করলাম বিট ডিফেন্ডার প্রিমিয়াম সব ই অবশ্য ক্র্যাকড, সোজা ভাষায় চোরাই। ২০৪৭ সাল পর্যন্ত মেয়াদ। কিন্তু এইটা রান করলে আমার কোয়াড কোর পিসি পর্যন্ত মন খারাপ করে ফেলে। আর বিট ডিফেন্ডার সম্পর্কে আমার একটা প্রশ্ন সেটা হল এন্টিভাইরাস প্রোডাক্ট দিয়া যদি একটা মানুষ সফটওয়্যার আনইন্সটল থেকে শুরু করে পিসির টেম্প ফাইল ডিলিট, রেজিস্ট্রি ক্লিন পর্যন্ত সব কিছু করে, তাহলে আর অন্যান্য কোম্পানীগুলা কি জন্য শুধু শুধু ক্লিনার সফটওয়্যার ছাড়ে। বিট ডিফেন্ডার ছাড়ার পরে একটা জিনিস মিস করতাম, তা হল ইন্টারনেট রেস্ট্রিকশন দেয়া যেত। সেটা আর পাচ্ছিলাম না। এণ্টিপর্ণ সফটওয়্যার টি পাবার পরে সেই গ্যাঞ্জাম ও দূর হল। কিন্তু আমি হঠাৎ করেই ট্রাই করলাম এভাস্টের ফ্রি এডিশন টি। ফ্রি হলেও আশ্চর্যের ব্যাপার এতে আছে মেইল শিল্ড, অয়েব শিল্ড, পি২পি শিল্ড, আইএম শিল্ড, নেটওয়ার্ক শিল্ড এর মতন প্রিমিয়াম ফিচার।যা অন্য এন্টিভাইরাসে টাকা দিয়ে কিনতে হয়।
ভাবছেন এই দেখেই এটা নিয়ে নিয়েছি? জি না। আপডেট দেই, দেখি খুব অল্প সাইজের ফাইল ডাউনলোড করে। বিট ডিফেন্ডার, এভাইরার মত হাবিজাবি জিনিস সহ সব ডাউনলোড করেনা। যতটুকু দরকার ততটুকুই। দিনে অটো আপডেট দিলে ২-৩বার আপডেট করে, কোন দিক দিয়া করে ফেলল টের পর্যন্ত পাওয়া যায়না।
আসল কথা হল কয়দিন যাওয়ার পরে আরো ভাল কিছু পেতে ইচ্ছা করল। টরেন্টে সার্চ দিলাম, পেয়ে গেলাম এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি লেটেস্ট এডিশনটা। শেয়ার করে দিলাম। আমি এখন পর্যন্ত আর কোনো এন্টিভাইরাসে এত মজা পাই নি। আপনারাও ট্রাই করে দেখেন। ২০১১ সালের ফেব্রুয়ারীর ১৮ তারিখ পর্যন্ত মেয়াদ আছে। মানে প্রায় ৬ মাসের উপরে। এই সময়টা ফ্রি আপডেট করতে পারবেন। আর প্রথম বার আপডেটের সময় ৫-১০ মেগাবাইট (সর্বোচ্চ) ডাউনলোড করা লাগতে পারে। এর পরের আপডেটগুলোতে দেখবেন মজা কাকে বলে। আর ইন্টারফেস এত সুন্দর, কি আর বলব
একটা কথা ভুলেই গিয়েছিলাম বলতে মেহেদী ইকবাল রমি ভাই নিচে কমেন্টে মনে করিয়ে দিলেন, তা হল এভাস্টে 'এভাস্ট সাউন্ডস'(ভয়েস ডিক্লারেশন) নামে একটা সুবিধা আছে যা বিভিন্ন সময়ে বিভিন্ন এলার্ট ভয়েস দিয়ে জানিয়ে দেয়। যেমন থ্রেট ডিটেক্টেড, সাসপিশাস আইটেম ডিটেক্টেড, পটেনশিয়ালি আনওয়ান্টেড প্রগ্রাম ডিটেক্টেড, স্ক্যান কম্পলিট, অটো আপডেট কম্পলিটেড ইত্যাদি। অনেক মজা লাগে ব্যাপারটা। মনে হয় আমার কম্পিউটার আমাকে সব জানাচ্ছে! অনেকটা সাই-ফাই মুভির কম্পিউটার গুলোর মত।
আমি হতাশ হইনি ব্যবহার করে।
দেখেন, আপনাদেরও ভাল লাগবে।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
আপনি তো ভাল লেখেন…