—- এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৫.০.৫৯৪ (ফ্রি ডাউনলোড করুন) —

কি খবর সবার? কেমন আছেন? চলে এলাম নতুন একটা টিউন নিয়ে।

ইন্টারনেটে সেইফলি ব্রাউজ ও টাকা পয়সা সম্পর্কিত লেনদেন(আমরা যারা ইন্টারনেটে ইনকামের চেষ্টা করছি তাদের কথা প্রথমে) করার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল ক্যাস্পারস্কি, কিন্তু যখন থেকে ক্যাস্পারস্কি ফ্রি দেয়া বন্ধ করে দিল, আমি আর ও পথ মাড়াই নি। কেননা এর একটা ব্যাপার আমার খুব ই বিরক্ত লাগত, তা হল ভাইরাস মনে করে আমার সব কি-জেন ফাইলগুলো ডিলিট করে দিত। আর ফিরিয়ে আনতে পারতাম না। বিট ডিফেন্ডার ও তাই করে। হয়ত অপশন আছে যে আমাকে না জিজ্ঞেস করে ফাইল ডিলিট করা বন্ধ করা যাবে না, তবুও আগ্রহ বাড়েনি। কারন আমি এরই মধ্যে ক্যাস্পারস্কিতেই আগ্রহ হারিয়েছি। কেননা আমি পেয়ে গিয়েছিলাম এভাইরার প্রিমিয়াম সিকিউরিটি স্যুট। ক'দিন ইউজ করলাম, তারপরে আমার মেজাজ গরম হওয়া শুরু হল। কেন? কারন আমি তখন জিপি মডেমে ইন্টারনেট ইউজ করতাম আর এভাইরা একবার আপডেট দিলে একসাথে ১৫-৩০ মেগাবাইট ডাউনলোড করা শুরু করে দেয়। আর আমার এলাকায় জিপির স্পিড তখন ভয়াবহ, ১মেগাবাইট করে পেতাম!!
কি অবাক হচ্ছেন? ১ মেগাবাইট !!!
আসলে ১ মেগাবাইট পেতাম ১ ঘন্টায়। যাই হোক এভাইরার ম্যানুয়াল আপডেট ফাইল ডাউনলোড করেও লাভ নেই, একেকটা আপডেট ফাইল ৫০ মেগাবাইট করে। সবচে বড় সমস্যা যে যেভাবেই আপডেট করিনা কেন, লেটেস্ট আপডেটটা ইন্সটল করলে বুঝে ফেলে আমার এভাইরা ক্র্যাকড। ফলে এভাইরাও ত্যাগ।

ইসেট এর নড৩২ ও কয়দিন ইউজ করেছি, ভাল লাগেনি। এরপরে ইউজ করলাম বিট ডিফেন্ডার প্রিমিয়াম সব ই অবশ্য ক্র্যাকড, সোজা ভাষায় চোরাই। ২০৪৭ সাল পর্যন্ত মেয়াদ। কিন্তু এইটা রান করলে আমার কোয়াড কোর পিসি পর্যন্ত মন খারাপ করে ফেলে। আর বিট ডিফেন্ডার সম্পর্কে আমার একটা প্রশ্ন সেটা হল এন্টিভাইরাস প্রোডাক্ট দিয়া যদি একটা মানুষ সফটওয়্যার আনইন্সটল থেকে শুরু করে পিসির টেম্প ফাইল ডিলিট, রেজিস্ট্রি ক্লিন পর্যন্ত সব কিছু করে, তাহলে আর অন্যান্য কোম্পানীগুলা কি জন্য শুধু শুধু ক্লিনার সফটওয়্যার ছাড়ে। বিট ডিফেন্ডার ছাড়ার পরে একটা জিনিস মিস করতাম, তা হল ইন্টারনেট রেস্ট্রিকশন দেয়া যেত। সেটা আর পাচ্ছিলাম না। এণ্টিপর্ণ সফটওয়্যার টি পাবার পরে সেই গ্যাঞ্জাম ও দূর হল। কিন্তু আমি হঠাৎ করেই ট্রাই করলাম এভাস্টের ফ্রি এডিশন টি। ফ্রি হলেও আশ্চর্যের ব্যাপার এতে আছে মেইল শিল্ড, অয়েব শিল্ড, পি২পি শিল্ড, আইএম শিল্ড, নেটওয়ার্ক শিল্ড এর মতন প্রিমিয়াম ফিচার।যা অন্য এন্টিভাইরাসে টাকা দিয়ে কিনতে হয়।
ফ্রি তেই অনেক কিছু

 

 

ভাবছেন এই দেখেই এটা নিয়ে নিয়েছি? জি না। আপডেট দেই, দেখি খুব অল্প সাইজের ফাইল ডাউনলোড করে। বিট ডিফেন্ডার, এভাইরার মত হাবিজাবি জিনিস সহ সব ডাউনলোড করেনা। যতটুকু দরকার ততটুকুই। দিনে অটো আপডেট দিলে ২-৩বার আপডেট করে, কোন দিক দিয়া করে ফেলল টের পর্যন্ত পাওয়া যায়না।

আসল কথা হল কয়দিন যাওয়ার পরে আরো ভাল কিছু পেতে ইচ্ছা করল। টরেন্টে সার্চ দিলাম, পেয়ে গেলাম এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি লেটেস্ট এডিশনটা। শেয়ার করে দিলাম। আমি এখন পর্যন্ত আর কোনো এন্টিভাইরাসে এত মজা পাই নি। আপনারাও ট্রাই করে দেখেন। ২০১১ সালের ফেব্রুয়ারীর ১৮ তারিখ পর্যন্ত মেয়াদ আছে। মানে প্রায় ৬ মাসের উপরে। এই সময়টা ফ্রি আপডেট করতে পারবেন। আর প্রথম বার আপডেটের সময় ৫-১০ মেগাবাইট (সর্বোচ্চ) ডাউনলোড করা লাগতে পারে। এর পরের আপডেটগুলোতে দেখবেন মজা কাকে বলে। আর ইন্টারফেস এত সুন্দর, কি আর বলব
একটা কথা ভুলেই গিয়েছিলাম বলতে মেহেদী ইকবাল রমি ভাই নিচে কমেন্টে মনে করিয়ে দিলেন, তা হল এভাস্টে 'এভাস্ট সাউন্ডস'(ভয়েস ডিক্লারেশন) নামে একটা সুবিধা আছে যা বিভিন্ন সময়ে বিভিন্ন এলার্ট ভয়েস দিয়ে জানিয়ে দেয়। যেমন থ্রেট ডিটেক্টেড, সাসপিশাস আইটেম ডিটেক্টেড, পটেনশিয়ালি আনওয়ান্টেড প্রগ্রাম ডিটেক্টেড, স্ক্যান কম্পলিট, অটো আপডেট কম্পলিটেড ইত্যাদি। অনেক মজা লাগে ব্যাপারটা। মনে হয় আমার কম্পিউটার আমাকে সব জানাচ্ছে! অনেকটা সাই-ফাই মুভির কম্পিউটার গুলোর মত।
sshot-3

 

 

 

 

স্ক্রিন শট

 

 

DOWNLOAD BUTTON
ডাউনলোড করুন এখান থেকে।

আমি হতাশ হইনি ব্যবহার করে।
দেখেন, আপনাদেরও ভাল লাগবে।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি তো ভাল লেখেন…

    ছবিকে কিভাবে লিঙ্ক বানাতে হয় তা কিন্তু পারলাম না।

    Level 0

    দিহান ভাই আপনি প্রথমে ছবিটি পোষ্টের মধ্যে ইন্সার্ট করুন
    তারপর ছবিটি পোস্টের মশ্যে রেখে সিলেক্ট করুন
    এবার ইন্সার্ট এ লিঙ্ক এ ক্লিক করে লিঙ্কটি পেষ্ট করুন
    ব্যাস হয়ে গেল

    আমি কিভাবে যেন টিউনার প্যানেলের নিউ পোস্ট এডিটের অপশনের গ্র্যাফিকাল ভিউ চেঞ্জ করে HTML ভিউ টাইপ appearance করে ফেলছিলাম। এখন আমার পোস্ট গুলিতে ছবি ইন্সার্ট করলে এডিটরে ছবিটা না দেখিয়ে কোড দেখায়। লেখা বোল্ড করলে বোল্ড না দেখিয়ে চিহ্ন দেখায় অর্থাৎ যে কথাটিকে বোল্ড করেছি তার দু পাশে [strong]….[strong] এ টাইপের লেখা দেখায়। কি করে যে আবার আগের জায়গায় ফেরত যাব খুজে পাচ্ছি না। একটু সাহায্য করবেন?

আপনি আসলেই খুব সুন্দর লিখেছেন।আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য এবং কার্যকর টিউন করার জন্য।

    আজ একটা দারুন জিনিস পেলাম! এই মাত্র! ভাবতেসি ঘুমের আগে ওইটা নিয়ে আরেকটা টিউন করেই ঘুমাব। দেখবেন কাজে লাগবে। টেকটিউন্স যে আস্তে আস্তে লোড হয় তা একদম সলভ হয়ে যাবে।

মনে মনে ভাল একটা অ্যান্টি-ভাইরাস খুজতেছিলাম । ডাউনলোড এ দিলাম দেখি ব্যবহার করে কেমন। ধন্যবাদ টিউনের জন্য

Level 0

ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ ভাইজান , সংগ্রহে রাখলাম ।

দিহান ভাই, আপনার এন্টি-ভাইরাসের প্যাটার্নের সাথে আমার ভাল মিল আছে। ম্যাকাফি – নরটন – ক্যাসপারস্কি – এভিরা পার হয়ে আমিও এখন এভাস্ট ব্যবহার করছি মাস দেড়েক হল।

ভাল ডিটেক্টশন – অনেক ফিচার – লাইট ওয়েট – কম রিসোর্স-খেকো – সুন্দর ইন্টারফেস – এসব কিছুর জন্য এভাস্টের সাথে বেশ মানিয়ে নিয়েছি।

এভিরার প্রতি আমি এখনও দুর্বল (পেন ড্রাইভের অটোরান ভাইরাসগুলোকে শায়েস্তা করতে বছর তিনেক আগে নরটন-ম্যাকাফির মত জায়েণ্টদের কিন্তু এভিরাই কাঁচকলা দেখিয়েছিল)। কিন্তু আপনার মত একই কারণে বাদ দিয়েছি।

সুন্দর একটা টিউনের মাধ্যমে এভিরাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

    সুন্দর একটা টিউনের মাধ্যমে **এভাস্টকে** সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। (পুরাতন দুর্বলতার প্রভাবটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই)

    হুম। অনেক সুন্দর বলেছেন। দুর্বলতা পরিষ্কার। এভাইরার আপডেট গুলো যদি ছোট করা হত, আমিও হয়ত এভাইরাতেই থাকতাম।

দেখা যাক, আমি অবশ্য টেকা কামইতে পারি না, কারন আমি কিছুই জানিনা, তাই আপাতত ইন্টারনেট সিকিউরিটি ইউজ করতে হয় না।

    কামানোর চেষ্টা করেন? প্রতি মাসে ইন্টারনেটের জন্যে টাকা দিচ্ছেন, কিছু তো ফেরত নেবার চেষ্টা করেন?

    গত ৩২মাস দিছি ২৪ ঘন্টা আনলিমিটেড এর জন্য ৩৪৫টাকা প্রতি মাসে,

    এখন দেই ৮ঘন্টার জন্য,

    কি বুঝলেন

http://www.avast.com/internet-security
আমি তো দেখছি, টাকা ছাড়া এটা ডাউনলোড করতে দিবে না, তাহলে আপনি এটা ফ্রী দিচ্ছেন কিভাবে?
আর download{dot}cnet{dot}com ডাউনলোড করতে গেলাম , ফাইলের সাইজ ৫৪ মেগা আর ৩০ দিনের ট্রায়াল ! আর আপনারটা ৪৯ মেগা আর ফ্রী ! আপনারটাতে কি ক্র্যাক ফাইল দিয়েছেন নাকি ?

    হ্যা! ক্র্যাক করাই। এটা তো স্বাভাবিক, ইন্টারনেট সিকিউরিটি আমি সবাইকে অরিজিনাল ভার্সন কিকরে দিব? আপনি যে ভার্সন দেখেছেন অইটা অন্য কোনো ভার্সন হবে। তবে সাইজ বাড়ে প্রোগ্রামের কারনে, ভাইরাস ইঞ্জিন কিংবা ডেফিনেশন এক ই হয়ে যাবে আপডেট করার পরে।

প্রিয়তে রাখলাম।অপেক্ষা করেও আপনার পরবর্তি টিউনটি পাইনি।

    কি করব, আসলে যা আশা করেছিলাম পুরোপুরি রেজাল্ট পাইনি, তাই আর তাড়াহুড়ো করলাম না। মাহে রমজান নিয়ে আপনার টিউন টা অনেক সুন্দর। নির্বাচিত হয়ে সেই প্রমাণ হয়েছে।

ভাই এভিরাই বেষ্ট।

Level 0

হিমায়িত দিহান ভাই, এভিরাই আর ক্যাস্পারস্কি দুইটি এসাএথ চালাতাম ,কিন্তু কিছু দিন পরে কনফিক করতে লাগল সেই থেকে ক্যাস্পারস্কিতেই আইছ ,ধন্যবাদ……….।
হিমায়িত দিহান ভাই লোভ লাগিয়ে দিলেন টিউনা তাড়াতাড়ি পোস্ট করেন.!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি অনেক আগে থেকেই এভাস্ট ব্যবহার করি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

দিহান ভাই,

টেকটিউন এ আমার প্রথম কমেন্ট আপনার পোস্ট এ. আমিও এভাস্ট ব্যাবহার করি. আসেলই ফ্রী হলেও এর জুরি নেই. আমার বন্ধুরা বেশিরভাগ এভাইরা ব্যাবহার করে. এভাস্ট কে নিয়ে ওদের সাতে অনেক বিতর্ক হয়েছে. আশা করছি আপনার টিউনটি কাজে লাগবে.

    আপনার প্রথম কমেন্টটাই পেলাম দেখে অনেক ভাল লাগল। আসলে ভাল খারাপ বলে লাভ নাই, কিছু ক্ষেত্রে এভাইরা ভাল হতেও পারে, কিন্তু আপাতত আমি এভাস্টে খুব ই সন্তুষ্ট।

অনেক আগে থেকেই avast ইউজ করতাম। অনেক ভালো কাজ করে। license key serial পাওয়া ও খুব সহজ। http://www.serialsws.org/ – এখানে গিয়ে search bar – এ anti virus ও version সহ search দিলেই পাওয়া যাবে।
(যেমন- avast 4.8 অথবা avast 5.0)। মোটকথা সহজ ও ঝামেলা মুক্ত ভাবে ব্যাবহার করা যায়। কিন্তু সমস্যা হল avast autorun থেকে শুরু করে অনেক virus কেই চিনতে পারেনা, তাছাড়া কিছু প্যাঁচ ফাইলকেও virus মনে করে। তাই এখন পর্যন্ত Kaspersky – এর বিকল্প পাইনি। যেহেতু freeware নয় সেহেতু Kaspersky ব্যাবহারে কিছুটা ঝামেলা তো থাকবেই। তবে একটু কায়দা জানলেই কিন্তু Kaspersky ফ্রি use করা যায়। তবে কেউ যদি Kaspersky use না করতে চায় তবে তার জন্য avast – ই Best।

    Avast Trojan killer হিসেবে best এবং এটাই সে মূলত ভালো চিনতে পারে। কোন virus পেলে voice declaration দেয়- “a virus has been detected”.

    ক্যাস্পারস্কি ভাল। কিন্তু চয়েজ হল বড় কথা। বিভিন্ন রকম চয়েজ আছে বলেই এত এত এন্টি ভাইরাস কোম্পানি টিকে আছে। আপাতত যে ভার্সন টা আমি ব্যবহার করছি, সেটায় এখনো পর্যন্ত অটোরান ভাইরাস নিয়ে ঝামেলা হয়নি। তাছাড়া আমিও সাবধানে থাকি। তাই প্রায় অনেকদিন হল ভাইরাসের সাথে কোনো যুদ্ধে নেই আমি।

অনেক সুন্দর হয়েছে টিউনটি । তবে ক্যাস্পারস্কিই আমার কাছে সেরা ।

Level 0

dihan vai how is norton i think it is the worst,have been looking for thus kind of things,let c

    ভাই নরটন মানুষে আগে কিছু না পাইয়া ব্যবহার করত। সার্ভিস ও ভাল ছিল। কিন্তু লাইভ আপডেটের অনেক অনেক নটিফিকেশন বিরক্ত করে ফেলত। এখন অনেক ভাল ভাল এন্টিভাইরাস সফটওয়্যার আছে। এগুলো ব্যবহার করেন?

Thanks a lot. Install koresi dekhi ki hay.

খুবই ভাল টিউন ভাল উপস্থাপনা এবং ভাল সফট(এন্টি ভাইরাস) অসংখ্য ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

হিমায়িত ভাই আমি কিন্ত ডাউনলোড দিছি। ৭০% চলতেছে। আর কোন উপায় পাচ্ছি না। পিসি দিন দিন স্লো হয়ে যাচ্ছে। কেস্পারইস্কাই লাগালে আরো শ্লো হয়ে যায়। ১ বছর আগে এটা ইউজ করতাম। ধন্যবাদ

দিহান ভাই ডাউনলোড করছি, কিন্তু পিসি একটু কেন জানি স্লো হয়ে গেল, কন্ট্রল প্যনেলadd/remove এ গিয়া remove করতে চেয়েছিলাম কিন্তু removeহয়না, পিসি কেন জানি হেং হয়ে গেল,পরে change/remove অপশনে গিয়া change এ ক্লিক করলাম কি জানি ডাউনলোড হইতেছে। প্লিজ আমাকে যদি একটু বলে দেন কি করব ভাল হবে।ধন্যবাদ……

    এভাস্ট আপডেট হচ্ছে। প্রায় ৩৫ মেগাবাইটের মত হবে। এর পরে জোরসে চলবে। কোনো চিন্তা করবেন না

অনেক সুন্দর হয়েছে টিউনটি. ধন্যবাদ…
License for Avast Till 2038
C3985991R9946A0911-3H3R5PP

ছয় ঘন্টায় ৫০ মেগাবাইট তা হলে এবার বলুন আমার নেট স্পিট কেমন।
ভালইতো লাগছে।
ধন্যবাদ আপনাকে।

    আমিও আপনার মতই ইউজার। এভাস্টের দালাল না তাই খারাপ হলে শেয়ার করতাম না। ধন্যবাদ আপনার ধৈর্য আর কমেন্টের জন্য। তবে এই কষ্টটাও করা লাগত না যদি লিনাক্স ব্যবহার করতেন।

মনে মনে ভাল একটা অ্যান্টি-ভাইরাস খুজতেছিলাম । ডাউনলোড এ দিলাম দেখি ব্যবহার করে কেমন। ধন্যবাদ টিউনের জন্য

এটাতো আমি জানি ।

ধন্যবাদ, নতুন ভার্সনের সুবিধাগুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। যদিও আমি এখনো 5.0.418 এ আছি। ভালই লাগছে, তারপরও ডাউনলোড করব।

একটা কথা বলি, যতকিছুই হোক, লিনাক্স ব্যবহার করলে সব ভাইরাসের ঝামেলা থেকে মুক্ত থাকবেন

ইসেট স্মাট সিকিউরিটি অনেক ফাস্ট কিন্তু ক্যাপারইস্কি অেনক স্লো

Level 0

ki bave amar avast ta License kori bojte parci na …….kew ki amay help korte paren