শিরোনাম শুনে অবাক লাগলো?? অবাক লাগারই কথা এই ছোট্টো softwear টি কপি করবে লুকিয়ে USB/CD/DVD থেকে। এর নাম MRT Hidden Copy ও সাইজ মাত্র ৭৮২ কেবি।এই softwear টা আপনার পিসি তে লাগানো থাকে এবং যে কোনোও USB/CD/DVD ঢোকানো থাকলে সে টা কপি হয়ে যাবে।সাধারনত MRT Hidden Copy –এর দ্বারা copy হওয়া file টা C ড্রাইভে MRT Hidden Copy বলে একটা ফোল্ডারে থাকে। এই softwear টা পিসি অন করলেই নিজে থেকেই কাজ করতে শুরু করেদিবে।ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। নীচে কয়েকটা screen Shoot দিলাম।
ইন্সটল করার পর নীচের মত আসবে।
যেগুলো আপনার পছন্দের সেগুলো সেলেক্ট করুন।যেমন আপনি যদি USB/CD/ Floppy থেকে কপি করতে চান তাহলে Monitor USB, Monitor CD ROM, Monitor FLOPPY তে ক্লিক করুন আবার যদি auto start with Windows, auto Hide At startup করতে চান তালনে auto start with Windows, auto Hide At startup তে ক্লিক করুন
তারপর এটাকে মিনিমাইজ করে দিলে টাস্কবারে চলে আসবে।
এবং কপি হওয়া ফাইল গুলো সি ড্রাইভে থাকবে।
টিউন টি ভালো লাগলে Comment দিতে ভুলবেন না। আবার দেখা হবে পরের টিউনে।
আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেকের উপকার হবে নিশ্চয়ই । ধন্যবাদ আপনাকে ।