ঈদ মোবারক। আমার তৈরি পবিত্র ঈদ উল আযহার সবচেয়ে বড় এবং পূর্ণাঙ্গ টেলিভিশন অনুষ্ঠানসূচী নিয়ে নিন এখনই! [অনুষ্ঠানের বিস্তারিত সহ]

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। একেক জনের ঈদ আয়োজন একেক রকম। কেউ হয়ত বন্ধু বান্ধবের সাথে মজা করে ঘুরে বেড়াবেন, কেউ গরু নিয়ে ব্যস্ত থাকবেন, কেউ আবার ঈদের চরম চরম অনুষ্ঠান-নাটক-টেলিফিল্ম নিয়ে বসে থাকবেন। সাথে বিজ্ঞাপন তো আছেই!!! যন্ত্রণার বিজ্ঞাপন সহ্য করে হলেও আমার ঈদ কিন্তু কাটে মশাররফ করিম, তিশা, তাহসান এবং আরও কয়েক জনের নাটক বা টেলিফিল্ম দেখিই। ঈদের মুলাকাত তো হল। আমার মত যারা ঈদের অনুষ্ঠান দেখে কাঁটাতে চান তাদের জন্যই তৈরি করলাম "ঈদ উল আযহা ২০১৪ টিভি গাইড" [Eid Ul Azha 2014 TV Guide]। তাই টিভি পাগলরা ডাউনলোড করে নিতে পারেন আমার তৈরি টিভি গাইডের পিডিএফ ফাইলটা। রেখে দিন পিসিতে অথবা পকেটের স্মার্টফোনটিতে। ঈদের সাতদিনের অনুষ্ঠানসূচি নিয়ে তৈরি গাইডটা চোখ বুলিয়ে বুলিয়ে বাছাই করুন পছন্দের অনুষ্ঠানটি আর দেখুন মজার মজার আপনার পছন্দের টিভি প্রোগ্রাম। আর কোন বিশেষণ কি লাগাতে হবে? মনে হয়না, যা বলার বলে নিয়েছি। যাদের প্রয়োজন তাঁরা জলদি নিয়ে নিন আপনার জন্য এক কপি টিভি গাইড সম্পূর্ণ ফ্রি তে!

এক নজরে এই "ঈদ উল আযহা ২০১৪ টিভি গাইড"

  • টেলিভিশনসূচী পিডিএফ ফাইল আকারে তৈরি করলাম আমি।
  • অনুষ্ঠানসূচী তথ্যসূত্র পত্রিকাসমূহ এবং সাতদিন ডট কম।
  • সকল অনুষ্ঠানের বিস্তারিত বিবরন সহ উল্লেখ
  • ঈদের দিন থেকে ঈদের পরবর্তী সপ্তম দিন পর্যন্ত অনুষ্ঠানসূচী
  • আকর্ষণীয় ডিজাইন

"ঈদ উল আযহা ২০১৪ টিভি গাইড" জিপ ফাইল ডাউনলোড লিংক

সকাল থেকে তৈরি করতে করতে দেড়ি হয়ে গেল। টিটিতে ঢুকতেই দেখি একজন টিউন করছেন টিভি গাইড নিয়ে। মনটাই গেল খারাপ হয়ে। যখন দেখলাম ওনার ফাইল ২ এমবি। তখন আরও মন খারাপ হয়ে গেল। কারণ দুঃখের বিষয় আমার তৈরি ফাইলটির সাইজ আরও বেশি। কারণ অতিরিক্ত ডিজাইন এবং বিস্তারিত দিতে গিয়ে আমি এই বেকায়দায় পড়ে গেলাম। তবুও আশা করি আপনারা ডাউনলোড করবেন।

ডাউনলোড করতে না চাইলে অনলাইনেই টেক্সট আকারে দেখে নিতে পারেন টিভি গাইডটি

যখন সবশেষে দেখলাম আমার ফাইলের সাইজ ২৭ এমবি। তখন মনে হল কেউই হয়ত আর ডাউনলোড করবেন না। যারা ডাউনলোড করতে চাচ্ছেন না তাঁরা চাইলে অনলাইনেই দেখে টেক্সট আকারে কপি করে নিতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোথাও। তাদের জন্য লিংক দিলাম।

সৌজন্যেঃ ব্লগার মারুফ

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২ এমবি হোক আর ২ কিবি হোক ওটা ঈদ উল ফিতরের অনুষ্ঠানসূচী দিয়েছে।
আপনারটা ঠিক আছে আশা করি।

    @ডাঃ রায়হানুল এহসান: ধন্যবাদ ভাই। অনেক খাটুনি করে বানালাম আর কি।

ব্লগার মারুফ : সুন্দর হয়েছে ।

Osonkho dhonnobad vai@ blogar maruf

আপনার টিভি অনুষ্ঠান সূচিটার ডিজাইনটা দারুন হয়েছে।