ব্লগ বা ওয়েবসাইটে বড় আকারের ছবিগুলোকে Compress এর মাধ্যমে ছোট করে (Resolution ঠিক রেখে) পাবলিশ্ করতে অতীব প্রয়োজনীয় ছোট্ট একটি Software,আমার মনে হয় সবার দেখা উচিত,হয়তো এতদিন এমন কোন Software-ই খুঁজছিলেন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে টেকটিউনস্ এ আমার প্রথম টিউনটি শুরু করছি।ভুলভ্রান্তির জন্য আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।ভবিষ্যতে আরো ভাল টিউন যেন করতে পারি সেজন্য সকলের শুভকামনা আশা করছি।


আমরা অনেক সময় কাজের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্রকার ইমেজ আপলোড করি।যেমন-আমাদের সবার প্রিয় টেকটিউনস্ ওয়েবসাইটে টিউন করর সময় বিভিন্নস্ক্রীনসট ইমেজ আপলোড করি বুঝানোর সুবিধার জন্য,কিন্তু অনেক সময় ইমেজগুলো এত জায়গা (KB) দখল করে যে ওয়েবপেজ লোড হতে প্রচুর সময় নেয় যা আমার মত অনেকের কাছেই বিরক্তিকর লাগে।এই সমস্যা দূর করতে পারি আমরা টিউনাররাই 'Caesium Image Compressor' নামক সফট্ওয়্যারটি ব্যবহারের মাধ্যমে।



এবার এই ছোট্ট সফট্ওয়্যারটি (মাত্র 486.5 KB) সম্পর্কে কিছু জানা যাক

এটি ইমেজ কোয়ালিটি ঠিক রেখে,ইমেজ সাইজ এবং রেজুল্যাশন ঠিক রেখে ইমেজটিকে ৯০% পর্যন্ত Compress করতে পারে যার ফলে আপনি দ্রুততার সাথে ইমেজ ফাইলটি আপলোড করতে পারবেন ওয়েবপেজ এ।

এটি JPG,PNG,BMP,GIF,WMF ফরম্যাটের ইমেজ সাপোর্ট করে।

সফটয়্যারটি ব্যবহার করাও খুব সহজ।প্রথমে সফট্ওয়্যারটি Open করে File Option এ গিয়ে Add Picture(s)-র মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি আনুন,Set Quality Option এবং Previw-র মাধ্যমে নতুন ইমেজের Quality সেট করুন।Output Directory সেট করে নিন,তারপর Compress বাটন (উপরের Icon গুলোর বাম থেকে তিন নাম্বার Icon) ক্লীক্ করুন।


বিঃদ্রঃ সফটওয়্যারটি চলার জন্য NET Frame Work 2.0 ডাউনলোড(22.68MB)আপনার পিসিতে Installed থাকতে হবে।নইলে সফট্ওয়্যারটি রান করবে না,Error Report দেখাবে।

এখান থেকে Caesium Image Compresserডাউনলোড করুন।

শেষ কথাঃ ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক।তাই Comments করলে খুশি হব।ধন্যবাদ সবাইকে।

Level New

আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ধরনের সফটওয়্যার আমার দরকার ছিল । ফলাফল পরে জানাবো।

    আমার প্রথম টিউনে প্রথম কমেন্ট আপনার,তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।আশা করি সফট্ওয়্যারটি আপনার কাজে লাগবে।কোন সমস্যা হলে জানাবেন আর সফট্ওয়্যারটি কাজে লাগল কিনা বলবেন।

    প্রথম আলো জবস বা বিডি জবস এ ফটো ২০ কিলোবাইট ও ১৫ কিলোবাইট চাওয়া হয়। আমি ফটোসপ দিয়ে ফটো রিসাইজ করতাম, এতে করে ২০ বা ১৫ কিলোবাইটে করাতে ফটোটি ভালো হত না। আপলোড করার পর ফটোটি বুঝাই যায় না। ভাবছিলাম ফটো কমপ্রেস করার জন্য কোন ভাল একটা সফট হলে অনেক উপকার হত। এই সমস্যায় ভুগান্তির মাঝেই আপনার টিউনটি নজরে পড়লো। আর ফলাফল তো ১০০ তে ১০০। সফল হয়ে দ্বিতীয় বার আবার কমেন্ট করলাম । Mahmudul Hossain ভাই আপনাকে আনলিমিটেড ধন্যবাদ।

    https://www.techtunes.io/tuner/rf/

    সফট্ওয়্যারটি আপনার কাজে লেগেছে জেনে খুব খুশি হলাম।

Level 0

স্বাগতম আপনাকে।

টেকটিউনসে স্বাগতম । খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে টিউন করছেন । আশা করি আরো টিউন পাব । ফন্ট একটু ছোট করবেন ।

    আপনার মতামতের জন্য ধন্যবাদ।ফন্টটি ছোট করে দিচ্ছি।

“না দেখলে নিশ্চিত মিস্ করবেন”
আমার মতে এই ধরনের শিরোনাম কেও পছন্দ করে না।
টেকটিউনসে স্বাগতম ।

    সফট্ওয়্যারটি সবার জন্য প্রয়োজনীয়,তাই সবার টিউনটি দেখা উচিত তা ভেবেই আমি এমন শিরোনাম দিয়েছি।তবুও কথাটি আপনাদের দৃষ্টিকটু লেগেছে শুনে আমি পরবর্তীতে এ ধরনের কথা এড়িয়ে চলার চেষ্টা করব।আপনাদের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

    ভাইরে না দেখলে তো মিস করবেন। কথাটা তো অতি সত্যি কথা। এখানে সমস্যা কি।

    শিরোনামটি বদলে দিলাম।তবে আমার কথাটি কিন্তু আসলেই সত্য।

@ Mahmudul Hossain >>>
প্রয়োজনীয় জিনিস, ধন্যবাদ…

~ !

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাকে , আমরা ভাল একজন টিউনার পেতে যাচ্ছি ।

    কমল ভাই আমার মত নতুন টিউনারকে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার চেষ্টা থাকবে আপনাদের সবসময় Exclusive টিউন উপহার দেয়ার।ভাল থকবেন।

Level 0

টেকটিউনস পরিবারে স্বাগতম 🙂 খুব Colourful এবং সুন্দর টিউন করেছেন,অসংখ্য ধন্যবাদ 😀

    আমার টিউনটি আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভাল লাগছে।আরো সুন্দর সুন্দর টিউন উপহার দেয়ার চেষ্টা করব।অনেক অনেক ধন্যবাদ।

টেকটিউন্সে আপনাকে স্বাগতম,ভাল টিউন করেছেন চালিয়ে যান,শুভকামনা রইল আপনার প্রতি।

    অসংখ্য ধন্যবাদ।দোয়া রাখবেন।

Level 0

Software টি ডাউনলোডে দিলাম …………। আপনাকে সাগতম্‌

    ধন্যবাদ আপনাকে।Softwareটি কাজে লাগুক আপনার।

ডাউনলোড করে দেখলাম , অনেক ভাল জিনিস , অনেক কাজে আসবে ।
আরেকটা জিনিস , লেখার ফন্টগুলো একটু ছোট রাইখেন ।

    ভাই,আপনার Comment এর জন্য Many Many thanks.ভাল লেগেছে শুনে আনন্দিত হলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    ভাই ফিরোজ আপনাকেও ধন্যবাদ।ভাল থাকুন।

এক কথায় ফাটাফাটি।

    আরো ফাটাফাটি Software উপহার দিতে চেষ্টা করব।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাউরে বাউ,

বেশি কম্প্রেস করতে গেলে ইমেজ এর কোয়ালিটি টোটালি পুয়র হয়ে যায়, সেটা দেখছেন ?

আর অল্প কম্প্রেস কইরা কাম নাইক্যা

    আমার মনে হয় পুরো টিউনটি পড়েন নি।নিয়মমত Compress করুন। কোয়ালিটি ভাল পাবেন।

    ভাইজান আমি পোষ্ট পুরা না পড়ে কমেন্ট করি না এইটা মনে হয় আপনে জানেন নাহ ?

    যাউক গা আমি শুধু পোষ্ট পড়ে নাই এমনকি প্র্যাকটিক্যাল করার পরেই কমেন্ট করেছিলাম ,