world cup এর নয়টা গান

বিশ্বকাপ চলে গেল। আমাদের সবার প্রিয় দল দু'টি সেমি ফাইলনাল পর্যন্ত যেতে পারলো না। তো যাক সে দুঃখের কথা।
বিশ্বকাপকে নিয়ে অনেক গান তৈরি হয়।  তার মধ্যে থেকে আমি আপনাদের সেরা নয়টা গানেরে ডাউলোড লিং দিব।

1. K'Naan - "Wavin' Flag"

2. Shakira - "Waka Waka (This Time for Africa)"

3. Dizzee Rascal and James "Shout For England"

4. Weezer - "Represent"

5. R. Kelly - "Sign Of a Victory"

6. The Squad - "3 Lions 2010"

7. Kelly Rowland featuring Rhythm of Africa United - "Everywhere You Go"

8. Akon featuring Keri Hilson - "Oh Africa"

9. Pitbull, TKZee and Dario G - "Game On"

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good collection.amar kaje lagbe

Thanks dilam na. Because techtunes a ai tune bemanan and rules violence kore.

আগে তো শুধু শিবলীকে নিজের ব্লগেই দেখা যেত, যাক শিবলীকে তাহলে টেকটিউন্সেও দেখা যাবে, ভাবতে ভালই লাগে।

    স্বাধীন ভাই, আলমাস ভাই গেছে তো তাই আমি আইছি।
    সোহেল ভই, ধন্যবাদ

ভাই আপ্নেরা কি বাংলা লিখতে পারেন না, না পারলে ইংলিসে লিখেন কেন,

    সহমত। তবে আপনার মত কড়া করে নয়।

বিশ্বকাপ চইলা গেছে,গান শুইনা মজা নাই।

    ক্যান ভাই গানের সাথে বিশ্বকাপের কি সম্পর্ক? সব গুলা গানই ভালো।

আলমাস আসবে, অপেক্ষা কর। কি ছবি লাগাইলা ? সাদাকালো কেন ? রজ্ঞিন আর ঠিক মত করে লাগাও একটু দেখি।

    আমার ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। নবম শ্রেণীর ছাত্র হিসেবে কিন্তুব বয়স একটু বেশী লাগছে। এটা আমি করেছি। আপনারা যদি বচ্চা ছেলে হিসেবে পাত্তা না দেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনন্যা বিশ্বকাপের গুলো থাকলে শেয়ার করবেন কিন্তু 😉

    ক্রিকেট আর ফুটবলের ১০০ গান নিয়ে একটা লেখা সাজাচ্ছি।

Level 0

আগে কিছু সংগ্রহে ছিল, বাকী গুলো এখান ঠেকা করব। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

শিবলি ভাই তুমি তো দারুন চালাক।ছবিতে বয়স বাড়িয়ে দিয়েছ।

    দেখতে হবে তো আমার নাম “মোহাম্মদ নূর এলাহী আলী শিবলী”

ডাউনলোড করেছিলাম কিন্তু আজো শোনা হয়নাই

    ও, গান শুনতে ভালো লাগে না?