আপডেটে শুধু বাচ্ছাদের দুটো নতুন লিং যোগ করা হল, আর Retail pro সফটা সম্পর্কে আরো ধরনার জন্য TOPICS গুলো যোগ করা হল। Retail pro নিয়ে রোজার প্রথম দিকেই লিখব,
কেমন আছেন সবাই? আমার আজকে এই টিউন হচ্ছে মুলত ছোট মনিদের জন্য। এই সফটা প্লে গ্রুপের বাচ্ছাদের ছড়ার বইয়ের মত। যাদের ঘরে ছোট বাচ্ছা আছে তারা ডাউনলোড করে বাচ্ছাদেরকে দিয়ে দেখুন অনেক খুশি হবে, মজাও পাবে। এই সফটা ডাউনলোড করে ডাবল ক্লিক করলে নিচের মত খুলবে।
তার পর যেকোন একটি লেখার উপরে ক্লিক করলে ছন্দে ছন্দে ছড়া পড়ার শুরু করবে। উপরের next এ ক্লিক করলে পর্যায় ক্রমে একটা একটা করে ছড়া পড়ে যাবে। দেখুনা বাচ্ছা দেরকে ছন্দে ছন্দে ছড়া পড়ানো যায় কিনা।
আমি খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে লিখব লিখব করেও লেখা হয়ে উঠেনাই। তবে সামনে রোজার মাসে কিছু সময় পাব, সেই সময় টুকু কাজে লাগিয়ে লিখবো ভাবছি। লিখব একটি আমরিকান বিশ্ব মানের বিজনেস্ সফট নিয়ে, যে সফটের কাজ শিখতে (অনলাইনে) সর্ব সাকুলে খরচ হবে ২০০০ দুই হাজার ডলারে উপরে (আর ক্লাস রোম ?)। আরো জরুরী হল, কাজটা জানা থাকলে, আর একটি চাকুরী জুটানো গেলে মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা থেকে ২০০,০০০ টাকা। এই ব্যাপারে সম্পূর্ন একটা টিউন করবো, তার আগে এই সাইটি গুলো ঘুরে আসুন। সাইট গুলো তাদের অফিশিয়াল সাইট। সফটির নাম Retail Pro, আর একটি কথা বলে রাখি, এই Retail Pro টেইনাররা মাসিক বেতন নেয় ২০০,০০০ (দুই লক্ষ্য) টাকার সমমানের চেয়েও বেশী।
Retail Pro 8 Application Specialist (RPAS)
OVERVIEW: The Application Specialist course delves in detail into the major functional areas of Retail Pro 8-Series. You will learn how to set up the system to accomplish more advanced tasks, and also will be introduced to additional, more advanced Retail Pro functionality. You should come out of this course knowing where to begin to analyze, configure, and support, and troubleshoot Retail Pro 8-Series in a retail environment. Time to Complete: 40 hours
NOTE: this is a training course. Successful completion of this training course will entitle you to a certificate-of-completion. This course may also be used to help you prepare for a given certification exam. For more information about available Retail Pro certifications, please visit the certifications section of this website.
TRAINING/CERTIFICATION METHOD:
Online:
Cost: 6 Training Credits
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
টেকটিউন্সে কি কেউ সোনামনি আছেন? জলদি আহেন, নুরজাহান আপি আপনাগো লাইগা পাঠাশালা লইয়া আইছে। ধ্যন্যবাদ নুরজাহান আপু। 🙂 একটি কথা আপনার টিউনের ট্যাগ এলামেলো, ঠিক করে দিন, রিলেটেড টিউন্স দেখাচ্ছেনা।