কেমন আছেন সবাই ?আশা করছি ভালোই আছেন। আমি আজকে যে সফ্টওয়ারটি নিয়ে টিউন করতে যাচ্ছি সেটি নিয়ে এর আগেও টিউন হয়েছে।কিন্ত সেটি ছিল ট্রায়াল ভার্শন।আর এই ট্রায়াল ভার্শনকে কিভাবে আনলিমিটেড ব্যাবহার করা যায় সেটি নিয়েই আমার এই টিউন।
প্রথমেই সফ্টওয়ারটি নিয়ে কিছু কথা।
Hide My IP(হাইড মাই আইপি)
Screen shot:
এটি দারুন একটি কাজের সফ্টওয়ার।যারা RAPIDSHARE থেকে এখনও Unlimited ডাউনলোড করতে পারেন না তাদের জন্যই এই সফ্টওয়ারটি।
এটির মাধ্যমে আমি এখন RAPIDSHARE থেকে Unlimited ডাউনলোড করছি। সত্যিই এটি ভালো কাজ করে।
ঝামেলাও কম। শুধু সফ্টওয়ারটি ইন্ষ্টল করুন তারপর Advanced Settings এর পাশে Hide My IP লেখা বাটনে ক্লিক করুন।ব্যাস কাজ শেষ।
উপরে তাকিয়ে দেখুন আপনার IP change হয়ে গেছে। এরপর থেকে প্রত্যেকবার ডাউনলোডের আগে আপনার নতুন IP এর পাশে সবুজ রং এর Refresh বাটনে ক্লিক করে আপনার IP change করে নিন আর উপভোগ করুন Unlimited ডাউনলোড।
সফ্টওয়ারটি নীচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
এবার আসি কাজের কথায়।আসলে কাজের কথা খুব অল্প তাই এত প্যাচাল পারতেছি।
যাহোক উপরের সফ্টওয়ারটি ডাউনলোড করে ইনষ্টল করলে আপনি ১৪ দিনের মেয়াদ পাবেন।আর্থাৎ এই ১৪ দিন আপনার কোনো ঝামেলা নেই। ১৪ দিন পর তাহলে কি করবেন?
হ্যা উপায় আছে। এখন এই লিংক থেকে টাইম রিসেটার ডাউনলোড করে নিন।ছোট মাত্র ৮৫ কিলোবাইট।
এখন ফাইলটি খুললেই দেখবেন সেখানে রিসেট টাইম বাটন আছে।এই বাটনে ক্লিক করুন।আপনার কাজ শেষ।আবার ১৪ দিনের মেয়াদ পাবেন।
আশা করি ভালো লেগেছে।আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আমি গৌতম৩৫৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Fantastic.জবরদোস্ত টিউন করেছেন ভাই।