আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে একটা SEO কীওয়ার্ড এর কম্পিটিশন বের করা যায়। প্রথমে আপনাকে SEO Keyword Research [SKR] সফটওয়্যার টির সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে। তারপর নিচের ছবির মত ওপেন করতে হবে।
তারপর Free Version এ ক্লিক করতে হবে।
এখন সফটওয়্যার টি প্রস্তত। এখন আপনি একটি কীওয়ার্ড নির্বাচন করুন। ধরুন আপনার নির্বাচিত কীওয়ার্ড হল Seo keyword research tools এখন নিচের ছবির মত কীওয়ার্ড টি বসিয়ে Deep Search এ ক্লিক করুন। একটু সময় অপেক্ষা করুন। সফটওয়্যার টির কাজ শেষ হলে আপনাকে নিচের ছবির মত মেসেজ বক্স এর মাধ্যমে জানাবে।
সম্পূর্ণ কাজ শেষ হলে আপনি নিচের ছবির মত SEO কীওয়ার্ড কম্পিটিশন এর একটা রিপোর্ট পাবেন। এভাবে আপনি খুব অল্প সময়ে SEO কীওয়ার্ড কম্পিটিশন বের করতে পারবেন।
সতর্কতা ঃ আপনাকে অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরার এর আপডেট ভার্সন ব্যবহার করতে হবে। আপডেট ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিন।
আমি তাকি ইলিয়াস। Software Engineer, Brain Station 23, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।