*মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করুন*

আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে খুব সহজেই Windows Bootable USB তৈরি করা যায়।
 আমাদের অনেকেই আছেন যারা USB দিয়ে Windows Setup করি। এছাড়া অনেকের পিসির বা ল্যাপ্টপের DVD Rom নষ্ট হয়ে যায়, যার কারনে বাধ্য হয়ে USB-এর মাধ্যমে Windows দিতে হয়।
এখানে আবার এই USB-কে প্রথমে Bootable করতে হয়। আর তাই আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হ্য,আবার যারা নতুন পিসি User তাদের তো পড়তে হ্যমহা বিপদে।
তাহলে দেখে নিন, কিভাবে মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করা যায়ঃ 
এর জন্য আপনাকে Windows USB tool টি ডাউন লোড করে নিতে হবে
Tool-টি ডাউনলোড করে ইন্সটল করে নিন,
 এরপর Tool-টি Open করুন-

এবার Browse-এ ক্লিক করে আপনার Windows ISO ফাইলটি দেখিয়ে দিন।

এরপর ISO ফাইল টিতে ক্লিক করে Open-এ ক্লিক করুন।

এইবার USB Device-এ ক্লিক করে আপনার Device টি দেখিয়ে দিন।

শেষবারের মত Begin Copying বাটন-এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এইবার Bootable USB তৈরি হইয়া পযন্ত অপেক্ষা করুন। Bootable USB তৈরি হয়ে গেলে Success লেখা দেখাবে।
কি? খুব সহজ তাই না। পেয়ে গেলেন তো Windows Bootable USB
বিঃদ্র্যঃ এক্ষেত্রে আপনার ISO ফাইলটি অবশ্যই Bootable ISO হতে হবে। আর এই নিয়মে আপনি Windows XP/7/8/8.1 এর Bootable USB এবং DVD ও তৈরি করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

সৈজন্যঃ প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকিস্পট

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । বস শেয়ার করার জন্য

আচ্ছা,সরাসরি ডিভিডি থেকে কিভাবে বুটেবল পেনড্রাইভ রেডি করব বলবেন কি?
অথবা windows dvd ফাইলগুলাকে কিভাবে iso তে রুপান্তর করব একটু বলবেন কি প্লিজ।।

    @জিয়া উদ্দিন আহমাদ: এক্ষেত্রে আপনি প্রথমে আপনার পেন্ড্রাইভকে NTFS-এ Formet করুন। তারপর ডিভিডির সব ফাইলগুলো Pendrive-এ পেস্ট করেন।
    তাহ্লেই হয়ে যাবে বুটেবল পেনড্রাইভ

      রিয়াদ ফারভি ভাইয়া। জিয়া উদ্দিন আহমাদ ভাই কিন্তু জানতে চেয়েছে উইন্ডোজ ফাইল গুলোকে ISO ফাইলে রুপান্তর করবে কিভাবে???

    @জিয়া উদ্দিন আহমাদ ভাইঃ power iso সফটওয়্যার দিয়ে iso ফাইল বানাতে পারবেন। ওইটা google এ সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন।

ধন্যবাদ ভাই।,

Level 0

Windows ISO file ta Kothay Pabo…????

ভাই হাইলি কপ্রেসড জানালা ৮ এর লেটেস্ট আপডেট ডাউনলোড লিংক দিতে পারবেন?

ভাই আমার dvd rom নষ্ট, আমি windos দিতে পারছি না। একটা পুর্ন পোষ্ট দরকার কি ভাবে পেনড্রাইভ দিয়ে windos দিব।

    @শাহিনুর আলম:তাহলে আপনার জন্য এই পোস্ট। আর এই নিয়ম যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে আরও ১টা সহজ পদ্ধতি আছে।
    খুব তারাতারিই সেই নিয়ম টাও পোস্ট করা হবে আমার ব্লগে।

Iso file kibabe banabo?

Iso File Bananor Jonno http://www.winiso.com/support/tutorials/make-iso.html ai link ta dekhte paren. asa kori kaj hobe… Tobe amar akta question ace ta holo..Pendrive bootable korar pore Boot device a gie 1st Boot device removal/USB dite hoy jantam.but amar pc te Boot device a 4 ta Option Show kore : (1) CD/DVD (2) hard Disk (3) Floopy Drive (4) Ethernet… Ami tahole 1st Boot device Konta dibo…Amar Intel Motherbord Dual Core Processor .Keu aktu help korben Pls…This is my First Comment in techtunes…Thanks All…

Level 2

// Run these commands to make your pendrive bootable without any software// No need .iso file // Only you need dvd or copied files from dvd.

Open command prompt and run these commands step by step.

c:\> diskpart
c:\> list disk
c:\> Select Disk x (x is your pendrive number)
c:\> Clean
c:\> Create Partition Primary
c:\> Select Partition 1
c:\> Active
c:\> Format FS=NTFS quick
c:\> Assign
c:\> Exit
c:\> CD “D:\Windows7” (Copied os from DVD)
c:\> CD Boot
c:\> Bootsect.exe /nt60 X: (x is your pendrive letter)

Copy all contents from folder/dvd to pendrive.

Harun24hr vai kothay run korbo kivabe aktu explain korle valo hoto

hayder vai apni harun vai ar post dekhe kisu bujben na…tar cheye apni post tai follow koren…

Windows USB tool file ta download kore parsina plzs direct link thakle den….