ছোট মনিদের জন্য ছন্দে ছন্দে ছড়া পড়া ( প্লে গ্রুপের জন্য ) সাথে থাকছে খুবই গুরুত্ব পূর্ণ এইটি বিষয়

Nurjahantop1wnl

কেমন আছেন সবাই? আসা ও বিশ্বাস সবাই ভাল। আমার আজকে এই টিউন হচ্ছে মুলত ছোট মনিদের জন্য। এই সফটা প্লে গ্রুপের বাচ্ছাদের ছড়ার বইয়ের মত। যাদের ঘরে ছোট বাচ্ছা আছে তারা ডাউনলোড করে বাচ্ছাদেরকে দিয়ে দেখুন অনেক খুশি হবে, মজাও পাবে। এই সফটা ডাউনলোড করে ডাবল ক্লিক করলে নিচের মত খুলবে।

t1

তার পর যেকোন একটি লেখার উপরে ক্লিক করলে ছন্দে ছন্দে ছড়া পড়ার শুরু করবে। উপরের next  এ ক্লিক করলে পর্যায় ক্রমে একটা একটা করে ছড়া পড়ে যাবে। দেখুনা বাচ্ছা দেরকে ছন্দে ছন্দে ছড়া পড়ানো যায় কিনা।

t2

Download2

Download

খুবই গুরুত্ব পূর্ণ  বিষয় লক্ষ্য করুন

আমি খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে লিখব লিখব করেও লেখা হয়ে উঠেনাই। তবে সামনে রোজার মাসে কিছু সময় পাব, সেই সময় টুকু কাজে লাগিয়ে লিখবো ভাবছি। লিখব একটি আমরিকান বিশ্ব মানের বিজনেস্ সফট নিয়ে, যে সফটের কাজ শিখতে (অনলাইনে) সর্ব সাকুলে খরচ হবে ২০০০ দুই হাজার ডলারে উপরে (আর ক্লাস রোম ?)। আরো জরুরী হল, কাজটা জানা থাকলে, আর একটি চাকুরী জুটানো গেলে মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা থেকে ২০০,০০০ টাকা। এই ব্যাপারে সম্পূর্ন একটা টিউন করবো, তার আগে এই সাইটি গুলো ঘুরে আসুন। সাইট গুলো তাদের অফিশিয়াল সাইট। সফটির নাম Retail Pro, আর একটি কথা বলে রাখি, এই Retail Pro টেইনাররা মাসিক বেতন নেয় ২০০,০০০ (দুই লক্ষ্য) টাকার সমমানের চেয়েও বেশী।

তাদের অফিশিয়াল সাইট লিঙ্ক ১

তাদের অফিশিয়াল সাইট লিঙ্ক ২

আগ্রহিরা আওয়াজ দিবেন।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাচছাদের জন্য খুবেই কাজে লাগবে।যে সফটের কাজ শিখতে (অনলাইনে) সর্ব সাকুলে খরচ হবে ২০০০ দুই হাজার ডলারে উপরে।শিখার জন্য আগ্রহি ।কি ভাবে শিখবো।

    Level 0

    আগ্রহি জেনে খুশী হলাম, চোখ রাখুন সহসায় একটি টিউন করবো, তার পরে শিখার পালা। ধন্যবাদ আপনাকে।

টেংকু

ধন্যবাদ নূরজাহান আপু । সামনের টিউনের অপেক্ষায়………….।

    Level 0

    করবো, দোয়া রাখবেন, ধন্যবাদ আপনাকে।

সুন্দর একটি টিউন করার জন্য ধন্যবাদ নূরজাহান…আমরিকান বিশ্ব মানের বিজনেস্ সফটওয়্যার টার কাজ শিখার খুব ইচ্ছে…ঝটপট এটার উপর একটা টিউন করুন সেই অপেক্ষায় রইলাম…ভালো থাকুন

    Level 0

    ভাইজান একটু অপেক্ষা করুন প্লিজ আর দোয়া রাখবেন। ধন্যবাদ আপনাকে।

হুম দুয়া করি যেন মহান আল্লাহ সুবহানআল্লাহ তালা যেন সেই পর্যন্ত আপনাকে সুস্থ রাখেন এই সুন্দর টিউন টি করার জন্য আমিন…আপনিও ভালো থাকুন …আল্লাহ হাফেয।

অপেক্ষা যে মৃত্যুর চেয়ে কঠিন ।

    Level 0

    ভাইজান আমি বলেছি যে, রোজার মাসে আমার কিছু সময় হবে তবে তার আগে বিস্তারিত একটি টিউন করবো। ধন্যবাদ আপনাকে।

Level 0

নুরজাহান আপু ,ধন্যবাদ শেয়ার করার জন্য , দিনে দিনে টিউনের মান ভাল হচ্ছে ।

    Level 0

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    নুরজাহান আপু , মন্তব্য সাড়া দেয়ার জন্য ধন্যবাদ , কিন্তু টিউনের ইমেজের জায়গায়, আপনের ছবির বদলে, টিউনের ছবি দিলে ,টিউনের মান টা আর ভাল হত ??? স্যরি নুরজাহান আপু কিছু সনে করেন না,,,,,,,!!!!!!!!!!

    Level 0

    Thanks a lot

    দুরভাগ্য আমার ছোট ভাই class 4 এ । তবু ও রেখে দিলাম কাজ এ আছতে পারে। ধন্যবাদ শেয়ার করার জন্য

ছোট মনিদের জন্য সফটটা ডাউনলোড করব আমার বাচ্চাদের কাজে লাগবে,সুন্দর টিউন আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য.

    Level 0

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে আরো আছে, লাগলে জানাবেন। আর মাঝে আপনাকে পাওয়া যায়নাই কেন?

    আমার আরো লাগবে তবে আমি এখন নিজের জায়গা থেকে অনেক দুরে আছি পরে আপনাকে জানাবো,
    এতদিন বেস্ত ছিলাম কাজে এখনো অবস্য আছি অন্যের পিসি থেকে সামান্য সামান্য নেট বাবহার করছি তাও শুধু টেকটিউনসে আসি অন্য কোথাও ভিজিট করার সুযোগ পাইনা.

ছোট গুড়া গারাদের জন্য এ টিউনটা ভালা লাগব। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ, আসলেই এটা প্লে গ্রুপের বাচ্ছাদে জন্য।

নুরজাহান আপু ধন্যবাদ শেয়ার করার জন্য। এগিয়ে জান আপু

    Level 0

    ধন্যবাদ আপনাকে।

চালিয়ে যান……………… সীমাহীন………

    Level 0

    আরে রুহুল ভাই, ধন্যবাদ আপনাকে।

বাচ্ছাদের জন্য আর ও টিউন চাই।

    Level 0

    ধরেন দিলাম, ধন্যবাদ।

ধন্যবাদ, সুন্দর এই টিউন টির জন্য। ছোট্টমনিদের জন্য যদি আরো কোন সফ্ট আপনার সংগ্রহে থাকে আশা করি এগুলো নিয়ে টিউন করবেন ।

    Level 0

    আজ কাল একটি হবে, ধন্যবাদ।

নুরজাহান আপু আপনাকে ধন্যবাদ

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ।

এখনও মনে পড়ে ভাইয়া আমাকে ছড়া গুলো পড়াতেন…….তবে ছড়া পড়ার প্রতি আমার যতটা না টান ছিলো তার চেয়েও আমাকে বেশি টানতো বইয়ের ছড়ার সঙ্গে আকাঁ চমৎকার রঙিন চিত্রগুলো……..
আর হ্যাঁ আপনি যদি সহযোগিতা করেন তবে মনে হচ্ছে আমার কোটিপতি হতে আর বেশি দিন বাকী নেই…………..!!!!!!!!!!!
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে……………ভাল থাকবেন সবসময়।

    Level 0

    ধন্যবাদ আপনাকে মন্তব্য র জন্য।

আমাদের বাসায় আছে তবে কেউ আমার পিসির সামনে আসবে না

    Level 0

    আপনাকে কি খুব ভয় পায়?

নুরজাহান আপু ,ধন্যবাদ শেয়ার করার জন্য , আমি টেকটিউনস নতুন, আপনাকে আবারো ধন্যবাদ।

    Level 0

    আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ।

Level 0

নুরজাহান আপু,আপনােক আেনক ধন্যবাদ েছাট মিন েদর সফট এর জন্য

    Level 0

    দঃিখত েছাট েদর সফট এর জন্য

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ.. ।

Level 0

নুরজাহান আপু ,ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ আপনাকেও।

বাসায়তো কোন বিচ্ছু নাই, উপরের তলায় এক বিচ্ছু ছিল, প্লেতে পড়ে, আল্লাহ বাচাইছে ঐ বিচ্ছু গেছে। কিন্তু নিচতলায় আরও ২ বিচ্ছু আসছে। ঐগুলার সাথে কথা বলাই দায় ! নীচতলার বিচ্ছু থাইকা শিক্ষা নিছি যে উপরের তলার বিচ্ছু থেকে ওরা আরও শক্তিশালী। বাসার মালিকদের উচিত শান্তশিষ্ট বাচ্চা দেইখা ভাড়া দেয়া।
ও আচ্ছা এই সব বিচ্ছু গুলা কিন্তু মেয়ে !

    Level 0

    স্বাধীন ভাই তার পর ??????

    তারপর জানতে চান ?
    একটু আগে প্যাচবুকে চ্যাট করতেছিলাম, কে জানি কলিংবিল টিপ দিল, গুরুত্মপূর্ণ ভাবে ফায়ারফক্স বন্ধ করে গেইটে গেলাম দেখি কেও নাই !
    আমি নিশ্চিত এগুলা বিচ্ছুগুলার কাজ !

    Level 0

    ভাইজান, 🙂 🙂 🙂 এদের মাধ্যমে অন্য কেউ আপনার দূষ্টি আকর্শন করার চেষ্টা করছে নাতো ?????????????

আপনার বিজনেস সফটোয়ার শিখার অপেক্ষায় রইলাম।