নিজেই তৈরি করুন ভিডিও টিউটোরিয়াল

কম্পিউটারের ডেস্কটপের Screen Short নেওয়ার বা Screen Video করার একটি জনপ্রিয় সফটওয়্যার হল FastStone Capture । আমাদের অনেক সময় ডেস্কটপের Screen Short নেওয়ার বা Screen Video করার  প্রয়োজন হয় কিন্তু সঠিক সফটওয়্যার না পাওয়ার কারনে কাজটি করতে পারিনা, FastStone Capture Software টি ব্যবহার করে আমরা এই কাজ গুলা খুব সহজে করতে পারি ।

সফটওয়্যারটি ব্যবহারের নিয়ম ঃ

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন তারপর আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইন্সটল করুন, এখন দেখেন ডেস্কটপের উপরে একটি সর্টকাট তৈরি হয়েছে সর্টকাট টিতে ডাবল ক্লিক করুন দেখবেন FastStone Capture নামক একটি বার আসবে সেখান থেকে Screen Recorder নামক বাটনটিতে ক্লিক করুন এরপর Screen Video করার জন্য আপনার প্রয়োজন মত যে কোন একটি অপশন সিলেক্ট করে  Record বাটনে ক্লিক করুন এরপর দেখুন Start নামক একটি বাটন আসছে । এখন  Start বাটনে ক্লিক করার সাথে সাথে Screen Video শুরু হয়ে যাবে । Record শেষ হয়ে গেলে Save বাটনে ক্লিক করে ভিডিওটি Save  করে নিন। ধন্যবাদ সবাইকে ।

সময় পেলে ঘুরে আসুন আমার  Blog  থেকে , আল্লাহ হাফেজ ।

Level 0

আমি কাবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download link টা কি ঠিক আছে?

Download link টা কাজ করে না।

হা ঠিক আছে

link ঠিক নাই।

এখন লিঙ্কটা ঠিক আছে সবাই ডাউনলোড করতে পারেন সফটওয়্যারটি ।