সম্প্রতি যারা UBUNTU লোড করেও WINDOWS Xp কে ভুলতে পারোনি তাদের জন্য

UBUNTU 10.04  download করছো বা  cd order করে  disk পেয়ে  install করে দেখছো Look যেন কি রকম , আসলে আমাদের দোষ হচ্ছে নতুন কে না জেনে পুরনো কে নিয়ে আঁকড়ে থাকতে চাই, যা খুবই বাজে স্বভাব ,

Wine এর সহয়োগে .exe ফাইলকে Run করালেও কিছু যেন একটা  ..........
যাই হোক আমি একটা Theme এর  address দিচ্ছি এখান থেকে Download করে লোড করলে উবুন্টুর থিমটা একেবারে Windows Xp মতন Look হয়ে যাবে।

1.    Download করার জন্য এখানে ক্লিক করুন ,
2.  Download  সম্পূর্ন হলে  আর্কাইড ম্যানেজারের সহযোগে খুলে File কে Extract করুন
3.  এবার Extract মধ্যে থাকা "InstallXpGnome.sh" এর উপর ডবল ক্লিক করুন
4. Terminal সহযোগে রান করুন আর দেখুন Ubuntu them টা Xp মতন হয়ে গেছে।

কেউ কারও মতন হতে পারে না সকলেই নিজের মতন, কৃত্তিমতা বেশী দিন থাকে না।

জানি না এই নিয়ে আগে টিউন হয়েছে কিনা, হলে বলবেন মুছে দিব।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টুর সিডির জন্য রেজিষ্ট্রেসন করেছিলাম কিন্তু ৬ মাসের বেশী হল এখনও পাইনি। একজনার কাজ থেকে কপি করে নিয়ে ব্যবহার করেছি। উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ ৭ ব্যবহার করার পর উবুন্টু ব্যবহার করতে আসলে খুব মজা লাগছে। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) প্রকল্পাধিন ৬৪ জেলায় কম্পিউটার দিয়েছে। তাতে উইন্ডোজ ৭ এর পাশাপাশি উবুন্টু ব্যবহার আকর্ষন করা জটিল।

    ভাই আমার সাথে ও একই ঘটনা ঘটেছে তাই বলে তো নিরাস হলে হবে না , আর উইন্ডোজ ৭ এর পাশাপাশি উবুন্টু ব্যবহার আকর্ষন করা জটিল বলে আপনার কেন মনে হচ্ছে।

বন্টু ভাইয়ের একটাই সমস্যা নেট ছাড়া কাম করা মুশকিল মানে বুঝলেন ?

সকল সফট নেট থেকেই নিতে হয়,,,,,,, ঠিক সকল না , যেগুলা লাগে , আর ওয়াইন তো সব অপেন করতে পারে না এটা কি জানেন, তার পরো ভাল লাগে কারন অপেনসোর্স এর , নিজের মত করা যায়, তবে কয়জন নিজের মত করতে পারে সেটাও ভাবা দরকার

Level 0

সাইফুলাহ ভাই, সহমত, ধন্যবাদ,,,,,,,,।

Level 0

যাক এভাবেই ২০১৩ সালের আগ পর্যন্ত আমরা যদি উবুন্টুর প্রতি সকলের আকর্ষন করাতে পারি তাহলে হয়তো ১৩ তে হঠাত করেই কাউকে বিপাকে পড়তে হবেনা
ধন্যবাদ

http://luckyfm.cz.cc
সবাইকে আমন্ত্রন

    ১০০% একমত।

    বর্তমানে উবুন্টুর চাহিদা যে ভাবে বেড়েছে তাতে আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে।

    Level 0

    ধন্যবাদ পাভেল এবং সাইফুল্লাহ ভাইকে
    আসুন একসাথে গন জাগরন সৃষ্ঠি করি

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই windows এবং ubuntu একসাথে চালানো জায় কি?
যদি চালানো জায়, তো কিভাবে?