কেমন আছেন সবাই ?
ভাল থাকেন এই কামনা করি । আমি আজ আপনাদের একটি ISO file image করার একটি সফটওয়্যার দিব সিরিয়াল কি সহ । আপনি আপনার অনেক মূল্যবান সিডি ডিভিডি কে ইমেজ করে রাখতে পারবেন। যা আপনার জরুরি প্রয়োজনে আপনি এই ISO file image টি আবার একটি খালি সিডি তে রাইট করে নিতে পারবেন। এমন কি আপনার ISO file image টি মাউন্ট করে ও কম্পিউটার ড্রাইভ এ রেখে কাজ করতে পারবেন। আপনার সিডি ড্রাইভ না থাকলে ও চলবে। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তারপর ইমেজ করার জন্য নিচের চিত্র দেখে কাজ করুন।
তারপর MAKE বাটন আ ক্লিক করুন । তারপর দেখবেন আপনার আই এস ও ফাইল টি কপি হচ্ছে । আপনার আই এস ও ফাইল টি হয়ে যাবার পর আপনি ইচ্ছে করলে সেটা আপনার কম্পিউটার থেকে সিডি ড্রাইভ না থাকলে ও সিডি ড্রাইভ এঁর মত কাজ করাতে পারবেন সেই আই এস ও ফাইল টি । নিচের ছবি টি দেখুন।
Virtual cd/dvd এর নিচে ইমেজ ফাইল থেকে আপনার আই এস ও ফাইল টি ক্লিক করে বের করুন আর mount button এ ক্লিক করুন। তারপর সিডি ড্রাইভ বা যে কোন ড্রাইভ এর নিচে দেখবেন আপনার আই এস ও ফাইল টি শো করছে ।
ভাল থাকবেন আর অপেক্ষা করুন পরবর্তী টিউনের জন্য।
ভাল লাগলে আমার সাইট টি ঘুরে আসতে পারেন ক্লিক করুন এখানে
আমি আইটি সল্যুইশন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good job
Bootable ISO(windows XP, 7 etc) kibhabe banabo ???