বাংলালিংকের “জাগরনের গান” এ্যালবামের ৭১টি গান বিনামূল্যে সংগ্রহ করুন(মিডিয়াফায়ার লিংকে)

এটি আমার ২য় টিউন। পড়াশোনার ব্যস্ততার কারনে আসলে কম্পিউটারের সামনেই বসা হয় না।
কিছুদিন আগে বাংলালিংক “জাগরনের গান” নামে ৬টি সিডিতে ৭১টি গান বের করেছিল। আমি নেটে খুজতে খুজতে অবশেষে ৭১ টি গানই পেয়ে গেলাম একসাথে। গান গুলো মিডিয়াফায়ার লিংকে ঝামেলা ছাড়াই নামাতে পারবেন।
প্রতিটি গানের লিংক নামসহ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ফলে আপনারা শুধু যে গানটি পছন্দের সেই গানটিঁ নামাতে পারবেন। এছাড়াও আপনারা ইচ্ছে করলে সিডি অনুসারে পর্যায়ক্রমে ৬টি সিডির ৭১টি গানই নামাতে পারবেন।
জাগরনের গান
টিউনটি কারো ভালো লাগুক আর নাই লাগুক যাদের দেশের গানের প্রতি টান আছে অথচ গানগুলি সংগ্রহে ছিল না তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে বড় একটি পাওয়া।

ডাউনলোড করুন:-
http://www.bdmusiczone.com/2010/06/jagoroner-gaan-album-download.html

সবাইকে শুভেচ্ছা।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই তো হল । সব গান একসাথে। ধন্যবাদ।

    সোহেল ভাই,আপনাকে ধন্যবাদ । আপনি রাফসান ভাই সর্ম্পকে একটি টিউন করেছিলেন। সেই টিউনে আমিও আমার অসুবিধার কথা কমেন্ট অংশে বলেছিলাম। গত কয়েকদিন আগে রাফসান ভাই একটি টিউন করে সেখানে আপনাকে কমেন্ট করা থেকে বিরত খাকতে বলেন। তিনি কিন্তু সব জানার পরও মাথা গরম করে কোন কথা বলেন নি। হয়তো টিউনের ব্যাপারে ভুল হতে পারে কিন্ত মানুষ হিসেবে খারাপ নাও হতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি আপনার টিউটা ডিলিট করেলেও করতে পারেন। সম্পূর্ন আপনার ব্যাপার। আসলে ব্যাপারটা আমার মনে আঘাত দিয়েছে। “মনে কিছু নিলেন নাতো”

    টিউনটা পেন্ডিং করা আছে। যাই হোক এই সব ব্যাপারে টিউন করতে ইচ্ছা করে না। অনিচ্ছা থাকা সত্বেও করেছিলাম। ওনার প্রতারনা যদি টিউন করি তবে আমি মিনিমাম ১০ টা টিউন করতে পারি। কিন্তু এতে এই ব্লগের সুনাম নষ্ট হবে। তাই আমি তা চাই না। আর আমি কিছু মনে করি নি। ধন্যবাদ।

    Level 0

    আশা করি সোহেল-রাফসান সমাধান হয়ে গেছে

Level 0

ভাল কালেকশন……

গানগুলোর কোয়ালিটি খুবই উন্নত। আধুনিকভাবে গাওয়া হয়েছে। না শুনলে বুঝতেই পারবেন না যে গানগুলো কত সুন্দর ।

দাঁড়ান, আপ্নের টিউনের লিঙ্ক আমি ফেসবুকে দিচ্ছি, যাতে সবাই দেখতে পারে। ইতোমধ্যেই গান ডাউনলোড করছি।

    Level 0

    কিন্তু এ নিয়ে আমার টিউন ছিলো

ধন্যবাদ আরিফ ভাই।

    ভাই ধন্যবাদ আপনাকেও আমার টিউনে কমেন্ট করার জন্য।

Level 0

জাগরনের গান নিয়ে আমার একটা টিউন ছিল
https://www.techtunes.io/download/tune-id/28517/

    ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর থেকে টিউনের ব্যাপারে সর্তক হবো।

    Level 0

    কিন্তু ট্যাগ ঠিক করবেননা ??
    জগরনের গান না হয়ে হবে জাগরনের গান

    ঠিক করে দিয়েছি।

Level 0

আপনার ট্যাগ ঠিক করুন, কারন বানান ভুল আছে
জগরনের গান না হয়ে হবে জাগরনের গান

Level 0

ধন্যবাদ।

ডাউনলোড দিয়েছি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই অনেক দিন ধরে খুজতেছিলাম শেয়ার করার জন্য ধন্যবাদ,এ রকম আরও থাকলে দিবেন।

CD-1 ডাউনলোড শেষ। বাকীগুলো একসাথে ডাউনলোডে দিয়ে ঘুমোতে যাবো। অ-নে-ক ধ-ন্য-বা-দ

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।কিন্তু অনেক দেরি করে ফেলেছেন কেননা অনেক আগেই পেয়েছি music.com.bd থেকে ,ভাল থাকবেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য। LuckyFM ভাই আন্নে কোনাই থান, আঁরে কন ন কিন্তু। আন্নে আঁর দেশী ভাই।

    Level 0

    আহারে ভাই আই অন ঢাকাত থাই
    পড়ালেয়া করি আরি

Level 0

মোঃ আরিফ ভাই, আগেই সংগ্রহ করে ছিলাম, তারপরে ও ধন্যবাদ ,,,,,,।

‘জাগরনের গান’ সরাসরি ডাউনলোড লিঙ্ক (রিজিউম সুবিধাসহ) আছে মিউজিক.কম.বিডি সাইটে। সম্পুর্ণ ৭১’টি গান আলাদা ভাবেও নিতে পারেন, পুরো এলবামও নিতে পারেন। অনলাইনেও শোনা যাবে।
http://www.music.com.bd/download/browse/M/Mixed%20Albums/Jagoroner%20Gaan/

আরিফ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ

v>—————a—————————————————l—————————————–>o
Computer tips & tricks
http://www.a2zbd.info

পোস্টটা ভালো লাগলো । download করে দেখি। thanks for the link

ভাই বাহির হওয়ার ২দিন পরেই ডাউনলোড করেছি। তবুও শেয়ার করারজন্য ধন্যবাদ।

Level 0

কেউ কি বলতে পারবেন কোন ফন্ট ডাউনলড করলে আমি বাংলাতেই বাংলা পেডিয়া আর সমকাল পত্রিকাটি পড়তে পারব ?