শুধু সাইজ ছোট তা নয় এর ব্যবহারও খুব সহজ। নতুন সাধারন ব্যবহারকারীরাও খুব সহজেই এটা দিয়ে Recording করতে পারবে। আশাকরি রের্কডিং এর কাজটা এটা দিয়ে ভালভাবেই করা সম্ভব হবে।
আমি সাধারনত Sound Recording এর জন্য Jetaudio ব্যবহার করি। কিন্তু এক বন্ধুর পিসিতে Sound Record করার প্রোয়জন পরলে jetaudio ডাউনলোড করতে গিয়ে দেখি তা অনেক সময়ের ব্যপার। সময়ের অভাবে তা করা সম্ভব হয়নি।
তাই ছোট সাইজের একটি Sound Recorder খুজতে খুজতে পেয়ে গেলাম মাত্র 1.34 mb এর এই Recorder টি।
নিচের লিংকটা থেকে সফটাওয়ারটি ডাউনলোড করুন।
Sonarca Sound Recorder Free
Install করার পর রের্কডিং বাটনে ক্লিক করে রের্কডিং শুরু করতে পারেন।
আপনার সিসটেমের প্রোয়জনিয় সেটিং করে নিতে পারেন এখান থেকেই।
আর একটা Sound Recorder যার সাইজ 3.14 mb এটাও ট্রাই করে দেখতে পারেন।
FREE Hi-Q Recorder
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমন একটি সফ্টওয়ারের খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ সাঈদ ভাই।