আমাদের পিসিতে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয় যা জমে আমাদের পিসিকে স্লো করে দেয় এবং কাজ করতে বেশ অসুবিধা হয় এবং পিসি হ্যাং করে। আমরা সাধারনত পিসি ক্লিনিং এর জন্য c-cleaner বা অন্যান্য সফটওয়্যার ইউজ করি যার বেশিরভাগ ই ফ্রী নয় এবং সব ধরনের অপ্রয়োজনীয় ফাইল ক্লিন করতে পারেনা।আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এমন এক সফটওয়্যারের যা একবার ইউজ করলে বেমালুম ভুলে যাবেন c-cleaner বা অন্যান্য সফটওয়্যার এর কথা। তো দেখুন F-cleaner এর কিছু সচিত্র প্রতিবেদন.....................................
১. আপনার সিস্টেমের অপ্রয়োজনীয় ফাইল , ব্রাউজার এবং এপ্লিকেশন হিস্টোরি ক্লিয়ার রেখে আপনার পিসিকে রাখে ফাস্ট এবং ক্লিন।
২.আনইন্সটলারের সাহায্যে আনইন্সটল করতে পারবেন যে কোন প্রোগ্রাম।
৩. Startup manager এর মাধ্যমে আপনার Startup item নিয়ন্ত্রন করতে পারবেন
৪. আরো পাবেন টুলস অপশন।
৫. অপশন এর মাধ্যমে অটো ক্লিনআপ দিতে পারবেন যা আপনার পিসি চালুর সাথে সাথে আপনার পিসিকে অটোক্লিন করবে
৬. Statistics জানতে পারবেন Status এর মাধ্যমে।
৭. এটি আপনাকে আপনার Ram এবং Hard drive এর অবস্থান জানিয়ে দেবে।
তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র ১.৫mb এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি।
অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার লেখা পড়ে বঝতে পারছি খুব কাজের জিনীস। ব্যবহার করলে বিস্তারিত বঝতে পারব। ধন্যবাদ।