এবার আপনার কম্পিউটারের কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন , তা আপনার কম্পিউটার আপনাকে জানিয়ে দিবে,,,,,,,,,,

বিসমিল্লাহীর রাহ্ মানের রাহীম ।

পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু

সকল প্রসাংশা আল্লাহর জন্য ।আশা করি আপনারা সবাই ভাল আছেন । বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন দিনের বেশিভাগ সময় তাঁর ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সময় কাটান। আমি আজ আপনাদের কে জানাবো কম্পিউটার এ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন, তা জানা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটারের মনিটর, সিপিইউ, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য অংশ মোট কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, এটি হিসাব করতে হবে। এবং এরপর প্রতি ইউনিট বা প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য দিয়ে গুন করলেই ফলাফল পাওয়া যাবে। হিসাবটি খুব সোজা তবে কম্পিউটার চালু থাকার সময় কোন অংশ কী পরিমাণ ব্যবহূত হচ্ছে সেটি ও আপনি জা্নতে পারবেন। এই কাজটি কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে করা যাবে "Joulemerer”নামের সফটওয়্যারটি ব্যবহার করে। মাইক্রোসফট করপোরেশনের রিসার্চ ল্যাবে তৈরি করা এই সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহূত মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারের ব্যবহূত মোট বিদ্যুতের পরিমাণ জানিয়ে দিবে। সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন । তবে এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে  Microsoft Net Framework 4  এখান থেকে ডাউনলোড করে নিন । তারপর দুই টি সফট ইনস্টল করুন , এ তো কাজ শেষ এবার আপনি মাস শেষে জানতে পারবেন আপনার কম্পিউটারের পিছনে কত টাকার বিদ্যুৎ খরচ হয়েছে । প্রতি ইউনিট বিদ্যুৎ বিল জানতে ডেসকোর ওয়েবসাইট-এ ঘুরে আসতে পারেন । এ ছাড়া প্রতি মাসের বিদ্যুৎ বিলেও প্রতি ইউনিটের মূল্য লেখা থাকে। জুল মিটারের ফলাফল থেকে মোট ব্যবহূত বিদ্যুতের সঙ্গে প্রতি ইউনিটের বিল গুন করলেই মোট বিলের পরিমাণ জানা যাবে।

যতটুকু পেরেছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি , কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল হোক আর মন্দ হোক আপনার মূল্যবান মতামত  বেশি বেশি করে দিবেন , যার ফলে  নেক্সট টিউনে আরো ভাল টিউন করার চেস্টা করবো ।

আল্লাহ্ হাফেজ

Level 0

আমি আই, এইচ, কমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 873 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এমন অনেক কিছুই হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যা কেউ ভাবেনি আগে [email protected],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Facebook=http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100000584904924,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Mobile=01676 44 80 00 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সুন্দর হচ্ছে ভালবাসা ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাল ১টা …………….. টিউন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে ।

Level 0

কমল ভাই, সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে না, টিউনের জন্য ধন্যবাদ,,,,,,,,,।

    Level 0

    আপনাকে ধন্যবাদ , ভাই আমি এখন ট্রাই করলাম ডাউনলোড কোন সমস্যা নেই ।

ভাল টিউন।

    Level 0

    ধন্যবাদ সোহেল ভাই ।

ইনষ্টল হয় না। কি সমস্যা আছে ভাই?

কপিই হোক . আমাদের উপকারে হয়সে এটাই বড় কথা….

Level 0

ধন্যবাদ আকাশ ভাই ।

Level 0

ধন্যবাদ রানা ভাই ।

Level 0

সোহেল ভাই ইনষ্টলে কোন সমস্যা নেই , আবার চেষ্টা করে দেখুন ।

Level 0

আপনার টিউনটা আপডেট করুন
http://download.microsoft.com/download/9/5/A/95A9616B-7A37-4AF6-BC36-D6EA96C8DAAE/dotNetFx40_Full_x86_x64.exe
এই এড্রেস দিয়ে তাহলে সবাই, মানে অফ্লাইন সহ সকলে এই সফট্টা ইউজ করতে পারবে

    Level 0

    এখান থেকে ডাইরেক্ট ৪৮.১১ মেগাবাইটের ডট নেট ৪ ডাউনলোড করতে পারবে

    Level 0

    ধন্যবাদ LuckyFM ভাই , ডট নেট ২ হলে ও কাজ করবে ।

আর বইলেন না , আমি দিনে ১৪ ঘন্টা পিসি চালানোর পর মাসের শেষে বিল বেশি আসলে সব দোষ আমার উপরে পরে। আমি নাকি পিসি বেশি চালাই। আর বাসায় অন্য কেও স্টারপ্লাস দেইখা বিল উঠাইলে তখন কাওরে দোষ দেয় না।
যত দোষ সব নন্দ ঘোষ !
পিসি থাইকা তো ২১” সনি টিভি বেশি বিল উঠায়। নাকি ?
এবার হিসাব হইব কে কতটুকু বিল উঠায়।

    Level 0

    ধন্যবাদ স্বাধীন ভাই , আপনার মত আমারো একই সমস্যা । ভাই নোয়াখালীর মানুষ কেমন ?

    ভালই তো খারাপ না। “মুই তো অহন ওগো ভাসা শিখবার লাগছি ।”
    আমি ভেবেছিলাম এবার আবার DU এর পরীক্ষা দিব। কিন্তু আর দিব না। দেয়ার দরকার নেই।

    Level 0

    ভালই তো খারাপ না। “মুই তো অহন ওগো ভাসা শিখবার লাগছি ।” স্বাধীন ভাইজান আই আছিনা ?

খুবেই কাজের টিউন।

    Level 0

    ধন্যবাদ আউয়াল ভাই , কোথায় থাকেন ?

ভাই মেস এ র ঝগরা হবে না বিল নিয়া। দেখলাম average 27w ধন্যবাদ আপনাকে

    Level 0

    আপনাকে ধন্যবাদ , হিমেল ভাই আমার Average 120w (আমার মনিটর LCD)। আপনি এখন চেক করেন,আমার মনে হয় Average আমার কাছাকাছি থাকবে ।

    আমি laptop ব্যবহার করি।desktop আছে কিন্তু software টি ব্যবহার করে দেখি নাই।

ভাই আমার বাড়ী নোয়াখালী, কি শিখতে চান বলেন।

    Level 0

    আরে আন্নেও নোয়াখালীর নি
    ইগো আন্নেন কোন জাগার???

    Level 0

    আউয়াল ভাই কোন থানা ।

    Level 0

    LuckyFM ইগো আন্নেন কোন জাগার???

    আউয়াল @ কিয়া কন ? আন্নেও নোয়াখাইল্লা !
    মোর মেইল – likewarid{at}gmail{dot}com আন্নের লগে যুগাযুগ করবার মুঞ্চায়।

প্রথমআলো থেকে নেওয়া, তবে ভল।

Level New

কমল ভাই এবং সবার কাছে প্রশ্ন,কেউ কি এই সফট তার পিসিতে মানে ডেস্কটপে কাজে লাজে লাগাতে পেরেছেন? ল্যাপটপে কাজ হবে,কোনো সমস্যা হবে না।
আমি যট্টুক দেখলাম নেট ঘেঁটে তাতে বুঝলাম এক্সট্রা একটা ডিভাইস ছাড়া এটা ডেস্কটপে কাজ করবে না(ক্যালিব্রেট না করা হলে আপনি যেই রেজাল্ট পাবেন সেটা কোন কাজের না)।
কেউ কি কনফার্ম করতে পারেন?

Level 0

ভাল……

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ ভাইজান,,,,,,,,,,

আর বাড়ী বেগমগঞ্জ থানা। এখন আছি দেশের বাইরে।

    Level 0

    ইগো বেগমগঞ্জ আগে আর ও আছিল ,
    অন আংগ সোনাইমুড়ি অইছে,
    আন্নে অন কোনাই থান, মানি কোন দেশ ???

ধন্যবাদ কমল ভাই ভাল একটা কাজের সফট দিলেন। খুবই উপকার হল।
আমি ইদানিং পিসি ভাগে পাচ্ছিনা। তাই কমেন্ট বেশী করা হচ্ছে না।
তবে মনে ইচ্ছে আচ্ছে সব সময় আপনাদের সাথে থাকার।

    Level 0

    ধন্যবাদ সাইদ ভাই , সব সময় পাশে থাকবেন ।

ধন্যবাদ আপনাকে………..তবে ডাউনলোড সিস্টেমটা একজায়গায় হলে সহজ হত।

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ ।

কত খরচ হচ্ছে তা তো জানলাম , কিন্তু ভালো হত খরচ কমানোর কোনো পন্থা বলে দিলে , আপেক্ষায় রইলাম।

    Level 0

    কম্পিউটার কম চালাবেন,,,,,,,,,,,,,,,,,খরচ ও কম হবে । হা,,,,,,,,,হা,,,,,,,,,,,হা

    কম্পিউটার কম চালানোর হলে জানতে চাইতাম না , ভাল করে পড়ে উত্তর দিবা তো , অত হাসির কি হইল ?

valo tume dhonbad

    Level 0

    ধন্যবাদ,,,,,,,,,,,,,

আমার তো ইনষ্টলই হয় না। বলেতেছে যে আগেই নাকি ইনষ্টল করা কিন্তু আমি তো এটা প্রোগ্রাম ফাইলের ভিতর বা স্টার্ট মেনুর ভিতর পাইলাম না।
All Fullversion software download here.
http://www.freedownloadcenter.tk

    Level 0

    সোহেল ভাই আপনার কেন যে সমস্যা হচ্ছে,,,,,,,,,,বুঝলাম না ।‌

কমল ভাই .net সহ সবকুছু করার পড়ো চলছে না। এখন কি করতে পাড়ি?????

    Level 0

    একই সমস্যা আমার ও

ওরে স্বাধীন ভাই আর ইমেল, [email protected]

LuckyFM ভাই আপনার ইমেইল ঠিকানা দিবেন, আমি সওদী এরাবিয়াতে আছি। আপুনি কোথায় থাকেন।

সফটওয়ারটি ভাল সংগ্রহে রাখালাম দেশে আসলে কাজে লাগবে,ধন্যবাদ টিউনের জন্য।

    আস্সালুমু আলাইকুম, আতাইউর রহমান ভাই, কেমন আছেন? আপনি বর্তমানে কোন দেশে আছেন তা একটু যানাবেন কি? আমি হাবীবুল্লাহ আল কাছেম, বাহরাইন থেকে। ধন্যবাদ

    আমি বর্তমানে সৌদি আরবের জেদ্দায় আছি.

ধন্যবাদ কমল ভাই, সুন্দর একটি টিউন এর জন্য।

যাক ভাল হয়েছে মাস শেষে বাসায় একটা দফারফা করা যাবে।ধন্যবাদ টিউন করার জন্য।

Level 0

It says no battery or meter found so calibration cannot proceed. please help me
Thanks

কাজ হয়না……………………………

Good one!
Please try wring short for short msg.

Thank

Level 0

window 7 লাগবে install করতে ।