শুধু মাত্র ফটোশপ পাগলদের জন্য ;”VIVEZA 2 & Dfine 2.1.0.2” plag-ins for photoshop (অসমাপ্ত কাজের পরিসমাপ্তি)

২০০৭ সালের মাঝামাঝি সময় থেকে একটি বিশেষ প্রয়োজনে ছবি থেকে ছবি করার জন্য নিয়মিতই ফার্মগেট যেতে হত; যার কাছ থেকে ছবির কাজ করাতাম, তিনি ১টি A4 সাইজের পেপারে ২৪ কপি Passport Size ছবি প্রিন্ট করতেন। অবাক হয়ে তার হাতের কারুকাজ দেখতাম। সেই থেকে PhotoShop-এর প্রতি আমার দূর্বলতা।

যখনই যেতাম তখনই তার হাতের দিকে ভালভাবে নজরদারি করতাম; আর বাসায় এসেই PC তে তা করার চেষ্টা করতাম, কখনই তাকে বুঝতে দিতাম না যে আমি তার কাছ থেকে শিখছি। সেই থেকে শুরু, আজ অবাধি PhotoShop সম্পর্কে যতটুকু জেনেছি বা শিখেছি একদম নিজ আগ্রহ কিংবা চেষ্টায়।

আসলে নিজের স্মৃতিচারণ কিংবা ঢোল পেটানোর জন্য টিউন করার উদ্দেশ্য নয়; টিউন করার বিষয় বস্তু কিন্তু, প্রবাসী ভাইয়ের কাছ থেকে ধার করা। উনি PhotoShop পাগলদের জন্য PhotoShop Plug-ins নিয়ে গত টিউনটি করেছিলেন; টিউনটির একদম শেষে তিনি, দু’টি প্লাগইন-এর ছবি দিয়ে। ভবিষ্যতে করবেন বলেছেন। আর আমিও প্লাগইন দু’টি নিয়ে টিউন করার সুযোগ হাত ছাড়া চাইলাম না।

v

d

কারো কাজে আসুক আর না আসুক, প্রবাসী ভাই উপকৃত হবেন বলে আশা করছি। আর প্রবাসী ভাই ছাড়া যারাই উপকৃত হোন না কেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না।

Level 0

আমি শামীম আঋফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

থেমে যাব বলে তো স্বপ্ন দেখিনি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ অসমাপ্ত কাজটুকু সমাধানের জন্য।তানা হলে এই দুটি আমাকেই আপডেট করতে হতো।

প্রথম Comment-টি আপনার কাছ থেকে পাওয়ায় অনেক ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ টিউন এর জন্য।

ধন্যবাদ।

Level 0

যাক ধন্যবাদ নিতে ভুলবেননা

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ প্লাগিন দুটির জন্য।
প্লাগিন দুটি কি কি কাজে লাগবে বিস্তারিত বললে আরো ভাল হত।

ধন্যবাদ বাকি দুটোও দেয়ার জন্য। কাজ নিজের বের করে নিতে পারবো আশাকরি। খুবই কাজের জিনিস ভাই। আমার কাছে শুধু DSE tools প্লাগিনসটা ছিল।
আপনার মাধ্যমে আমার কালেকশনটা পরিপূর্ন হল।

    ও আমি প্রবাসী ভাই ভেবে কমেন্ট করে ফেলেছি। তার কাছ থেকে প্রথম তিনটা পেয়েছি বাকি দুটো আপনার কাছ থেকে।
    দু জনকেই অসংখ্য ধন্যবাদ।

Level 0

সব টিউনার ভাইদের বরাবর,
ভাই আমি অনেক দিন ধরে techtunes এর সদস্য কিন্তু আমি কোন ভাবেই টিউন পোষ্ট করতে পারতেসি না । আপনাদের সহযোগীতা কামনা করতেছি। আমার টিউন গুলো হল #
# গ্রাফিক্স ডিজাইনিং# ধন্যবাদ সব টিউনার ভাইদের

ধন্যবাদ >>>শামীম আঋফ<<<

Level 0

সব টিউনার ভাইদের বরাবর,
ভাই আমি অনেক দিন ধরে techtunes এর সদস্য কিন্তু আমি কোন ভাবেই টিউন পোষ্ট করতে পারতেসি না । আপনাদের সহযোগীতা কামনা করতেছি। আমার টিউন গুলো হল #
# গ্রাফিক্স ডিজাইনিং# ধন্যবাদ সব টিউনার ভাইদের

ধন্যবাদ >>>শামীম আঋফ<<< ভাই

টিউন পোষ্ট করা সংক্রান্ত একটা পোষ্ট আছে, দেখে নিন।

ভাল টিউন ধন্যবাদ টিউনের জন্য।

হুম 🙂 কাজের টিউন। এভাবে ভাগাভাগি করে টিউন করলে টেকটিউন্সের সফলতা এভারেস্টের চূড়া ছুয়ে ফেলবে নশ্টিত। : ) 🙂