বিভিন্ন প্রয়োজনে ফাইলকে করুন দ্বিখন্ড (অত্যন্ত প্রয়োজনীয়)

আপনাদের আবারও শুভেচ্ছা আমার আজকের টিউনে। আজ আমি আপনাদের কাছে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যা দ্বারা আপনি দরকারের সময় ফাইলকে দ্বিখন্ড করতে পারবেন। এটির নাম HjSplit. এটির সাইজ ৩০৬ কে,বি। এটি আপনি http://www.mediafire.com/?c4lm8v45n88b29n থেকে ডাউনলোড করতে পারবেন। মনে করেন, আপনার পেন ড্রাইভ ৪ জি,বি। কিন্তু ফাইলটি ৭ জি,বি তাহলে Split করে দুইটি ফাইল করতে পারবেন। আবার জোড়া লাগানোর সময় Join দ্বারা জোড়া লাগাবেন। নিচে কয়েকটি Snapshot দেওয়া হলঃ-

1st2nd3rd4th

Level 0

আমি ত্বোহা চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, পরে চেষ্টা করে দেখব।

স্ক্রীনশট দেখে মনে হচ্ছে সফটওয়্যারটি পোর্টেবল। আসলেই কি তাই নাকি।
যাই হোক ধন্যবাদ শেয়ার করার জন্য। আগে থেকে আমি অন্য একটা ব্যবহার করি, কিন্তু এটা সাইজে কম এবং পোর্টেবল মনে হচ্ছে তাই এটি ডাউনলোড করে রাখছি।

আমার কাছে আমার বন্ধু এইটা দিয়ে কেটে একটা ভিডিও পাঠাইছে, আমি সবগুলো পার্ট এখনো একত্র করতে পারলাম না । বুঝলাম না কি সমস্যা ।

    join দ্বারা করে দেখতে পারেন।

    Level 0

    ফাইলগুলো কোন ফরমেটে আছে?????
    জানালে হয়তো উপায় বলা যেত

    part1.rar, part2.rar, part3.rar পার্ট গুলো যদি এরকম হয় তাহলে জোড়া লাগানোর জন্য আপনাকে Winrar ব্যবহার করা লাগবে। আর যদি rar.001, rar.002, rar.003 অথবা avi.001, avi.002 অথবা mkv.001, mkv.002 এরকম হয় তাহলে জোড়া লাগানোর জন্য আপনাকে HjSplit -> Join ব্যবহার করা লাগবে।

    http://www.mediafirebd.com
    (মিডিয়াফায়ারবিডি.কম)
    সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে!! রেপিডশেয়ার এর দরকার নাই!

    AVSEQ01.DAT.004 এই ফরমেটের মোট আটটি পার্ট । আমি তাকে HjSplit টা দিয়ে কেটে পাঠাতে বলেছিলাম ।

হুম! ভাইয়া ছোট হিসেবে ভালই লিখেছ! তবে বিস্তারিত দিলে বেশ ভালো হত! তুমি আমার চেয়ে মাত্র এক বছরের ছোট! তোমার জন্মদিন 17/11/1995 আর আমার ১/১২/৯৪। তাই আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাজি থাকলে কোথায় থাকো, কোন স্কুলে পড় বিস্তারিত লেখে আমাকে মেইল কর- [email protected]
http://www.djarifrocks.tk

ধন্যবাদ শেয়ার করার জন্য।

সফটওয়্যার টা পোর্টেবল সেজন্য সংগ্রহে রেখে দিলাম…ধন্যবাদ শেয়ার করার জন্য।

শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

হুম খুবই দারুন জিনিস। প্রিয়তে তো গেলই সঙ্গে ডাউনলোডও হল।

Level 0

স্ন্যাপশটের সাথে সাথে লিখা থাকলে টিউন পরিপুর্ণতা পায়
আর হা ইমেজ গুলো ক্রপ করে তারপর আপলোড করবেন, তাতে ভালো দেখাবে
কি বলেন?

সফট টি আসলেই কাজের…..

ভাল টিউন চালিয়ে যান,ধন্যবাদ টিউনের জন্য।