অনেক কাজের এক সফটওয়্যার মিস করবেন না ।

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই?
আজ আপনাদেরকে এমন এক সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি সব ধরনের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, ভুল করে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার, যেকোনো ব্যক্তিগত ফাইলে গোপন নম্বর দেওয়া, ডুপ্লিকেট ফাইল খোঁজা, খালি ফোল্ডার খোঁজা, যেকোনো প্রোগ্রাম আনইনস্টল করা, র‌্যামের গতি বাড়ানো ইত্যাদি কাজ করা যাবে।সফটওয়্যারটির নাম/////////////////

USEFUL SOFTWARE: GLARY UTILITIES

আশা করি যাদের দরকার তারা নামিয়ে নিবেন।

সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/useful-software-glary-utilities.html  এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।
সাহয্যচ চাই?

আমি adobe photoshop এর cs3 verson install দিয়েছি এবং serial key ও দিয়েছি কিন্তুও তার পরো কোন কাজ করতে পারি না।serial key দিয়ে open করলে internet connection চাই।কিন্তু ইন্টারনেট connection দেওয়ার পরও কোন কাজ হচ্ছে না।কি করবো ভেবে পাচ্ছি না।উল্লেখ্য softwer টি আমি dvd থেকে collect করেছি।

ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন>

Level 0

আমি জুনায়েদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সোহাগ/কিশোরগঞ্জ/ঢাকা/বাংলাদেশ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

সন্ভবত এটা নিয়ে টিউন হয়েছিল। প্রবাশী ভাই এটি নিয়ে টিউন করেছিলেন।
https://www.techtunes.io/download/tune-id/25415/
আসলে আমারা যারা টিউন করি তার সার্চ আপশনের গিয়ে দেখে টিউন করা উচিত।
কিছু মনে করবেন না। আসলে আমি আপনার ভালোর জন্য বলছি। ধন্যবাদ।

অনেক আগের টিউন।

Level 0

প্রবাসী ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ । আপনা টউনের জুড়ি নেই।