আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কেমন আছেন সবাই??? আশা করি ভালো। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র রহমতে ভালো আছি। আজ আমি টেকটিউনস এ আমার জীবনের প্রথম টিউন করছি । আর প্রথম দিনেই আপনাদের কে একটি জটিল সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেবো, তাহলে চলুন আর দেরি না করে কাজে নেমে পরি,
Data Recovery করার একটি কার্যকরি ও জনপ্রিয় সফটওয়্যার হল iCare Data Recovery । আমাদের কম্পিউটার থেকে অনেক সময় দরকারি অনেক ডাটা ডিলিট হয়ে যায়, এই ডিলিট হয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের Data Recovery সফটওয়্যার পাওয়া যায়, যার আধিকাংশ সফটওয়্যার ডাটা ফিরিয়ে আনতে চরম বার্থতার পরচয় দেয় । তাই আজ আমি সবার সুবিধার জন্য মাত্র 3.25 MB এর একটি রিয়েল ও ১০০% কার্যকরি Data Recovery সফটওয়্যার Share করলাম । সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এখান থেকে
কেমন লাগলো টিপসটি??? কমেন্টে বলবেন প্লিজ। আজ তাহলে এপর্যন্তই। দেখা হবে নেক্সট টিউনে।
আর হা যদি আপনাদের সময় থাকে বা আপ্নারা যদি কেও এই টিউন্টি দারা উপকার পেয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসবেন আমার সাইট থেকে
ধন্যবাদ সবাইকে।
আমি কাবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কত জিবি পর্যন্ত রিকভার করা যায় ?