নিয়ে নিন সম্পূর্ণ নতুন একটি ইউটিলিটি! পিসি হতে ম্যালওয়ারসমূহ ঝেটিয়ে বিদায় করুন!!

সবাইকে সালাম ও  শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। আশা করি 'টিটির বন্ধুরা' সবাই ভাল আছেন।

আজকের পোস্টটি করব অতি সংক্ষিপ্ত সময়ে। এখানে আপনাদেরকে একটি ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব। যার মাধ্যমে আপনার পিসিতে থাকা যে কোন ম্যালওয়ার, ভাইরাস,ট্রোজান এবং ফিশিং জাতীয় ক্ষতিকর প্রোগ্রামকে ঝেটিয়ে বিদায় করতে পারেন। আপনারা এমন অনেক প্রফেশনাল ইউজার রয়েছেন যারা এই জাতীয় অনেক ধরনের ম্যালওয়ার ক্লিনার সফট: ব্যবহার করে থাকেন। কিন্তু সকল ম্যালওয়ার ক্লিনার সফট: ভাল নই, এর মধ্য আবার কিছু ভূয়া থাকে, এবং কিছু ইউটিলিটি পিসিকে স্লো করে ফেলে। সুতরাং হিতে বিপরীত অবস্থা।

চিন্তার কোন কারন নাই বন্ধু! এখন থেকে যারা ম্যালওয়ার ক্লিনার জাতীয় সফট: ব্যবহার করতে চান তাদের একটি সম্পূর্ন নতুন ইউটিলিটির সাথে পরিচয় করিয়ে দিব। এর নাম হল- Norman Malware Cleaner

এর প্রধান বৈশিষ্টগুলো নিম্নরুপ-

 ১। এটি সম্পূর্ণ ফ্রি ভার্সণ। যে কোন সময় আপডেট করা যায়।

২। যে কোন এন্টিভাইরাসের সাথে ব্যবহার করা যাবে।

৩। পিসি স্লো করেনা। এবং ইউজার এন্টারফেস অসাধারন!

৪। অনেক Malware Cleaner অআছে যেগুলো সন্দিহান! নিজেরা বুঝিনা এটি কোন কোম্পানীর। কিন্তু Norman Malware Cleaner ১০০% ট্রাস্টেড একটি ইউটিলিটি। যারা বিখ্যাত নরমান এন্টিভাইরাসের নাম শুনেছেন, মূলত এটি নরমান ভেন্ডরেরই একটি পণ্য।এটি একটি নরওয়ের বিখ্যাত সিকিউরিপি ব্রান্ড।

৫। ম্যালওয়ার, ভাইরাস,ট্রোজান এবং ফিশিং জাতীয় ক্ষতিকর জাতীয় ভাইরাস নই, এর সাথে জানা-অজানা সহ প্রায় ৪০টির বেশী ক্ষতিকর প্রোগ্রাম ডিটেক্ট করতে পারে।

৬। উইন্ডোজের যে কোন ভার্সনে কাজ করবে।

৭। সিস্টেম ক্লিনারকে পরিস্কার ও সচল রাখবে এবং এর সাথে আছে আরো নানাবিধ সুবিধা।

তাই দেরী না করে এক্ষুনি Norman Malware Cleaner পিসিতে ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের লিংকে ধাক্কা দিন-

 Norman Malware Cleaner

তাহলে আজ পর্যন্ত লিখে শেষ করছি। আগামী দিনের অপেক্ষাতে। সবাই ভাল থাকুন। – আল্লাহ্ হাফেয-

—————————————————————————

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিচের স্মাইলে টাইপ জিনিসটা অসাম লাগল ।

Level 0

usb er virus ki jabe eta dara, i mean usb protection dibe ?

    ধন্যবাদ। সত্যিকার অর্থে এটি দ্বারা পিসির ক্ষতিকর ম্যালওয়ার, বাগস, জাংক ফাইলকে দূর করার জন্য কাজ করে থাকে। যদি পেনড্রাইভে ক্ষতিকর জাংক থাকে তাহলেও রিমুভ করবে। তবে এটি কোন ফুল এন্টিভাইরাস মানের সফট: নই। সুতরাং পিসির নিরাপত্তা স্বার্থে অবশ্যই আপনাকে ভাল মানের এন্টি ভাইরাস ব্যবহার করতে হবে।