কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য আমি এমন একটি সফ্টওয়ার নিয়ে এসেছি যা হয়তো আপনারা অনেকদিন ধরেই খুজছেন কিন্ত পাচ্ছেন না। আজ টেকটিউনসে ব্রাউজ করার সময় দেখলাম সাইফুল ভাই Rapidshare থেকে Unlimited করার প্রক্রিয়া জানতে চেয়েছেন। তাই ভাবলাম যেহেতু আমি এটি জানি তাহলে টেকটিউনসে এটা নিয়ে একটা টিউন করে দিলে খারাপ হয় না। যা হোক কাজের কথায় আসি।
Screen shot:
এটি দারুন একটি কাজের সফ্টওয়ার।যারা RAPIDSHARE থেকে এখনও Unlimited ডাউনলোড করতে পারেন না তাদের জন্যই এই সফ্টওয়ারটি।
এটির মাধ্যমে আমি এখন RAPIDSHARE থেকে Unlimited ডাউনলোড করছি। সত্যিই এটি ভালো কাজ করে।
ঝামেলাও কম। শুধু সফ্টওয়ারটি ইন্ষ্টল করুন তারপর Advanced Settings এর পাশে Hide My IP লেখা বাটনে ক্লিক করুন।ব্যাস কাজ শেষ।
উপরে তাকিয়ে দেখুন আপনার IP change হয়ে গেছে। এরপর থেকে প্রত্যেকবার ডাউনলোডের আগে আপনার নতুন IP এর পাশে সবুজ রং এর Refresh বাটনে ক্লিক করে আপনার IP change করে নিন আর উপভোগ করুন Unlimited ডাউনলোড।
সফ্টওয়ারটি ডাউনলোড করতে নীচের লিংক এ ক্লিক করুন।
http://pcsoft72.blogspot.com/2010/07/unlimited-download-from-rapidshare.html
আমি শিমুল দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ…………………