কম্পিউটার ভাইরাসের সমস্যা এখন নিত্যদিনের ব্যাপার। প্রায় সবাইকে এটা নিয়ে ভুগতে হয়। কম্পিউটারকে প্রায় ৪০ লক্ষর মত বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দ্বারা। বহনযোগ্য এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং ক্লিন করা যাবে।
ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.emsisoft.com থেকে নামানো যাবে। তবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩ টি মিরর ডাউনলোড লিংক আছে। ফলে মূল সাইট থেকে ডাউনলোডে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2238
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
nice
Computer tips & tricks
http://www.a2zbd.info