বিস্ মিল্লাহীর রাহ্ মানের রাহীম ।পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু ।
সকল প্রসাংশা আল্লাহর জন্য ।আশা করি আপনারা সবাই ভাল আছেন ।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার দেখা এখন সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার “এপিক” । ব্রাউজার হিসাবে আমরা অনেকেই ইন্টারনেট এক্সপ্লোরার,কমেটবার্ড, ফায়ারফক্স, ওপেরা, গুগুলক্রোম প্রভৃতি ব্যবহার করি। এরা ব্রাউজার হিসাবে সবই ভালো। তবে দ্রুতগতির দিক থেকে সকলে এক নয়। কোনটা লোড হতে সময় বেশী নেয় , আবার কোন টা দ্রতগতিতে লোড হয় । ফায়ারফক্সের সকল এডঅন এতে ইনস্টল করা যায়। আপনার নেট স্পীড যদি স্লো হয় , তাহলে আমার পরামর্শ আপনি একবার এপিক ব্যবহার করে দেখতে পারেন।এখন আমি নিজে ব্যবহার করি , আশাকরি আপনার ভাল লাগবে । এটা প্রথমবারের মতো নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেছে ভারত। 'এপিক' নামের ব্রাউজারটি তৈরি করেছে সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিডেন রিফ্লেক্স। ওপেন সোর্সভিত্তিক ব্রাউজার মজিলা ফায়ারফক্স কোডিংয়ের ওপর ভিত্তি করে ইপিক তৈরি করা হয়েছে। ইপিকের সাইডবারের মাধ্যমে ব্যবহারকারীরা ভারতীয় গান, জিমেইল , ইয়াহু মেইল , ভিডিও , সংবাদপত্রের আপডেট, সরাসরি টেলিভিশন সংবাদ, ক্রিকেট স্কোর, আরো অনেক কিছু আপডেট দেখতে পাবেন। যা নিজে ব্যবহার করলে আপনার চোখে পড়বে । এটা মুলত ভারতের বিশাল জনসংখার কথা চিন্তা করে তারা নিজেদের জন্য তৈরি করেছে ।এবং অন্যান্য থিম ছাড়াও দেড় হাজারের বেশি ভারতীয় থিম থেকে পছন্দেরটি বেছে নেওয়া যাবে। ভারতের আঞ্চলিক ১২টি ভাষা সমর্থন করবে ইপিক। ব্রাউজারটি http://www.epicbrowser.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। আরো অনেক কিছু লিখতে পারিনি বলে দুঃখিত । কমেটবার্ড, ফায়ারফক্স, বিভিন্ন ব্রাউজার নিয়ে এর আগে অনেক টিউন হয়েছে ।তবে আপনাদের কে এটা বলতে পারি ফায়ারফক্স এর সকল সুযোগ – সুবিদা আপনারা পাবেন । এছাড়া আরো অনেক সুযোগ - সুবিদা আছে ।
যতটুকু পেরেছি গুছিয়ে লেখার চেষ্টা করেছি , কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল হোক আর মন্দ হোক আপনার মূল্যবান মতামত বেশি বেশি করে দিবেন , যার ফলে নেক্সট টিউনে আরো ভাল টিউন করার চেস্টা করবো ।
আল্লাহ্ হাফেজ
আমি আই, এইচ, কমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 873 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমন অনেক কিছুই হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, যা কেউ ভাবেনি আগে [email protected],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Facebook=http://www.facebook.com/home.php?#!/profile.php?id=100000584904924,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,Mobile=01676 44 80 00 ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;সুন্দর হচ্ছে ভালবাসা ।
আগে দেখি কেমন কাজের ।