আসসালামু আলাইকু ,
কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
একদিন আমি আমার পিসিতে একটি ভিডিও প্লেয়ার সফ্টওয়ার ইনষ্টল করেছিলাম, কিন্তু সফ্টওয়ারটি ডেমেজ ছিল যার কারনে প্লেয়ারটি
আর কাজ করেনি।তারপর এডরিমুভ সেকশনেও দেখি সফ্টওয়ারটি নাই।সার্চ বক্সে লিখেও দেখিছি পাইনি।কয়েক দিন পর হতে আমার কম্পিউটার ওপেন হতে অনেক দেরি হয় এবং সেন্ড ইরর মেসেজ আসে।কিছুই বুজতে পারছিনা কি করব।তারপর গুগল সার্চ করে এই সফ্টওয়ারটি পাই।সফ্টওয়ারটি খুব কাজের , তাই সফ্টওয়ারটির নাম এক্স-রে-পিসি।ইনষ্টলের জামেলা নাই, ডাবল ক্লিক করুন তারপর রান এ ক্লিক করুন। না বুজলে ইউটিউব ভিডিও টিউটিরিয়াল লিংকে ক্লিক করুন,সফ্টওয়ারটির ডাউনলো লিংক সহ ওখানেই পেয়ে যাবেন। এখানে ডাউনলো লিংক সাপোর্ট করছে না, সে জন্য আমি দুঃখিত। ভাল লাগলে কমেন্স করবেন,
আল্লাহহাফেজ।
আমি Faruqe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a very ordinary village boy.