Google Earth নিয়ে এই পর্যন্ত বেশ কয়েক বার টিউন করা হয়েছে; তাই নতূন করে এর সম্পর্কে বলার কি কিছু আর বাকি আছে? আর যে জিনিষটা এতো দিন বাকির খাতায় ছিল তা পুষিয়ে দিতেই আজকের এই টিউন।
আমদের মাঝে এমন অনেকেই আছেন যারা Google Earth ব্যবহার করেন; কিন্তু ফ্রি ভার্সন। আর এই Free Version-কে যদি Registered Version-করে ব্যবহার করা যায়, তবে কেমন হয়? আর এই কাজটি করার জন্য প্রথমেই Download করে নিন।
Download শেষে Install করে দেখুন এই রকম দেখায় কিনা? এর অর্থ হচ্ছে Free তথা Unregistered Version।
Registered করার জন্য Patch File-টি খুলে ডান পার্শ্বে ক্লিক করে (লাল রং দিয়ে চিহ্নিত করা অংশে);এরপর ঠিক যেখানে Install করেছেন সেখানে গিয়ে “googleearth” File-টি Select করুণ।
এখন লক্ষ্য করে দেখুনতো এই Image-টির মতো দেখাচ্ছে কিনা? যদি দেখায়, তা হলে আপনার “Google Earth” Registered Version হয়ে গেলো।
বিশেষ দ্রষ্টব্য:
যে বা যারা শুধুমাএ Top Commenter-এর জায়গায় নিজের দেখানোর জন্যই কোন রকম বিচার বিশ্বেষণ কিংবা যুক্তি তর্ক ছাড়াই Comment করে থাকেন তাদের জন্য আমার টিউনে প্রশেষাধিকার নিষিদ্ধ।
আপনাদের কাছ থেকে অবশ্যই টিউন করা শেষে মূল্যবান মতামত প্রত্যশা করে থাকি।
আর যে কোন জিনিষেরই প্রশংসা কিংবা সমালোচনা থাকবেই, কিন্তু যে ব্যাপারটি আমাদের সকলের সজাগ দৃষ্টি দেয় উচিত তা হচ্ছে, প্রশংসা যেন খুব বেশি হয়ে না যায়, আর সমালোচনা যেন গঠনমূলক হয়।
আমি ব্যক্তিগত ভাবে প্রশংসাকারীর চেয়ে একজন গঠনমূলক সমালোচনাকারীকেই বেশি শ্রদ্ধা করি; কেননা তারা ছোট ছোট ভুলগুলোকেও যুক্তি তর্কের মাধ্যমে শুধরে দেয়ার চেষ্টা করেন।
পরিবর্তীত তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকেও রাখুন Up-to-Date।
সকলের প্রতি থাকল আমার শুভ কামনা।
আমি শামীম আঋফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থেমে যাব বলে তো স্বপ্ন দেখিনি।
What is the difference between Free and Registered Version. Pls explain me.