আমি আবেগ প্রবন হয়ে হয়ত একটু বেশি ই বলে ফেলেছি। যদি ভুল হয় আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা না বড়িয়ে আমি আমার নতুন টিউনটি করছি। আপনাদের সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দু:খিত।
আমি যেই সফটওয়ারটি আপনাদের দিচ্ছি তা হলো SWFText 1.4। এই সফটওয়রটির সাইজ ২.১৭ এমবি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দৃষ্টিনন্দন টেক্সক্ট ইফেক্ট দেখি আমরা হয়তো ভাবি এটি খুব বড় সাইজের সফটওয়ার দিয়ে করা। কিন্তু আমি আপনাদের ছোট একটি সফটওয়ার দিলাম যা দিয়ে ১৬৮টি টেক্সক্ট ইফেক্ট এবং ৪০ টি মনকাড়া বেকগ্রাউন্ড ইফেক্ট দিতে পারবেন। আমার দেখামতে এটি খুব অসাধারণ একটি সফটয়ার। বিশ্বাস হচ্ছে না তাহলে ডাউনলোড করে দেখুন এবং এর মজা উপভোগ করুন।
NAME: CARA MCCARTY
LICENSE CODE IS: 1B51-B913-5FCF-943E-F104-671C-4109-CDE6-88C0-C2B7
এবার সফটওয়রটির বিস্তারিত জানার পালা প্রথমে সফটওয়ারটি লাইসেন্স কি দিয়ে ইনস্টল করে নিন। এরপর পোগ্রাম থেকে সফটওয়ারটি ওপেন করুন।
প্রথমে Movie ক্লিক করুন এর পর আপনার পছন্দ অনুযায়ি ওয়াইড হাইট নির্বাচন করে দিন।
এরপর Background এ ক্লিক করে আপনার পছন্দের কালার বা ইমেজ যুক্ত করতে পারেন। যদি কালার দিতে চান তাহলে Solid Color নির্বাচন করে কালার সিলেক্ট করে নিবেন। আর যদি ইমেজ/ছবি দিতে চান তাহলে ইমেজ নির্বাচন করে Browse করে কম্পিউটার থেকে ইমেজ সেট করে দিবেন।
এবার আপনার কাংক্ষিত টেক্সক্ট/লেখা বসিয়ে দিন ।যেই টেক্সক্ট থাকবে তা ডিলেট দিন নতুন টেক্সক্ট ইনপুট করতে চাইলে Add এ ক্লিক করুন এবং টাইপ করুন। আপনি এক সাথে একাধিক টেক্সক্ট এড করতে পারবেন।
এবার Font অপশনে ক্লিক করে Font Name থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন।
এবার Text Effect ক্লিক করুন এবং ১৬৮ টি টেক্সক্ট ইফেক্ট থেকে আপনার পছন্দের ইফেক্টটি বাছাই করে দিন।
এখন ৪০ টি Background Effect থেকে আপনার পছন্দেরটি দিন।
সবশেষে সেইভ করার পালা। সেইভ করতে চাইলে Publish এ ক্লিক করুন এবং Export to GIF সিলেক্ট করে ফাইল নেইম দিয়ে সেভ করুন। ব্যস এখানেই শেষ। আমি এই সফটওয়ারটির আর বেশি কিছু জানি না আপনারা জানলে জনাবেন। আমি সফটওয়ারটি কিছুদিন আগে গুগুলে সার্চ দিয়ে পেয়েছি।
353 kbর একটি সফটওয়ারের মাধ্যমে পেনড্রাইভ/ডিভিডি ড্রাভের সটকার্ট আনুন ডেস্কটপে।
আজ এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরো ভাল টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইন্শাআল্লা।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................
আপনার লিখা দেখে বুঝা যাচ্ছে আপনি বেশ আবেগ প্রবন সম্পন্ন একজন। যে মন্তব্যের কথা বলেছেন সেখানে কিন্তু এত কঠোরভাবে কিছু বলা হয়নি।
এছাড়াও আপনার নাম নিয়ে কনফিউজের কারনেই মুলত মন্তব্যটি করা হয়ে ছিল। যা সেখানে সুন্দরভাবে বলা হয়েছে।
এর চেয়ে অনেক কঠিন মন্তব্য পেয়েও কেউ এভাবে বলেছে বলে মনে হয় না।
ধন্যবাদ।