সবাই আশা করি ভালই আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম। যাই হোক এবার কাজের কথায় আসি।
আজকে আমি যে সফটওয়্যারটি শেয়ার করছি, তার নাম Iobit Smart Defrag।নাম শুনেই বুঝতে পারছেন এটি Iobit এর তৈরি। Iobit এর সফটওয়্যার সম্পর্কে আশা করি সবার ধারণা আছে। অ্যাওয়ার্ড উইনিং Advanced System Care সফটওয়্যার এই Iobit এর তৈরি।Advanced System Care এর সাথেও Defragment Tool থাকে।
মাত্র 8.69 MB এর সফটওয়ার টি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে।
এবার অন্য যেকোনো সফটওয়ারে এর মত Install করুন।নেট কানেকশন অফ রাখলে ভালো হয়।
Shortcut এ ক্লিক করে Applicationটি চালু করুন।
এবার এই বাটনে ক্লিক করে "Defrag and Prioritize Files(slow)" তে ক্লিক করুন।
এবার আপনার কাজ খতম , সফটের কাজ শুরু।
এটা আপনার HDD এর সাইজের ওপর নিরভর করবে। আপনি মিনিমাইজ করে অন্য কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে Defragment হবে।আর তারপর আপনি নিজেই বুঝে যাবেন স্পিড কি রকম বাড়ল।
সমস্যা হলে বা কোন মতামত থাকলে অবশ্যই টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
ভাই ফুল ভার্ষন নাই? মানে সিরিয়াল কি বা ক্রাক/প্যাচ সহ?