আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কিছুদিন টিউনে বলেছিলাম আমি ১টি MS Word এর বই শেয়ার করব, তাই আজ সময় পেয়ে বইটি শেয়ার করলাম। বাকি MS Excel, MS Access, MS Power Point, Adove Photoshope, HTML, WordPress এর বইগুলো শেয়ার করব ইনশাআল্লাহ!
আপনাকে আর টাকা খরচ করে মাইক্রোসফট আফিস শিখতে যেতে হবে না , এমন ভাবে বইটি তৈরি করা হয়েছে আপনি যদি সাধারণ একজন কম্পিউটার ব্যবহারী হন তাহলে অতি সহজে MicroSoft Office Word শিখতে করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে মনযোগ সহকারে পড়ুন তাহলে আশা করি কাজ হয়ে যাবে, তাহলে আর দেরি কেন ডাউনলোড করুন আর বাসায় বসে বসে আপনি কম্পিউটার শিখুন...।
মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে।
এটির ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা কোন ব্যক্তি তার প্রয়োজন মাফিক কম্পিউটারে লেখালিখির কাজ সম্পাদন করতে পারবেন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ আগামী টিউন এর অপেক্ষাই রইলাম।