এবার ইচ্ছেমত যেকোনো ছবিকে স্কেচে/কার্টুনে/জল/তেল রঙে পরিণত করুন ফ্রীতে!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমাদের প্রায় সকলের ড্রয়িং করতে ভাল লাগে। কিন্তু বাঘ আকলে শেয়াল/কুকুর হওয়ার অভিজ্ঞতাও অনেকের-ই আছে। ড্রয়িং করা হয় তো বা সফটওয়্যার দিয়ে শেখা সম্ভব না। কিন্তু স্কেচের মত বা আঁকানোর মত দেখান সম্ভব। এজন্য আমি আপনাদের সাথে একটি চমৎকার ফ্রীওয়্যার শেয়ার করছি। যার মাধ্যমে প্রায় যে কোন ছবিকে স্কেচে[সুধু স্কেচ নয়,পরে বুঝতে পারবেন] রুপান্তর করা সম্ভব। আগেই বলেছি এটি ফ্রীওয়্যার। অর্থাৎ Crack, প্যাঁচ, ভাইরাস, মুক্ত।  মাত্র ৫.৬৮ মেগাবাইট এর Software টি Downlaod  করে নিন নির্দ্বিধায়, আশা করই ভাল লাগবে।

  • প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটটি ডাউনলোড করুনঃ

  • সাভাবিক নিয়মে ইন্সটল করুন।
  • এবার ওপেন করুন।

  • File থেকে "Open a Picture" এ ক্লিক করুন।

  • এবার আপনার যেকোনো পছন্দের একটি ছবি নির্বাচন করুন। আমি করলামঃ

  • এবার এই    আইকনে ক্লিক করুন।

  • ইচ্ছে মত Drawing Style, Edge Threshold, Edge Intensity,Color Intensity, Darken/Lighten,Level of Contrast বাড়িয়ে বা কমিয়ে শুধু পেন্সিল স্কেচ-ই না,ওয়াটার কালার,অয়েল কালার,কার্টুন সহ প্রায় ২০ রকম এর এফেক্ট দিতে পারবেন। চাইলে ফ্রেম-ও ।

  • সব শেষে টেক টিউনস স্কেচঃ

সমস্যা হলে/মতামত থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

valo laglo vai…

শেয়ার করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।