আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমাদের প্রায় সকলের ড্রয়িং করতে ভাল লাগে। কিন্তু বাঘ আকলে শেয়াল/কুকুর হওয়ার অভিজ্ঞতাও অনেকের-ই আছে। ড্রয়িং করা হয় তো বা সফটওয়্যার দিয়ে শেখা সম্ভব না। কিন্তু স্কেচের মত বা আঁকানোর মত দেখান সম্ভব। এজন্য আমি আপনাদের সাথে একটি চমৎকার ফ্রীওয়্যার শেয়ার করছি। যার মাধ্যমে প্রায় যে কোন ছবিকে স্কেচে[সুধু স্কেচ নয়,পরে বুঝতে পারবেন] রুপান্তর করা সম্ভব। আগেই বলেছি এটি ফ্রীওয়্যার। অর্থাৎ Crack, প্যাঁচ, ভাইরাস, মুক্ত। মাত্র ৫.৬৮ মেগাবাইট এর Software টি Downlaod করে নিন নির্দ্বিধায়, আশা করই ভাল লাগবে।
সমস্যা হলে/মতামত থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
ধন্যবাদ শেয়ার করার জন্য।